ETV Bharat / state

ডাম্পারের সঙ্গে দুটি ট্রাকের ধাক্কা; আহত ১ - lorry

নিউটাউনশিপ থানা এলাকায় ট্রাক, লরি ও ডাম্পারের সংঘর্ষ । ঘটনায় আহত ডাম্পারের চালক ।

দুর্ঘটনাস্থান
author img

By

Published : May 5, 2019, 12:30 PM IST

দুর্গাপুর, 5 মে : দুটি ট্রাক ও ডাম্পারের মধ্যে সংঘর্ষ হল। দুর্ঘটনায় আহত হয়েছেন ডাম্পারের চালক । ঘটনাটি দুর্গাপুরের নিউটাউনশিপ থানা এলাকার । আহতকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে । ট্রাক দুটির চালকরা পলাতক ।

আজ সকালে দুর্গাপুর স্টেশন থেকে মুচিপাড়ার দিকে একটি কয়লা বোঝাই ট্রাক আসছিল । ট্রাকটির সামনের চাকা ফেটে গেলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার একধারে দাঁড়িয়ে থাকা ডাম্পারটিকে ধাক্কা মারে । এরপর ডাম্পার ও ট্রাকটি পাশের লেনে গিয়ে পড়ে । সেইসময় মুচিপাড়ার দিক থেকে দ্রুতগতিতে আসা একটি পাথর বোঝাই ট্রাক ওই ডাম্পার ও অন্য ট্রাকটিকে ধাক্কা মারে । দুর্ঘটনার পর ডাম্পারের চালক গাড়ির ভেতর আটকে যায় । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন । চালককে উদ্ধারের চেষ্টা শুরু হয় । তিন ঘণ্টার চেষ্টার পর গ্যাসকাটার দিয়ে ডাম্পারের কিছুটা অংশ কেটে চালককে উদ্ধার করা হয় । দুর্ঘটনার জেরে নিউটাউনশিপের রাস্তায় তীব্র যানজট হয় । প্রায় তিন ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয় ।

দুর্গাপুর, 5 মে : দুটি ট্রাক ও ডাম্পারের মধ্যে সংঘর্ষ হল। দুর্ঘটনায় আহত হয়েছেন ডাম্পারের চালক । ঘটনাটি দুর্গাপুরের নিউটাউনশিপ থানা এলাকার । আহতকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে । ট্রাক দুটির চালকরা পলাতক ।

আজ সকালে দুর্গাপুর স্টেশন থেকে মুচিপাড়ার দিকে একটি কয়লা বোঝাই ট্রাক আসছিল । ট্রাকটির সামনের চাকা ফেটে গেলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার একধারে দাঁড়িয়ে থাকা ডাম্পারটিকে ধাক্কা মারে । এরপর ডাম্পার ও ট্রাকটি পাশের লেনে গিয়ে পড়ে । সেইসময় মুচিপাড়ার দিক থেকে দ্রুতগতিতে আসা একটি পাথর বোঝাই ট্রাক ওই ডাম্পার ও অন্য ট্রাকটিকে ধাক্কা মারে । দুর্ঘটনার পর ডাম্পারের চালক গাড়ির ভেতর আটকে যায় । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন । চালককে উদ্ধারের চেষ্টা শুরু হয় । তিন ঘণ্টার চেষ্টার পর গ্যাসকাটার দিয়ে ডাম্পারের কিছুটা অংশ কেটে চালককে উদ্ধার করা হয় । দুর্ঘটনার জেরে নিউটাউনশিপের রাস্তায় তীব্র যানজট হয় । প্রায় তিন ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয় ।

Intro:রবিবাসরীয় সকালেই দুর্গাপুরের নিউ টাউনশিপ থানা এলাকার HFC কারখানার গেটের সামনে এক পথ দুর্ঘটনায় গুরুতর জখম এক।এইদিন সকাল সাড়ে সাতটা নাগাদ একটি কয়লা বোঝাই ট্রাক দুর্গাপুর স্টেশন থেকে মুচিপাড়ার দিকে আসার সময় গাড়ির সামনের একটি চাকা ফেটে যাওয়ায়  নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি লরিকে ধাক্কা মেরে রাস্তার উল্টো দিকে চলে আসে।সেইসময় মুচিপাড়া থেকে স্টেশনের দিকের রাস্তায় বেপরোয়া গতিতে একটি পাথর বোঝাই লরি যাচ্ছিল।সেই গাড়িটি ওই ডাম্পার এবং লরিটিতে ধাক্কা মারে।খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ।দমকলের একটি ইঞ্জিন আসে।ডাম্পারের চালক ছাড়া বাকি গাড়ির চালকরা পলাতক।ডাম্পারের চালক এমনভাবে আটকে যায় তাকে তিনঘন্টা পরেও উদ্ধার করা যায়নি।শেষে গ্যাস কাটার দিয়ে গাড়ির কিছু অংশ কেটে ডাম্পার চালককে বের করার চেষ্টা চালানো হচ্ছে।।Body:কপিConclusion:কপি

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.