ETV Bharat / state

রানিগঞ্জে পথ দুর্ঘটনায় মৃত সিভিক ভলান্টিয়ার

রানিগঞ্জের 2 নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু সিভিক ভলান্টিয়ারের, গুরুতর আহত রানিগঞ্জ থানার পুলিশ ।

ছবি
ছবি
author img

By

Published : May 22, 2020, 8:59 AM IST

রানিগঞ্জ , 22 মে : রানিগঞ্জের দু'নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু সিভিক ভলান্টিয়ারের । মৃতের নাম সমীরণ নাগ (29) । ঘটনাটি রানিগঞ্জের মঙ্গলপুর মোড়ে । আটক ডাম্পার সহ চালক ।

স্থানীয় সূত্রে খবর , গতকাল রাতে দুর্গাপুর থেকে একটি চার চাকার গাড়িতে ফিরছিলেন রানিগঞ্জ থানার পুলিশ ও সিভিক ভলান্টিয়ার । হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ডাম্পারের পিছনে ধাক্কা মারে । ঘটনাস্থানেই মৃত্যু হয় সিভিক ভলান্টিয়ারের । গুরুতর আহত রানিগঞ্জ থানার পুলিশ কর্মীকে নিয়ে যাওয়া হয় এলাকার বেসরকারি নার্সিংহোমে ।

অন্যদিকে, আহত হয় পুলিশের গাড়ির ওই চালকও । আটক করা হয়েছে ডাম্পার-সহ চালককে ।

রানিগঞ্জ , 22 মে : রানিগঞ্জের দু'নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু সিভিক ভলান্টিয়ারের । মৃতের নাম সমীরণ নাগ (29) । ঘটনাটি রানিগঞ্জের মঙ্গলপুর মোড়ে । আটক ডাম্পার সহ চালক ।

স্থানীয় সূত্রে খবর , গতকাল রাতে দুর্গাপুর থেকে একটি চার চাকার গাড়িতে ফিরছিলেন রানিগঞ্জ থানার পুলিশ ও সিভিক ভলান্টিয়ার । হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ডাম্পারের পিছনে ধাক্কা মারে । ঘটনাস্থানেই মৃত্যু হয় সিভিক ভলান্টিয়ারের । গুরুতর আহত রানিগঞ্জ থানার পুলিশ কর্মীকে নিয়ে যাওয়া হয় এলাকার বেসরকারি নার্সিংহোমে ।

অন্যদিকে, আহত হয় পুলিশের গাড়ির ওই চালকও । আটক করা হয়েছে ডাম্পার-সহ চালককে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.