দুর্গাপুর, 3 জুন : সোশাল সাইটে ছড়িয়ে পড়েছে একটি আবেদনপত্র । সেখানে রয়েছে দিলীপ ঘোষের মোবাইল নম্বর । লেখা রয়েছে, "যদি তৃণমূল কংগ্রেসকে ভালোবাসেন, তাহলে এখনই ওঁকে 'জয় হিন্দ', 'জয় বাংলা', 'মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ' লিখে মেসেজ পাঠান ।" এটা দলীয় নির্দেশ না হলেও এতে আপত্তির কিছু নেই বলে জানান পশ্চিম বর্ধমানের তৃণমূলের জেলা সভাপতি জিতেন্দ্র তিওয়ারি ।
জয়শ্রীরাম ইশুতে এই মুহূর্তে উত্তপ্ত রাজ্য-রাজনীতি । চন্দ্রকোনা, জগদ্দল ও নৈহাটিতে BJP-র জয়শ্রীরাম ধ্বনিতে মেজাজ হারিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । গতকাল ফেসবুকে এবিষয়ে সরবও হন তিনি । অন্যদিকে, পালটা বিরোধিতায় নামে BJP-ও । মমতার ঠিকানায় আজ জয়শ্রীরাম লেখা পোস্টকার্ড পাঠান BJP সাংসদ অর্জুন সিং ।
এরপরই তৃণমূলের তরফে হোয়াটসঅ্যাপে একটি আবেদনপত্র ছড়িয়ে দেওয়া হয় । তাতে দিলীপ ঘোষের মোবাইল নম্বর দিয়ে একটি মেসেজ দেওয়া হয় । বলা হয়, "যদি তৃণমূল কংগ্রেসকে ভালোবাসেন, তাহলে এখনই ওঁকে 'জয় হিন্দ', 'জয় বাংলা', 'মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ' লিখে মেসেজ পাঠান ।"
দলের নির্দেশেই কি এই বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে ? এর উত্তরে জিতেন্দ্র তিওয়ারি বলেন, "এটা কর্মীদের স্বাধীনতা । তাঁরা যদি মনে করেন যে, দিলীপ ঘোষ সহ BJP নেতারা জয় হিন্দ, জয় বাংলা বলতে ভুলে গেছেন, তাহলে তাঁদের তা মনে করিয়ে দেওয়া উচিত । এতে আপত্তির কিছু নেই।"
BJP নেতা অমিতাভ বন্দ্যোপাধ্যায় বলেন, "মমতাদি জয়শ্রীরাম নিয়ে যেভাবে নিজের অভিমত ব্যক্ত করেছেন, তা মানুষ দেখেছেন । তার প্রতিফলন আগামীভোটে আরও ব্যাপকভাবে পড়বে ।"
এই সংক্রান্ত খবর : নিজে লিখে জয়শ্রীরাম পোস্টকার্ড মুখ্যমন্ত্রীকে পাঠালেন অর্জুন