ETV Bharat / state

রানিগঞ্জে পথ দুর্ঘটনার মৃত মহিলা

রানিগঞ্জের রানিসায়েরের দু'নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলার । গুরুতর আহত ওই মহিলার স্বামী ।

আসানসোলে পথ দুর্ঘটনার মৃত মহিলা
author img

By

Published : Jul 9, 2019, 10:49 AM IST

Updated : Jul 9, 2019, 12:37 PM IST

রানিগঞ্জ, 9 জুলাই : রানিগঞ্জের রানিসায়েরের দু'নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলার । নাম নীতা সাহা । গুরুতর আহত ওই মহিলার স্বামী প্রদীপ সাহা আসানসোল জেলা হাসপাতালে ভরতি ।

আজ ভোরে দুর্গাপুর থেকে আসা ওই দম্পতি স্কুটি নিয়ে আসানসোলের দিকে যাচ্ছিল । সেই সময় রানিসায়ের মোড়ের কাছে একটি ডাম্পার যাত্রীবোঝাই মিনিবাসকে ওভারটেক করে স্কুটিতে ধাক্কা মারে । জাতীয় সড়কের উপর ছিটকে পড়ে স্কুটিটি । ডাম্পারের পিছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থানেই মৃত্যু হয় ওই মহিলার । গুরুতর আহত হন ওই মহিলার স্বামী ।

দেখুন ভিডিয়ো

খবর পেয়ে ঘটনাস্থানে আসে রানিগঞ্জ থানার পুলিশ । ওই মহিলার দেহ উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় । ঘটনার জেরে অবরুদ্ধ হয়ে পড়ে দু'নম্বর জাতীয় সড়ক । সোমবারই 'সেভ ড্রাইভ সেভ লাইফ'-প্রকল্প সফল করতে প্রচার অভিযান চালায় আসানসোল- দুর্গাপুর পুলিশ । আর আজই ঘটল দুর্ঘটনা ।

রানিগঞ্জ, 9 জুলাই : রানিগঞ্জের রানিসায়েরের দু'নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলার । নাম নীতা সাহা । গুরুতর আহত ওই মহিলার স্বামী প্রদীপ সাহা আসানসোল জেলা হাসপাতালে ভরতি ।

আজ ভোরে দুর্গাপুর থেকে আসা ওই দম্পতি স্কুটি নিয়ে আসানসোলের দিকে যাচ্ছিল । সেই সময় রানিসায়ের মোড়ের কাছে একটি ডাম্পার যাত্রীবোঝাই মিনিবাসকে ওভারটেক করে স্কুটিতে ধাক্কা মারে । জাতীয় সড়কের উপর ছিটকে পড়ে স্কুটিটি । ডাম্পারের পিছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থানেই মৃত্যু হয় ওই মহিলার । গুরুতর আহত হন ওই মহিলার স্বামী ।

দেখুন ভিডিয়ো

খবর পেয়ে ঘটনাস্থানে আসে রানিগঞ্জ থানার পুলিশ । ওই মহিলার দেহ উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় । ঘটনার জেরে অবরুদ্ধ হয়ে পড়ে দু'নম্বর জাতীয় সড়ক । সোমবারই 'সেভ ড্রাইভ সেভ লাইফ'-প্রকল্প সফল করতে প্রচার অভিযান চালায় আসানসোল- দুর্গাপুর পুলিশ । আর আজই ঘটল দুর্ঘটনা ।

Intro:ঘাঘূরি বুড়ি মন্দিরে পুজো দিতে গিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলার ! গুরুতর আহত ওই মহিলার স্বামী । যদিও মহিলার পরিচয় জানা যায়নি । ঘটনাটি ঘটেছে দু নম্বর জাতীয় সড়কের রানীগঞ্জের রানীসায়ের মোড় এলাকায় ।

আজ ভোর নাগাদ দুর্গাপুর থেকে এক দম্পতি আসানসোলের দিকে যাচ্ছিল ঘাঘুরিবুড়ি মন্দিরে পুজো দেওয়ার জন্য । সেই সময় রানিসায়ের মোড়ের কাছে যাত্রী বোঝাই মিনিবাসটিকে ওভারটেক করে ডাম্পারটি দম্পতির স্কুটিতে ধাক্কা মারে । ডাম্পারে ধাক্কায় ওই দম্পতির স্কুটি ছিটকে পড়ে যায় দু নম্বর জাতীয় সড়কের ওপর । ডাম্পারের পিছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই মহিলার । অন্যদিকে ওই মহিলার স্বামী দুর্ঘটনায় গুরুতর আহত হয় । দুর্ঘটনা দেখে স্থানীয় বাসিন্দারা ছুটে আসে । প্রথমেই স্থানীয় বাসিন্দারা দুর্ঘটনায় গুরুতর আহত ওই মৃত মহিলার স্বামীকে আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায় । খবর পেয়ে ঘটনাস্থলে রানীগঞ্জ থানার পুলিশ পৌঁছে । ওই মহিলার মৃতদেহ উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয় । দুর্ঘটনার জেরে অবরুদ্ধ হয়ে পড়ে দু নম্বর জাতীয় সড়ক । ঘাতক ডাম্পারটি পলাতক । অন্যদিকে যাত্রীবোঝাই মিনি বাসটিকে আটক করেছে রানীগঞ্জ থানার পুলিশ ।ঘটনার তদন্ত শুরু করেছে রানীগঞ্জ থানার পুলিশ ।Body:.Conclusion:.
Last Updated : Jul 9, 2019, 12:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.