ETV Bharat / state

Horrific Accident in Asansol: ফের বালির লরির ধাক্কায় মৃত্যু, প্রতিবাদে ভাঙচুর, পথ অবরোধ

author img

By

Published : Nov 14, 2022, 10:41 AM IST

Updated : Nov 14, 2022, 1:24 PM IST

আসানসোল দক্ষিণ থানার ডামরা এলাকায় বালির লরির ধাক্কায় এক সাইকেল আরোহীর মৃত্যু (Asansol Vandalism) । মৃত সাইকেল আরোহীর নাম গরিবন ধাড়ি (56) ।

Asansol Vandalism
বালির লরির ধাক্কায় মৃত্যু, প্রতিবাদে ভাঙচুর

আসানসোল, 14 নভেম্বর: বালি ভরতি লরির ধাক্কায় মৃত্যু হল আরও এক সাইকেল আরোহীর ৷ মৃতের নাম গরিবন ধাড়ি (56) । তাঁর বাড়ি আসানসোল দক্ষিণ থানার ঘুসিক অঞ্চলের ধাড়ি পাড়ায় । ঘটনার পর এলাকাবাসী বালির লরি ভাঙচুর করে এবং বেশ কিছুক্ষন রাস্তা অবরোধ করে রাখে (Asansol Vandalism)। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে আসানসোল দক্ষিণ থানার ডামরা এলাকায় ৷

কয়েকদিন আগেই আসানসোলের বার্নপুর রোডে বালির লরির ধাক্কায় 2 যুবকের মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক তোলপাড় হয়েছিল । বালির লরি বন্ধ করতে আন্দোলন নেমেছিল প্রায় সব রাজনৈতিক দলই । কিন্তু সেই আন্দোলনে যে কাজ হয়নি তা আরেকবার সামনে এল ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে গরিবন ধাড়ি যখন কাজে যাচ্ছিলেন তখন একটি বালির লরি তাঁকে ধাক্কা দেয় এবং ঘটনাস্থালেই তাঁর মৃত্যু হয় । পুলিশ এসে তড়িঘড়ি মৃতদেহটি তুলে নিয়ে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায় । এই ঘটনা জানাজানি হতেই ডামরা, ঘুসিক অঞ্চল থেকে প্রচুর মানুষজন ঘটনাস্থলে এসে জমা হয় এবং বিক্ষোভে ফেটে পড়ে । এরপরেই রাস্তায় চলাচল করা এবং বালিঘাটে দাঁড়িয়ে থাকা বালির লরিগুলিকে ভাঙচুর করে ৷ পাশাপাশি পথ অবরোধ করা হয় ।

বালির লরির ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু, দেখুন ভিডিয়ো

আরও পড়ুন: নিউটাউনে পথ দুর্ঘটনায় বাইক চালকের মৃত্যু

এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে বিভিন্ন মহলে ওই অঞ্চলে অবৈধ, ওভারলোডের বালির লরি বন্ধ করার আর্জি জানানো হয়েছে । কিন্তু কোনও কাজ হয়নি । ওই ছোট রাস্তা দিয়ে ওভারলোডের 16 চাকা, 20 চাকার লরি চলছে । যার ফলে দুর্ঘটনা ঘটছে প্রায়ই ৷ এদিন বাসিন্দারা বেশ কিছুক্ষন পথ অবরোধ করেন । শেষে পুলিশ এসে ক্ষতিপূরণ দেওয়ার এবং বালি লরি নিয়ে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে বাসিন্দারা অবরোধ তোলেন । তবে বাসিন্দাদের দাবি, অবৈধ বালির লরি কোনওভাবেই আর রাস্তা দিয়ে চলতে দেওয়া যাবে না ।

আসানসোল, 14 নভেম্বর: বালি ভরতি লরির ধাক্কায় মৃত্যু হল আরও এক সাইকেল আরোহীর ৷ মৃতের নাম গরিবন ধাড়ি (56) । তাঁর বাড়ি আসানসোল দক্ষিণ থানার ঘুসিক অঞ্চলের ধাড়ি পাড়ায় । ঘটনার পর এলাকাবাসী বালির লরি ভাঙচুর করে এবং বেশ কিছুক্ষন রাস্তা অবরোধ করে রাখে (Asansol Vandalism)। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে আসানসোল দক্ষিণ থানার ডামরা এলাকায় ৷

কয়েকদিন আগেই আসানসোলের বার্নপুর রোডে বালির লরির ধাক্কায় 2 যুবকের মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক তোলপাড় হয়েছিল । বালির লরি বন্ধ করতে আন্দোলন নেমেছিল প্রায় সব রাজনৈতিক দলই । কিন্তু সেই আন্দোলনে যে কাজ হয়নি তা আরেকবার সামনে এল ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে গরিবন ধাড়ি যখন কাজে যাচ্ছিলেন তখন একটি বালির লরি তাঁকে ধাক্কা দেয় এবং ঘটনাস্থালেই তাঁর মৃত্যু হয় । পুলিশ এসে তড়িঘড়ি মৃতদেহটি তুলে নিয়ে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায় । এই ঘটনা জানাজানি হতেই ডামরা, ঘুসিক অঞ্চল থেকে প্রচুর মানুষজন ঘটনাস্থলে এসে জমা হয় এবং বিক্ষোভে ফেটে পড়ে । এরপরেই রাস্তায় চলাচল করা এবং বালিঘাটে দাঁড়িয়ে থাকা বালির লরিগুলিকে ভাঙচুর করে ৷ পাশাপাশি পথ অবরোধ করা হয় ।

বালির লরির ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু, দেখুন ভিডিয়ো

আরও পড়ুন: নিউটাউনে পথ দুর্ঘটনায় বাইক চালকের মৃত্যু

এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে বিভিন্ন মহলে ওই অঞ্চলে অবৈধ, ওভারলোডের বালির লরি বন্ধ করার আর্জি জানানো হয়েছে । কিন্তু কোনও কাজ হয়নি । ওই ছোট রাস্তা দিয়ে ওভারলোডের 16 চাকা, 20 চাকার লরি চলছে । যার ফলে দুর্ঘটনা ঘটছে প্রায়ই ৷ এদিন বাসিন্দারা বেশ কিছুক্ষন পথ অবরোধ করেন । শেষে পুলিশ এসে ক্ষতিপূরণ দেওয়ার এবং বালি লরি নিয়ে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে বাসিন্দারা অবরোধ তোলেন । তবে বাসিন্দাদের দাবি, অবৈধ বালির লরি কোনওভাবেই আর রাস্তা দিয়ে চলতে দেওয়া যাবে না ।

Last Updated : Nov 14, 2022, 1:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.