ETV Bharat / state

দুর্গাপুরে মিনি বাসের ধাক্কায় মৃত 1 - দুর্গাপুরে মিনি বাসের ধাক্কায় মৃত 1

আজ সকালে ছটপুজো সেরে বাড়ি ফেরার পর বাইক নিয়ে খাবার আনতে বেরিয়েছিলেন সঞ্জয় ৷ সেসময় দুর্গাপুর স্টেশন তেকে প্রান্তিকাগামী একটি মিনিবাস বেনাচিতি নাচন রোডে সঞ্জয়ের বাইকে ধাক্কা মারে ৷ হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে জানান চিকিৎসকরা ৷

সঞ্জয় গুপ্তা
author img

By

Published : Nov 3, 2019, 10:48 AM IST

দুর্গাপুর, 3 নভেম্বর : ছটপুজো সেরে পরিবারের সকলের সঙ্গেই বাড়ি ফিরেছিলেন ৷ তারপর খাবার কিনতে গিয়ে আর ফেরা হয়নি ৷ মিনিবাসের ধাক্কায় ঘটনাস্থানেই মৃত্যু হয় যুবকের ৷ ঘটনাটি দুর্গাপুরের বেনাচিতি বাজারের নাচন রোডের ৷ ঘটনাকে কেন্দ্র করে পথ অবরোধ স্থানীয়দের ৷

মৃতের নাম সঞ্জয় গুপ্তা (22) ৷ দুর্গাপুর থানা এলাকার বেনাচিতি বাজারের শালবাগানের বাসিন্দা ৷ আজ সকালে ছটপুজো সেরে বাড়ি ফেরার পর বাইক নিয়ে খাবার আনতে বেরিয়েছিলেন সঞ্জয় ৷ সেসময় দুর্গাপুর স্টেশন তেকে প্রান্তিকাগামী একটি মিনিবাস বেনাচিতি নাচন রোডে সঞ্জয়ের বাইকে ধাক্কা মারে ৷ বাসের ধাক্কাতে রাস্তায় ছিটকে পড়েন তিনি ৷ রক্তাক্ত অবস্থায় সঞ্জয়কে স্থানীয়রা একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷

ঘাতক মিনিবাসটি দ্রুত পালিয়ে যায় ৷ খবর পেয়ে ঘটনাস্থানে আসে প্রান্তিকা ফাঁড়ির পুলিশ ৷ ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় সঞ্জয়ের দেহ ৷

দেখুন ভিডিয়ো

ঘটনার পরই বেনাচিতি বাজারের মূল রাস্তা অবরোধ করে স্থানীয়রা ৷ তাঁদের বক্তব্য, "বেপরোয়া গতিতে মিনিবাস চলাচল করে ৷ যেহেতু লেট ফাইন সিস্টেম আছে, তাই মিনিবাসগুলি অনেক সময় যাত্রী তোলার জন্য দেরি করলেও হঠাৎই বেপরোয়া গতিতে চলতে শুরু করে ৷ এই কারণেই এই দুর্ঘটনা ৷" সঞ্জয়ের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে চলে এই অবরোধ ৷

দুর্গাপুর, 3 নভেম্বর : ছটপুজো সেরে পরিবারের সকলের সঙ্গেই বাড়ি ফিরেছিলেন ৷ তারপর খাবার কিনতে গিয়ে আর ফেরা হয়নি ৷ মিনিবাসের ধাক্কায় ঘটনাস্থানেই মৃত্যু হয় যুবকের ৷ ঘটনাটি দুর্গাপুরের বেনাচিতি বাজারের নাচন রোডের ৷ ঘটনাকে কেন্দ্র করে পথ অবরোধ স্থানীয়দের ৷

মৃতের নাম সঞ্জয় গুপ্তা (22) ৷ দুর্গাপুর থানা এলাকার বেনাচিতি বাজারের শালবাগানের বাসিন্দা ৷ আজ সকালে ছটপুজো সেরে বাড়ি ফেরার পর বাইক নিয়ে খাবার আনতে বেরিয়েছিলেন সঞ্জয় ৷ সেসময় দুর্গাপুর স্টেশন তেকে প্রান্তিকাগামী একটি মিনিবাস বেনাচিতি নাচন রোডে সঞ্জয়ের বাইকে ধাক্কা মারে ৷ বাসের ধাক্কাতে রাস্তায় ছিটকে পড়েন তিনি ৷ রক্তাক্ত অবস্থায় সঞ্জয়কে স্থানীয়রা একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷

ঘাতক মিনিবাসটি দ্রুত পালিয়ে যায় ৷ খবর পেয়ে ঘটনাস্থানে আসে প্রান্তিকা ফাঁড়ির পুলিশ ৷ ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় সঞ্জয়ের দেহ ৷

দেখুন ভিডিয়ো

ঘটনার পরই বেনাচিতি বাজারের মূল রাস্তা অবরোধ করে স্থানীয়রা ৷ তাঁদের বক্তব্য, "বেপরোয়া গতিতে মিনিবাস চলাচল করে ৷ যেহেতু লেট ফাইন সিস্টেম আছে, তাই মিনিবাসগুলি অনেক সময় যাত্রী তোলার জন্য দেরি করলেও হঠাৎই বেপরোয়া গতিতে চলতে শুরু করে ৷ এই কারণেই এই দুর্ঘটনা ৷" সঞ্জয়ের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে চলে এই অবরোধ ৷

Intro:ছট পুজো করে বাড়িতে ফেরার পর বাড়ির লোকের জন্য খাবার আনতে গিয়ে মিনিবাসের ধাক্কায় মৃত্যু হল যুবকের। উত্তেজনা দুর্গাপুরের বেনাচিতি বাজারের নাচন রোডে। বেপরোয়া মিনি বাস চালানো বন্ধের এবং মৃতের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণের দাবিতে পথ অবরোধ স্থানীয় বাসিন্দাদের।

দুর্গাপুর থানা এলাকার বেনাচিতি বাজারের শালবাগানের বাসিন্দা সঞ্জয় গুপ্তা (22 বছর) আজ সকালে ছট পূজা সেরে বাড়িতে ফেরার পর বাড়ির লোকের জন্য বাইক নিয়ে খাবার আনতে বের হয়।বেনাচিতি নাচন রোডে বাইক নিয়ে যাওয়ার সময় দুর্গাপুর স্টেশন থেকে প্রান্তিকা গামী একটি মিনিবাস পিছন থেকে বাইকে ধাক্কা মারলে রাস্তার উপর ছিটকে পড়ে সঞ্জয়।রক্তাক্ত সঞ্জয় গুপ্তাকে এলাকার মানুষ একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষনা করে। ঘাতক মিনিবাসটি দ্রুত পালিয়ে যায়। এরপর ঘটনাস্থলে আসে প্রান্তিকা ফাঁড়ির পুলিশ। সঞ্জয় গুপ্তার দেহ ময়নাতদন্ত এর জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।এরপর স্থানীয় উত্তেজিত জনতা বেনাচিতি বাজার এর মূল রাস্তা অবরোধ করে। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী। এলাকার মানুষের দাবি বেপরোয়া গতিতে মিনিবাস চলাচল করে এবং যেহেতু লেট ফাইন সিস্টেম আছে তাই মিনি বাস গুলি অনেক সময় যাত্রী তোলার জন্য দেরি করলেও হঠাৎ করে বেপরোয়া গতিতে চলতে শুরু করে। এই কারণেই এই দুর্ঘটনা। সঞ্জয় গুপ্তা পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাই তার পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে এমন দাবি জানিয়েই চলছে পথ অবরোধ।।Body:গConclusion:গ
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.