ETV Bharat / state

দুর্গাপুরে বাস দুর্ঘটনা; মৃত 1, আহত 28

বিহার থেকে হাওড়ার বাবুঘাটে যাওয়ার সময় দুর্গাপুরের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায় একটি বাস ৷ ঘটনায় মৃত্যু হয় একজন যাত্রীর ৷ আহত প্রায় 28 জন ৷

author img

By

Published : Oct 31, 2019, 10:56 AM IST

দুর্গাপুরে বাস দুর্ঘটনা

দুর্গাপুর, 31 অক্টোবর : বিহার থেকে হাওড়া যাওয়ার পথে বাস উলটে দুর্ঘটনা ৷ ঘটনায় মৃত্যু হয় একজনের ৷ আহত প্রায় 28 জন ৷ ঘটনাটি গতরাত আড়াইটে থেকে তিনটের মধ্যে দুর্গাপুরের ওল্ড কোর্ট মোড়ের কাছে ঘটে ৷

বিহার থেকে হাওড়ার বাবুঘাট যাচ্ছিল একটি বাস ৷ বাসে প্রায় 60 জন যাত্রী ছিল ৷ তাঁরা সকলেই কলকাতা সংলগ্ন এলাকায় ইট তৈরি, জরিশিল্পসহ বিভিন্ন কাজে ঠিকা শ্রমিকের কাজ করেন ৷ আসানসোল পেরোনোর এক ঘণ্টা পরে দুর্গাপুরের ওল্ড কোর্ট মোড়ে এসে বাসটি নিয়ন্ত্রণে হারায় ৷ ডিভাইডারে ধাক্কা মেরে উলটে যায় ৷

দেখুন ভিডিয়ো

ঘটনায় মারা যান একজন যাত্রী ৷ নাম রামানন্দ চৌহান (50) ৷ আহত 28 জনের মধ্যে 7-8 জন মহিলা ও শিশু রয়েছে ৷ খবর পেয়ে ঘটনাস্থানে আসে ফরিদপুর ফাঁড়ির পুলিশ ৷ 2 নম্বর জাতীয় সড়কে জরুরি পরিষেবার জন্য থাকা অ্যাম্বুলেন্স আসে ৷ আহত যাত্রীদের মধ্যে কারও হাত, পা ভাঙে ৷ কারও মাথা ফেটে যায় ৷ রামানন্দসহ আরও দু'জনকে আশঙ্কাজনক অবস্থায় গান্ধিমোড়ের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ বাকিদের নিয়ে যাওয়া হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে ৷ হাসপাতালে মৃত্যু হয় রামানন্দের ৷

বাসটি বেপরোয়া গতিতে ছিল বলে জানায় যাত্রীরা ৷ চালকের ঘুম আসার কারণেই এই দুর্ঘটনা বলে প্রাথমিক অনুমান পুলিশের ৷ ঘটনার পর থেকে চালক পলাতক ৷

দুর্গাপুর, 31 অক্টোবর : বিহার থেকে হাওড়া যাওয়ার পথে বাস উলটে দুর্ঘটনা ৷ ঘটনায় মৃত্যু হয় একজনের ৷ আহত প্রায় 28 জন ৷ ঘটনাটি গতরাত আড়াইটে থেকে তিনটের মধ্যে দুর্গাপুরের ওল্ড কোর্ট মোড়ের কাছে ঘটে ৷

বিহার থেকে হাওড়ার বাবুঘাট যাচ্ছিল একটি বাস ৷ বাসে প্রায় 60 জন যাত্রী ছিল ৷ তাঁরা সকলেই কলকাতা সংলগ্ন এলাকায় ইট তৈরি, জরিশিল্পসহ বিভিন্ন কাজে ঠিকা শ্রমিকের কাজ করেন ৷ আসানসোল পেরোনোর এক ঘণ্টা পরে দুর্গাপুরের ওল্ড কোর্ট মোড়ে এসে বাসটি নিয়ন্ত্রণে হারায় ৷ ডিভাইডারে ধাক্কা মেরে উলটে যায় ৷

দেখুন ভিডিয়ো

ঘটনায় মারা যান একজন যাত্রী ৷ নাম রামানন্দ চৌহান (50) ৷ আহত 28 জনের মধ্যে 7-8 জন মহিলা ও শিশু রয়েছে ৷ খবর পেয়ে ঘটনাস্থানে আসে ফরিদপুর ফাঁড়ির পুলিশ ৷ 2 নম্বর জাতীয় সড়কে জরুরি পরিষেবার জন্য থাকা অ্যাম্বুলেন্স আসে ৷ আহত যাত্রীদের মধ্যে কারও হাত, পা ভাঙে ৷ কারও মাথা ফেটে যায় ৷ রামানন্দসহ আরও দু'জনকে আশঙ্কাজনক অবস্থায় গান্ধিমোড়ের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ বাকিদের নিয়ে যাওয়া হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে ৷ হাসপাতালে মৃত্যু হয় রামানন্দের ৷

বাসটি বেপরোয়া গতিতে ছিল বলে জানায় যাত্রীরা ৷ চালকের ঘুম আসার কারণেই এই দুর্ঘটনা বলে প্রাথমিক অনুমান পুলিশের ৷ ঘটনার পর থেকে চালক পলাতক ৷

Intro:দুর্গাপুরের ওল্ড কোর্টে বিহার থেকে হাওড়া গামী বাস উলটে মৃত এক,আহত প্রায় ২৮ জন।মৃত ও আহতদের প্রত্যেকের বাড়ি বিহারে।আহতদের মধ্যে প্রায়, ৭-৮ জন মহিলা ও শিশু রয়েছে।মৃতের নাম রামানন্দ চৌহান(৫০ বছর)।
বিহার থেকে হাওড়ার বাবুঘাট পর্যন্ত যাওয়া একটি বাসে প্রায় ৬০ জন যাত্রী ছিল।এই যাত্রীরা প্রায় সবাই কলকাতা সংলগ্ন এলাকায় ঠিকা শ্রমিকের কাজ করে ইঁট তৈরি, জরিশিল্প সহ বিভিন্ন কাজে।আসানসোলের পরে একটি ধাবা তে খাওয়ার পরে প্রায় একঘন্টা পরে দুর্গাপুরের ওল্ড কোর্ট মোড়ে এসে বাসটি ডিভাইডারে ধাক্কা মারলে উল্টে যায়।৫০ মিটার পর্যন্ত অতিরিক্ত যাত্রী বোঝাই বাসটি ঘষে যায়।ঘটনাস্থলে দ্রুত আসে ফরিদপুর ফাড়ির পুলিশ।দুনম্বর জাতীয় সড়কে জরুরি পরিষেবার জন্য থাকা আ্যম্বুলেন্স আসে।বাসের ভেতরে থাকা যাত্রীদের মধ্যে প্রায় ২০ জনের কারো হাত,পা ভাঙে কারো মাথা ফেটে যায়।সবচেয়ে বেশি চোট পাওয়া রামানন্দ চৌহানসহ আরো দুজনকে গান্ধীমোড়ের একটি বে-সরকারী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।বাকী ২৬ জনকে নিয়ে যাওয়া হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে। তাদের মধ্যে ১৭ জনকে ভর্তি করা হয় বাকীদের প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়।বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় রামানন্দ চৌহানের।বাসটি বে-পরোয়া গতিতে ছিল বলে জানায় যাত্রীরা।রাত্রি আড়াইটা থেকে তিনটের সময় এই দুর্ঘটনা ঘটে।যার থেকে পুলিশের প্রাথমিক অনুমান যে চালকের ঘুম আসার কারনেই এই দুর্ঘটনা। যদিও দুর্ঘটনার পর থেকে চালক পলাতক।Body:গConclusion:গ
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.