ETV Bharat / state

Panchayat Elections 2023: হিংসা নয়, ভোট হোক ! আর্জি 2013 পঞ্চায়েত নির্বাচনে স্বামীহারা দুই মহিলার - সন্ত্রাসে স্বামীহারা

বোমার আঘাতে নিহত হন সিপিএম প্রার্থীর স্বামী ৷ পালটা তৃণমূল কর্মীকে খুন করা হয় ঠিক তারপরেই । 2013 সালে পঞ্চায়েত ভোটের দিনই জোড়া মৃত্যু ৷ এই হিংসা 2023 সালে চান না স্বামীহারা দুই মহিলাই ৷ তাঁদের আবেদন হিংসামুক্ত হোক পঞ্চায়েত ভোট।

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jul 7, 2023, 10:25 PM IST

Updated : Jul 7, 2023, 10:34 PM IST

হিংসা নয় ভোট হোক শান্তিতে

জামুড়িয়া, 7 জুলাই: ভোটের হিংসায় যাঁদের প্রাণ যায় তাঁদের পরিবারকেই দীর্ঘ যন্ত্রণা সহ্য করতে হয় । যে যন্ত্রণা 2013 সাল থেকে বয়ে চলেছেন স্বামীহারা দুই মহিলা মানোয়ারা বিবি ও গীতা কোড়া । পশ্চিম বর্ধমানের জামুড়িয়ার বাসিন্দা দুই মহিলার সংগ্রাম এখনও চলছেই। তাই ভোট হোক, মৃত্যু নয় । পঞ্চায়েত ভোট শুরুর আগে তাঁদের আবেদন, ভোট হোক শান্তিপূর্ণ । এক ফোটা রক্ত যেন না-ঝড়ে । অশান্তির রাজনীতি বন্ধ হোক বলেই আবেদন 2013 সালের পঞ্চায়েত ভোটের নৃশংসতার সাক্ষী থাকা দুই মহিলা মানোয়ারা বিবি ও গীতা কোড়া ।

ঠিক কী হয়েছিল 2013 সালের 15 জুলাই ? খতিয়ে দেখল ইটিভি ভারত

2013 সালের পঞ্চায়েত ভোটে জামুড়িয়ার চুরুলিয়া পঞ্চায়েতের সিপিএম প্রার্থী হয়েছিলেন মানোয়ারা বিবি । 15 জুলাই সকালে ভোটের দিনই খুনের রাজনীতি শুরু হয় । বোমাবাজিতে মৃত্যু হয় মানোয়ারা বিবির স্বামী শেখ হাসমত সাগারের । দুষ্কৃতীদের ছোঁড়া বোমায় বুথের বাইরে লুটিয়ে পড়েন তিনি । কিছুক্ষণের মধ্যেই পালটা খুন । খেতের মধ্যে উদ্ধার হয় গীতা কোড়ার স্বামী তৃণমূল কর্মী রাজেশ কোড়ার ক্ষতবিক্ষত দেহ। শেখ হাসমতকে হারিয়ে সিপিএম প্রার্থী মানোয়ারা বিবি জিতলেও বর্তমানে দুই মহিলার জীবন সংগ্রাম চলছেই। পাশ দল দাঁড়ালেও একটা চাকরি পেতে চান গীতা কোড়া ।

2015 সালে তৃণমূলের পক্ষ থেকে গীতা কোড়াকে আসানসোল পৌরনিগমের প্রার্থী করা হয়। গীতা কোড়া কাউন্সিলর পদে নির্বাচিত হন। কিন্তু 2020 সালের পর পুনরায় কাউন্সিলর পদে দাঁড়াতে চাননি তিনি ৷ বরং চাকরি করতে চেয়েছিলেন। মন্ত্রী মলয় ঘটক তাঁকে ইএসআই হাসপাতালে চাকরির ব্যবস্থা করে দিলেও পরবর্তীতে সেই চাকরি বেশি দিন আর থাকেনি। এরপর বহুবার মলয় ঘটকের দ্বারস্থ হয়েছেন তিনি। কিন্তু চাকরি আর পাননি বলে গীতা কোড়া জানিয়েছেন।

আরও পড়ুন:পঞ্চায়েত ভোট পরিচালনায় লেহ থেকে এয়ারলিফটে বাহিনী পৌঁছল রাজ্যে

অন্যদিকে, তাঁর দল সিপিএম পাশে থাকলেও মানোয়ারা বিবির আক্ষেপ 2013-র ভোটে তিনি জয় পেলেও স্বামীকে হারিয়ে অথৈ জলে। পঞ্চায়েত ভোটের সন্ত্রাসে স্বামীহারা দুই মহিলা এখনও নিজের নিজের দলেরই সমর্থক। তবু তাঁরা চাইছেন ভোটে যেন আর অশান্তি না-হয়। রাজ্যজুড়ে যখন ভোট ঘিরে খুনোখুনির খবর ভেসে উঠছে টিভির পর্দায়, তখন স্বামীহারা এই দুই মহিলার করুন আর্জি, যাঁরা পরিজনদের হারান তারাই জানেন এই যন্ত্রণা। তাই রাজনৈতিক মতাদর্শের লড়াই হোক, ভোটের লড়াই হোক, কিন্তু বোমাগুলির লড়াই যেন না হয়।

হিংসা নয় ভোট হোক শান্তিতে

জামুড়িয়া, 7 জুলাই: ভোটের হিংসায় যাঁদের প্রাণ যায় তাঁদের পরিবারকেই দীর্ঘ যন্ত্রণা সহ্য করতে হয় । যে যন্ত্রণা 2013 সাল থেকে বয়ে চলেছেন স্বামীহারা দুই মহিলা মানোয়ারা বিবি ও গীতা কোড়া । পশ্চিম বর্ধমানের জামুড়িয়ার বাসিন্দা দুই মহিলার সংগ্রাম এখনও চলছেই। তাই ভোট হোক, মৃত্যু নয় । পঞ্চায়েত ভোট শুরুর আগে তাঁদের আবেদন, ভোট হোক শান্তিপূর্ণ । এক ফোটা রক্ত যেন না-ঝড়ে । অশান্তির রাজনীতি বন্ধ হোক বলেই আবেদন 2013 সালের পঞ্চায়েত ভোটের নৃশংসতার সাক্ষী থাকা দুই মহিলা মানোয়ারা বিবি ও গীতা কোড়া ।

ঠিক কী হয়েছিল 2013 সালের 15 জুলাই ? খতিয়ে দেখল ইটিভি ভারত

2013 সালের পঞ্চায়েত ভোটে জামুড়িয়ার চুরুলিয়া পঞ্চায়েতের সিপিএম প্রার্থী হয়েছিলেন মানোয়ারা বিবি । 15 জুলাই সকালে ভোটের দিনই খুনের রাজনীতি শুরু হয় । বোমাবাজিতে মৃত্যু হয় মানোয়ারা বিবির স্বামী শেখ হাসমত সাগারের । দুষ্কৃতীদের ছোঁড়া বোমায় বুথের বাইরে লুটিয়ে পড়েন তিনি । কিছুক্ষণের মধ্যেই পালটা খুন । খেতের মধ্যে উদ্ধার হয় গীতা কোড়ার স্বামী তৃণমূল কর্মী রাজেশ কোড়ার ক্ষতবিক্ষত দেহ। শেখ হাসমতকে হারিয়ে সিপিএম প্রার্থী মানোয়ারা বিবি জিতলেও বর্তমানে দুই মহিলার জীবন সংগ্রাম চলছেই। পাশ দল দাঁড়ালেও একটা চাকরি পেতে চান গীতা কোড়া ।

2015 সালে তৃণমূলের পক্ষ থেকে গীতা কোড়াকে আসানসোল পৌরনিগমের প্রার্থী করা হয়। গীতা কোড়া কাউন্সিলর পদে নির্বাচিত হন। কিন্তু 2020 সালের পর পুনরায় কাউন্সিলর পদে দাঁড়াতে চাননি তিনি ৷ বরং চাকরি করতে চেয়েছিলেন। মন্ত্রী মলয় ঘটক তাঁকে ইএসআই হাসপাতালে চাকরির ব্যবস্থা করে দিলেও পরবর্তীতে সেই চাকরি বেশি দিন আর থাকেনি। এরপর বহুবার মলয় ঘটকের দ্বারস্থ হয়েছেন তিনি। কিন্তু চাকরি আর পাননি বলে গীতা কোড়া জানিয়েছেন।

আরও পড়ুন:পঞ্চায়েত ভোট পরিচালনায় লেহ থেকে এয়ারলিফটে বাহিনী পৌঁছল রাজ্যে

অন্যদিকে, তাঁর দল সিপিএম পাশে থাকলেও মানোয়ারা বিবির আক্ষেপ 2013-র ভোটে তিনি জয় পেলেও স্বামীকে হারিয়ে অথৈ জলে। পঞ্চায়েত ভোটের সন্ত্রাসে স্বামীহারা দুই মহিলা এখনও নিজের নিজের দলেরই সমর্থক। তবু তাঁরা চাইছেন ভোটে যেন আর অশান্তি না-হয়। রাজ্যজুড়ে যখন ভোট ঘিরে খুনোখুনির খবর ভেসে উঠছে টিভির পর্দায়, তখন স্বামীহারা এই দুই মহিলার করুন আর্জি, যাঁরা পরিজনদের হারান তারাই জানেন এই যন্ত্রণা। তাই রাজনৈতিক মতাদর্শের লড়াই হোক, ভোটের লড়াই হোক, কিন্তু বোমাগুলির লড়াই যেন না হয়।

Last Updated : Jul 7, 2023, 10:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.