দুর্গাপুর, 31 অক্টোবর : বিহার থেকে হাওড়া যাওয়ার পথে বাস উলটে দুর্ঘটনা ৷ ঘটনায় মৃত্যু হয় একজনের ৷ আহত প্রায় 28 জন ৷ ঘটনাটি গতরাত আড়াইটে থেকে তিনটের মধ্যে দুর্গাপুরের ওল্ড কোর্ট মোড়ের কাছে ঘটে ৷
বিহার থেকে হাওড়ার বাবুঘাট যাচ্ছিল একটি বাস ৷ বাসে প্রায় 60 জন যাত্রী ছিল ৷ তাঁরা সকলেই কলকাতা সংলগ্ন এলাকায় ইট তৈরি, জরিশিল্পসহ বিভিন্ন কাজে ঠিকা শ্রমিকের কাজ করেন ৷ আসানসোল পেরোনোর এক ঘণ্টা পরে দুর্গাপুরের ওল্ড কোর্ট মোড়ে এসে বাসটি নিয়ন্ত্রণে হারায় ৷ ডিভাইডারে ধাক্কা মেরে উলটে যায় ৷
ঘটনায় মারা যান একজন যাত্রী ৷ নাম রামানন্দ চৌহান (50) ৷ আহত 28 জনের মধ্যে 7-8 জন মহিলা ও শিশু রয়েছে ৷ খবর পেয়ে ঘটনাস্থানে আসে ফরিদপুর ফাঁড়ির পুলিশ ৷ 2 নম্বর জাতীয় সড়কে জরুরি পরিষেবার জন্য থাকা অ্যাম্বুলেন্স আসে ৷ আহত যাত্রীদের মধ্যে কারও হাত, পা ভাঙে ৷ কারও মাথা ফেটে যায় ৷ রামানন্দসহ আরও দু'জনকে আশঙ্কাজনক অবস্থায় গান্ধিমোড়ের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ বাকিদের নিয়ে যাওয়া হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে ৷ হাসপাতালে মৃত্যু হয় রামানন্দের ৷
বাসটি বেপরোয়া গতিতে ছিল বলে জানায় যাত্রীরা ৷ চালকের ঘুম আসার কারণেই এই দুর্ঘটনা বলে প্রাথমিক অনুমান পুলিশের ৷ ঘটনার পর থেকে চালক পলাতক ৷