ETV Bharat / state

Newborn Baby Rescue in Pandabeswar : পাণ্ডবেশ্বরে সদ্যোজাত উদ্ধারে আটক বাবা-মা - পাণ্ডবেশ্বরে সদ্যোজাত উদ্ধার

দু'টি ছেলে ও একটি মেয়ে থাকার পরেও ফের বাড়িতে কন্যাসন্তানের জন্ম হওয়ায় তাকে থলিতে ভরে জঙ্গলে ফেলে দিয়ে আসে বাবা ৷ কিন্তু তাতেও শেষ রক্ষা হল না ৷ পুলিশের জালে সদ্যোজাতের কীর্তিমান বাবা ও মা (Recover Newborn Baby in Pandabeswar) ৷

pandabeswar
পাণ্ডবেশ্বর সদ্যোজাত উদ্ধার
author img

By

Published : Apr 20, 2022, 4:50 PM IST

Updated : Apr 20, 2022, 5:20 PM IST

পাণ্ডবেশ্বর, 20 এপ্রিল : সদ্যোজাত কন্যাকে জঙ্গলে ফেলে আসার অভিযোগে বাবা-মাকে আটক করল পুলিশ (Parents Detained in New Born Rescue incident in Pandabeswar) ৷ ঘটনাটি ঘটেছে পাণ্ডবেশ্বরের (Pandabeswar News) কুমারডিহি গ্রামের বাগদিপাড়া এলাকার ।

18 এপ্রিল, সোমবার সকালে তিলাবনি কোলিয়ারি সংলগ্ন জিজিসি কলোনি এলাকায় জঙ্গল থেকে পরিত্যক্ত অবস্থায় একটি সদ্যোজাত কন্যা উদ্ধার হয় । স্থানীয়রা শিশুকন্যাটিকে উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেন । এরপর খান্দরা ব্লক স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসার পর শিশুকন্যাটিকে রাখা হয় চাইল্ড কেয়ার লাইন সংস্থায় ৷

এদিন শিশুকন্যাটি উদ্ধার হওয়ার পর এলাকায় চাঞ্চল্য ছড়ায় । কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত সেই নিয়েও উঠেছিল প্রশ্ন । বুধবার কুমারডিহি গ্রামের বাগদিপাড়ার বাসিন্দা পটল বাগদি ওই শিশুকন্যাটির বাবা, একথা জানাজানি হতেই এদিন সকালে স্থানীয়রা ওই দম্পতিকে ঘিরে ধরেন ৷ খবর পেয়ে ঘটনাস্থলে এসে পটল বাগদি ও তার স্ত্রীকে ধরে থানায় নিয়ে যায় পুলিশ ।

পাণ্ডবেশ্বরে সদ্যোজাত উদ্ধার নিয়ে যা বললেন স্থানীয়রা

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই দম্পতির দু'টি ছেলে ও একটি মেয়ে রয়েছে । রবিবার ঘরেই ফের একটি কন্যাসন্তানের জন্ম দেয় পটলের স্ত্রী । ঘটনাটি জানাজানি হওয়ার আগেই পটল বাগদি থলিতে ভরে শিশুকন্যাটিকে জঙ্গলের মধ্যে ফেলে আসে । পুলিশি জেরায় নিজেদের অপরাধের কথা স্বীকার করে ওই দম্পতি ৷

আরও পড়ুন : Recover Newborn Baby in Pandaveswar: পাণ্ডবেশ্বরে ঝোপ থেকে মিলল সদ্যোজাত কন্যা

পাণ্ডবেশ্বর, 20 এপ্রিল : সদ্যোজাত কন্যাকে জঙ্গলে ফেলে আসার অভিযোগে বাবা-মাকে আটক করল পুলিশ (Parents Detained in New Born Rescue incident in Pandabeswar) ৷ ঘটনাটি ঘটেছে পাণ্ডবেশ্বরের (Pandabeswar News) কুমারডিহি গ্রামের বাগদিপাড়া এলাকার ।

18 এপ্রিল, সোমবার সকালে তিলাবনি কোলিয়ারি সংলগ্ন জিজিসি কলোনি এলাকায় জঙ্গল থেকে পরিত্যক্ত অবস্থায় একটি সদ্যোজাত কন্যা উদ্ধার হয় । স্থানীয়রা শিশুকন্যাটিকে উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেন । এরপর খান্দরা ব্লক স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসার পর শিশুকন্যাটিকে রাখা হয় চাইল্ড কেয়ার লাইন সংস্থায় ৷

এদিন শিশুকন্যাটি উদ্ধার হওয়ার পর এলাকায় চাঞ্চল্য ছড়ায় । কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত সেই নিয়েও উঠেছিল প্রশ্ন । বুধবার কুমারডিহি গ্রামের বাগদিপাড়ার বাসিন্দা পটল বাগদি ওই শিশুকন্যাটির বাবা, একথা জানাজানি হতেই এদিন সকালে স্থানীয়রা ওই দম্পতিকে ঘিরে ধরেন ৷ খবর পেয়ে ঘটনাস্থলে এসে পটল বাগদি ও তার স্ত্রীকে ধরে থানায় নিয়ে যায় পুলিশ ।

পাণ্ডবেশ্বরে সদ্যোজাত উদ্ধার নিয়ে যা বললেন স্থানীয়রা

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই দম্পতির দু'টি ছেলে ও একটি মেয়ে রয়েছে । রবিবার ঘরেই ফের একটি কন্যাসন্তানের জন্ম দেয় পটলের স্ত্রী । ঘটনাটি জানাজানি হওয়ার আগেই পটল বাগদি থলিতে ভরে শিশুকন্যাটিকে জঙ্গলের মধ্যে ফেলে আসে । পুলিশি জেরায় নিজেদের অপরাধের কথা স্বীকার করে ওই দম্পতি ৷

আরও পড়ুন : Recover Newborn Baby in Pandaveswar: পাণ্ডবেশ্বরে ঝোপ থেকে মিলল সদ্যোজাত কন্যা

Last Updated : Apr 20, 2022, 5:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.