ETV Bharat / state

NREGA Stopped in State: স্কুল এমনকী নর্দমা পরিষ্কারেও নামলেন পঞ্চায়েত প্রধান-উপপ্রধানরা - ডেঙ্গি

রাজ্যে 100 দিনের কাজ বন্ধ হয়ে গিয়েছে বেশ কিছু ব্লকে। স্বাভাবিকভাবে রাস্তাঘাট, নিকাশি নালা পরিচ্ছন্নতার অভাবে ভুগছে। পুজোর মুখে ডেঙ্গি, ম্যালেরিয়া জ্বরের প্রকোপে বেহাল দশা রাজ্যবাসীর। তাই দলের সেনাপতি যখন গ্রামীন এলাকার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে দিল্লি অভিযানের ডাক দিয়েছেন ঠিক সেই সময় স্বাস্থ্যকর্মীদের সঙ্গে অন্ডালের উখড়ার বিদ্যালয় সাফাই করলেন উখড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মিনা কোল।

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 30, 2023, 7:30 PM IST

দুর্গাপুর, 30 সেপ্টেম্বর: 100 দিনের কাজের টাকা কেন্দ্রের কাছে বকেয়া ৷ সেই টাকা আদায়ের জন্য এ রাজ্যের বিভিন্ন জেলার এই কাজের সঙ্গে যুক্ত এবং তৃণমূল নেতৃত্বকে নিয়ে দিল্লিতে যন্তরমন্তরে আন্দোলনের ডাক দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ কাউন্ট ডাউনও শুরু হয়ে গিয়েছে ৷ সেই প্রেক্ষাপটে গ্রামবাংলায় নর্দমা পরিচ্ছন্ন থেকে স্কুল পরিস্কার করার কাজে নেমে পড়তে দেখা গেল দুর্গাপুর মহকুমার কাঁকসা ও অন্ডাল ব্লকের পঞ্চায়েতের প্রতিনিধিদের।

আর্থিক প্রতিবন্ধকতা সৃষ্টি করে এই রাজ্যের উন্নয়নকে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। তার বিরুদ্ধে প্রতিবাদে সামিল এই রাজ্যের শাসক দল। 100 দিনের কাজ বন্ধ হলেও যাতে নিকাশী নালা থেকে রাস্তাঘাট পরিচ্ছন্ন রাখার কাজ বন্ধ না হয় তাই এবার দুর্গাপুর মহকুমার কাঁকসা ব্লকের ত্রিলকচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নিজেই দুর্গন্ধযুক্ত নর্দমার আবর্জনা পরিষ্কারের কাজে নামলেন ৷ অন্যদিকে অন্ডাল ব্লকের উখড়া গ্রাম পঞ্চায়েতের মহিলা প্রধান ঝাঁটা হাতে স্কুল ও রাস্তা পরিচ্ছন্ন করার কাজ করলেন।

রাজ্যে 100 দিনের কাজ বন্ধ হয়ে গিয়েছে বেশ কিছু ব্লকে। স্বাভাবিকভাবে রাস্তাঘাট, নিকাশি নালা পরিচ্ছন্নতার অভাবে ভুগছে। পুজোর মুখে ডেঙ্গি, ম্যালেরিয়া জ্বরের প্রকোপে বেহাল দশা রাজ্যবাসীর। তাই দলের সেনাপতি যখন গ্রামীন এলাকার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে দিল্লি অভিযানের ডাক দিয়েছেন ঠিক সেই সময় স্বাস্থ্যকর্মীদের সঙ্গে অন্ডালের উখড়ার বিদ্যালয় সাফাই করলেন উখড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মিনা কোল। কাঁকসার ত্রিলোকচন্দ্রপুরে নর্দমা সাফাই করলেন এলাকার উপপ্রধান প্রসেজিৎ ঘোষ। রাজ্যের বিভিন্ন প্রান্তে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। রাজ্যের সমস্ত পঞ্চায়েত এবং পৌরসভার স্বাস্থ্যকর্মীদের সজাগ থাকার বার্তা দিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর। বিভিন্ন প্রান্তে সচেতনতা করতে দেখা যাচ্ছে জেলাশাসক, মহকুমা শাসক এবং পৌরসভা এবং পঞ্চায়েতের আধিকারিকদের।

এরই মধ্যে রাজ্য সরকারের "সচ্ছতাই সেবা" আবর্জনা মুক্ত ভারত কর্মসূচির মাধ্যমে পঞ্চায়েত এলাকাগুলিতে নোংরা আবর্জনা সাফাই করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে শনিবার অন্ডালের উখড়া সন্ন্যাসীতলা প্রাথমিক বিদ্যালয়ের নোংরা আবর্জনা সাফাই শুরু হয়। সাফাই এবং মশার লার্ভা নাশক স্প্রে করতে দেখা যায় পঞ্চায়েতের স্বাস্থ্য কর্মীদের। সেই স্বাস্থ্য কর্মীদের কাজ খতিয়ে দেখতে গিয়ে তাদের সঙ্গে বিদ্যালয়ের চতুর্দিক ঝাঁটা হাতে সাফাই করলেন পঞ্চায়েত প্রধান মিনা কোল।

আরও পড়ুন: বাসে চেপে দিল্লির পথে তৃণমূল কর্মী-সমর্থকরা, সন্ধে পর্যন্ত চলবে রওনা প্রক্রিয়া

অন্যদিকে 100 দিনের কাজ বন্ধের জেরে কাঁকসার ত্রিলোকচন্দ্রপুরের নিকাশি ব্যাবস্থা বেহাল হয়ে পড়েছে। এলাকা জুড়ে বাড়ছে মশা, মাছির দাপট। এই পরিস্থিতি দেখে এলাকার বেশ কিছু মানুষকে সঙ্গে নিয়ে কোদাল নিয়ে নর্দমা সাফাই করেন ত্রিলকচন্দ্রপুরের উপপ্রধান প্রসেজিৎ ঘোষ। দুই প্রান্তে প্রধান এবং উপপ্রধান বলেন তাদের সকলের একটাই লক্ষ্য আবর্জনা মুক্ত সমাজ গড়ে তোলা। প্রধান এবং উপ প্রধানের ভূমিকায় খুশি এলাকাবাসীরা।ত্রিলোক চন্দ্রপুর পঞ্চায়েতের উপপ্রধান প্রসেনজিৎ ঘোষের অভিযোগ, "আর্থিক প্রতিবন্ধকতা তৈরি করে গ্রামে গ্রামে উন্নয়নের কাজকে স্তব্ধ করে দিতে চাইছে কেন্দ্রীয় সরকার। আমরা তা হতে দেব না। তাই আমরা নিজেরাই নর্দমা পরিস্কারের কাজে নেমে পড়েছি।"

দুর্গাপুর, 30 সেপ্টেম্বর: 100 দিনের কাজের টাকা কেন্দ্রের কাছে বকেয়া ৷ সেই টাকা আদায়ের জন্য এ রাজ্যের বিভিন্ন জেলার এই কাজের সঙ্গে যুক্ত এবং তৃণমূল নেতৃত্বকে নিয়ে দিল্লিতে যন্তরমন্তরে আন্দোলনের ডাক দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ কাউন্ট ডাউনও শুরু হয়ে গিয়েছে ৷ সেই প্রেক্ষাপটে গ্রামবাংলায় নর্দমা পরিচ্ছন্ন থেকে স্কুল পরিস্কার করার কাজে নেমে পড়তে দেখা গেল দুর্গাপুর মহকুমার কাঁকসা ও অন্ডাল ব্লকের পঞ্চায়েতের প্রতিনিধিদের।

আর্থিক প্রতিবন্ধকতা সৃষ্টি করে এই রাজ্যের উন্নয়নকে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। তার বিরুদ্ধে প্রতিবাদে সামিল এই রাজ্যের শাসক দল। 100 দিনের কাজ বন্ধ হলেও যাতে নিকাশী নালা থেকে রাস্তাঘাট পরিচ্ছন্ন রাখার কাজ বন্ধ না হয় তাই এবার দুর্গাপুর মহকুমার কাঁকসা ব্লকের ত্রিলকচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নিজেই দুর্গন্ধযুক্ত নর্দমার আবর্জনা পরিষ্কারের কাজে নামলেন ৷ অন্যদিকে অন্ডাল ব্লকের উখড়া গ্রাম পঞ্চায়েতের মহিলা প্রধান ঝাঁটা হাতে স্কুল ও রাস্তা পরিচ্ছন্ন করার কাজ করলেন।

রাজ্যে 100 দিনের কাজ বন্ধ হয়ে গিয়েছে বেশ কিছু ব্লকে। স্বাভাবিকভাবে রাস্তাঘাট, নিকাশি নালা পরিচ্ছন্নতার অভাবে ভুগছে। পুজোর মুখে ডেঙ্গি, ম্যালেরিয়া জ্বরের প্রকোপে বেহাল দশা রাজ্যবাসীর। তাই দলের সেনাপতি যখন গ্রামীন এলাকার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে দিল্লি অভিযানের ডাক দিয়েছেন ঠিক সেই সময় স্বাস্থ্যকর্মীদের সঙ্গে অন্ডালের উখড়ার বিদ্যালয় সাফাই করলেন উখড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মিনা কোল। কাঁকসার ত্রিলোকচন্দ্রপুরে নর্দমা সাফাই করলেন এলাকার উপপ্রধান প্রসেজিৎ ঘোষ। রাজ্যের বিভিন্ন প্রান্তে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। রাজ্যের সমস্ত পঞ্চায়েত এবং পৌরসভার স্বাস্থ্যকর্মীদের সজাগ থাকার বার্তা দিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর। বিভিন্ন প্রান্তে সচেতনতা করতে দেখা যাচ্ছে জেলাশাসক, মহকুমা শাসক এবং পৌরসভা এবং পঞ্চায়েতের আধিকারিকদের।

এরই মধ্যে রাজ্য সরকারের "সচ্ছতাই সেবা" আবর্জনা মুক্ত ভারত কর্মসূচির মাধ্যমে পঞ্চায়েত এলাকাগুলিতে নোংরা আবর্জনা সাফাই করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে শনিবার অন্ডালের উখড়া সন্ন্যাসীতলা প্রাথমিক বিদ্যালয়ের নোংরা আবর্জনা সাফাই শুরু হয়। সাফাই এবং মশার লার্ভা নাশক স্প্রে করতে দেখা যায় পঞ্চায়েতের স্বাস্থ্য কর্মীদের। সেই স্বাস্থ্য কর্মীদের কাজ খতিয়ে দেখতে গিয়ে তাদের সঙ্গে বিদ্যালয়ের চতুর্দিক ঝাঁটা হাতে সাফাই করলেন পঞ্চায়েত প্রধান মিনা কোল।

আরও পড়ুন: বাসে চেপে দিল্লির পথে তৃণমূল কর্মী-সমর্থকরা, সন্ধে পর্যন্ত চলবে রওনা প্রক্রিয়া

অন্যদিকে 100 দিনের কাজ বন্ধের জেরে কাঁকসার ত্রিলোকচন্দ্রপুরের নিকাশি ব্যাবস্থা বেহাল হয়ে পড়েছে। এলাকা জুড়ে বাড়ছে মশা, মাছির দাপট। এই পরিস্থিতি দেখে এলাকার বেশ কিছু মানুষকে সঙ্গে নিয়ে কোদাল নিয়ে নর্দমা সাফাই করেন ত্রিলকচন্দ্রপুরের উপপ্রধান প্রসেজিৎ ঘোষ। দুই প্রান্তে প্রধান এবং উপপ্রধান বলেন তাদের সকলের একটাই লক্ষ্য আবর্জনা মুক্ত সমাজ গড়ে তোলা। প্রধান এবং উপ প্রধানের ভূমিকায় খুশি এলাকাবাসীরা।ত্রিলোক চন্দ্রপুর পঞ্চায়েতের উপপ্রধান প্রসেনজিৎ ঘোষের অভিযোগ, "আর্থিক প্রতিবন্ধকতা তৈরি করে গ্রামে গ্রামে উন্নয়নের কাজকে স্তব্ধ করে দিতে চাইছে কেন্দ্রীয় সরকার। আমরা তা হতে দেব না। তাই আমরা নিজেরাই নর্দমা পরিস্কারের কাজে নেমে পড়েছি।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.