দুর্গাপুর, 26 অক্টোবর : ধানচাষিদের জন্য সুখবর দিল পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন ৷ ওই জেলার কাঁকসার বিদবিহার গ্রাম পঞ্চায়েতে এবার গড়ে উঠতে চলেছে মিনি কিষান মান্ডি ৷ যেখানে সারা বছরই ধান বিক্রির সুবিধা পাবেন চাষিরা ৷ মঙ্গলবারই প্রশাসনের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর ৷ এই খবর ছড়িয়ে পড়তেই খুশি এলাকার চাষিরা ৷
পশ্চিম বর্ধমান জেলার কাঁকসা ব্লকের গুরুত্বপূর্ণ কৃষিভিত্তিক এলাকা হল বিদবিহার বনকাটি ত্রিলোকচন্দ্রপুর ও মলানদিঘি অঞ্চল । সেখানকার বাসিন্দাদের বেশিরভাগই ভাগচাষি এবং ক্ষুদ্র চাষি । কিন্তু কিষান মান্ডিতে ধান বিক্রির জন্য তাঁদের যেতে হত 20 কিলোমিটার ৷
আরও পড়ুন : Illegal Arms Factory : হীরাপুরে বেআইনি অস্ত্র কারখানা মামলায় গ্রেফতার মূল অভিযুক্ত
তা সকলের পক্ষে সম্ভব হত না ৷ তাই কম লাভে তাঁদের ধান বিক্রি করতে হত ৷ চাষিদের দাবি, সরকারি ভাবে কুইন্টাল প্রতি 1600 টাকার বেশি দেওয়া হয় ধানের দাম । তার বদলে ফড়েদের কাছে 800-900 টাকায় ধান বিক্রি করতে বাধ্য হতেন তাঁরা ৷
তাই এলাকার চাষিদের দীর্ঘদিনের দাবি ছিল যে সেখানে একটি কিষান মান্ডি তৈরি করা হোক ৷ প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আগামী নভেম্বরেই ওই এলাকায় একটি মিনি কিষান মান্ডি তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷
আরও পড়ুন : Illegal Arms Factory : আসানসোলে ফের অস্ত্র কারখানার হদিশ, গ্রেফতার দুই
কাঁকসা ব্লকের কিষান সেলের সভাপতি গিরিধারী সিনহা জানান, চাষিদের কথা ভেবেই রাজ্য সরকারের এই উদ্যোগ । একদিকে যেমন চাষিরা লাভের মুখ দেখবেন, অন্যদিকে বেকার সমস্যা দূর হবে । রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে চাষিদের পাশে দাঁড়াচ্ছে তার বিকল্প হয় না ।