দুর্গাপুর, 2 জুলাই: পাণ্ডবেশ্বরে এক দুষ্কৃতীর কাছ থেকে উদ্ধার হল আগ্নেয়াস্ত্র ৷ শনিবার রাতে টহলদারির সময় মহাল গ্রামের হাটতলা এলাকায় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে পুলিশ । তল্লাশিতে তাঁর কাছ থেকে উদ্ধার হয় একটি পিস্তল ও দু'রাউন্ড কার্তুজ । ধৃতের নাম শেখ আশরাফ । মহাল গ্রামে ওই ব্যক্তির বাড়ি । পরে পুলিশ ওই ব্যক্তিকে গ্রেফতার করে।
আজ রবিবার ধৃতকে পেশ করা হয় দুর্গাপুর মহাকুমা আদালতে । পুলিশ জানিয়েছে, কী কারণে ওই ব্যক্তি আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরছিলেন, সেই বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য ধৃতকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন । সেই জন্য তাঁকে হেফাজতের নেওয়ার আবেদন জানানো হবে বলে পাণ্ডবেশ্বর থানার আধিকারিক জানান ।
উল্লেখ্য, গত 25 জুন রবিবার অণ্ডাল থানার সিদুলি গ্রামের ডোমপাড়াতে পুলিশি অভিযানে ধরা পড়েছিল তিন দুষ্কৃতী । তাদের কাছ থেকে উদ্ধার হয়েছিল একটি দেশি পিস্তল ও তিন রাউন্ড কার্তুজ । ওইদিনই রাতে পাণ্ডবেশ্বরের অজয় নদীর নাকা পয়েন্টে আগ্নেয়াস্ত্র-সহ এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ । গতকাল রাতে ফের মহাল এলাকায় আগ্নেয়াস্ত্র-সহ দুষ্কৃতী ধরা পরে ।
আরও পড়ুন: গোসাবায় আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার 6, উদ্ধার তাজা বোমা
ভোটের আগে বারবার আগ্নেয়াস্ত্র উদ্ধার হওয়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায় । পঞ্চায়েত নির্বাচনের আগে পুলিশের কড়া নজরদারি রয়েছে খনি অঞ্চলে । তারপরেও কীভাবে এই দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র রেখেছিল, বা কোথা থেকে তিনি এই আগ্নেয়াস্ত্র পেয়েছেন? তা জানতে তদন্ত শুরু করেছে পাণ্ডবেশ্বর থানার পুলিশ । আর মাত্র কয়েকদিন পরেই নির্বাচন ৷ তার আগেই অণ্ডাল এবং পাণ্ডবেশ্বরে আগ্নেয়াস্ত্র-সহ দুষ্কৃতীদের এই ধরা পড়ার ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে এই দুই থানায় এলাকায় ।
প্রসঙ্গত, ভোটের আগে বিভিন্ন জেলা থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হচ্ছে ৷ বিরোধীদের তরফে বারেবারে অভিযোগ তোলা হয়েছে যে নির্বাচনকে সামনে রেখেই এলাকায় সন্ত্রাস সৃষ্টি করতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা অস্ত্র মজুত রাখছে ৷ এর আগে কোচবিহার, দক্ষিণ 24 পরগনার ভাঙড়ের মতো এলাকা থেকে আগ্নেয়াস্ত্র, কার্তুজ-সহ অনেকে গ্রেফতার হয়েছে ৷