রানিগঞ্জ, 12মে : রানিগঞ্জের বল্লভপুর পঞ্চায়েতের অন্তর্গত দামোদর নদীতে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার । মৃত ব্যক্তির নাম মোরা বাউরি (52) । রানিগঞ্জ থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে ময়না তদন্তের জন্য । তদন্ত শুরু করেছে রানিগঞ্জ থানার পুলিশ।
পরিবার সূত্রে খবর , মৃত মোরা বাউরি তাঁর শ্বশুর বাড়িতে থাকতেন । লকডাউনের ফলে বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান জেলার সীমান্ত বন্ধ করেছে পুলিশ । তাই ওই ব্যক্তি নিজের বাড়ি যাওয়ার জন্য নদীপথ ব্যবহার করেন।
মৃতদেহ উদ্ধারের পর বিষয়টি নিয়ে স্থানীয় রমেশ পাল বলেন, "আজ সকালে রানিগঞ্জের বল্লভপুর পঞ্চায়েতের অন্তর্গত দামোদর নদের দিকে ঘুরতে যাওয়ার সময় এক ব্যক্তির মৃতদেহ বালি চরাতে আটকে রয়েছে দেখতে পাওয়া যায় । সঙ্গে সঙ্গে রানিগঞ্জ থানার পুলিশকে খবর দেওয়া হয়। ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ ৷ মৃতদেহ উদ্ধার করে ৷" আসানসোল জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে দেহ । মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে ৷