ETV Bharat / state

"রাজকুমার রায় হতে চাই না", ভোটকর্মীদের বিক্ষোভ আসানসোলেও - election worker

"প্রতিটি বুথকে স্পর্শকাতর হিসেবে ঘোষণা করা হয়নি। আমাদের প্রত্যেকের জীবনের দাম আছে। রাজ্য পুলিশের উপর ভরসা নেই। আমাদের নিরাপত্তা কোথায়?"

ভোটকর্মীরা
author img

By

Published : Apr 1, 2019, 4:31 AM IST

আসানসোল, 1এপ্রিল : প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিতে বিক্ষোভ দেখালেন ভোটকর্মীরা। গতকাল আসানসোলের একটি স্কুলে প্রশিক্ষণ চালার সময় পোস্টার নিয়ে বিক্ষোভ দেখান তাঁরা। তাঁদের বক্তব্য, "আমরা রাজকুমার রায় হতে চাই না। প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনী ছাড়া ভোটের ডিউটি করব না।" গতকাল জেলার প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিতে বালুরঘাটে বিক্ষোভ দেখান ভোটকর্মীরা।

ভিডিয়োয় শুনুন ভোট কর্মীদের বক্তব্য

তিনদিন ধরে পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের তরফে ভোটকর্মীদের প্রশিক্ষণ চলছে। গতকাল প্রশিক্ষণ চলার সময় পোস্টার নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন ভোটকর্মীরা। তাঁদের বক্তব্য, "প্রতিটি বুথকে স্পর্শকাতর হিসেবে ঘোষণা করা হয়নি। আমাদের প্রত্যেকের জীবনের দাম আছে। রাজ্য পুলিশের উপর ভরসা নেই। আমাদের নিরাপত্তা কোথায়? প্রয়োজনে আমাদের শোকজ় করা হোক। কিন্তু, কেন্দ্রীয় বাহিনী ছাড়া ভোটের ডিউটি করব না।" পরে জেলা প্রশাসনের তরফে বিষয়টি নিয়ে আলোচনার আশ্বাস দিয়ে এই প্রশিক্ষণ কর্মসূচি শেষ করা হয়।

পঞ্চায়েত ভোটের সময় ইটাহার ব্লকের সোনাপুর প্রাথমিক বিদ্যালয়ের বুথ থেকে নিখোঁজ হন প্রিসাইডিং অফিসার রাজকুমার রায়। পরে তাঁর ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার হয়।

আসানসোল, 1এপ্রিল : প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিতে বিক্ষোভ দেখালেন ভোটকর্মীরা। গতকাল আসানসোলের একটি স্কুলে প্রশিক্ষণ চালার সময় পোস্টার নিয়ে বিক্ষোভ দেখান তাঁরা। তাঁদের বক্তব্য, "আমরা রাজকুমার রায় হতে চাই না। প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনী ছাড়া ভোটের ডিউটি করব না।" গতকাল জেলার প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিতে বালুরঘাটে বিক্ষোভ দেখান ভোটকর্মীরা।

ভিডিয়োয় শুনুন ভোট কর্মীদের বক্তব্য

তিনদিন ধরে পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের তরফে ভোটকর্মীদের প্রশিক্ষণ চলছে। গতকাল প্রশিক্ষণ চলার সময় পোস্টার নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন ভোটকর্মীরা। তাঁদের বক্তব্য, "প্রতিটি বুথকে স্পর্শকাতর হিসেবে ঘোষণা করা হয়নি। আমাদের প্রত্যেকের জীবনের দাম আছে। রাজ্য পুলিশের উপর ভরসা নেই। আমাদের নিরাপত্তা কোথায়? প্রয়োজনে আমাদের শোকজ় করা হোক। কিন্তু, কেন্দ্রীয় বাহিনী ছাড়া ভোটের ডিউটি করব না।" পরে জেলা প্রশাসনের তরফে বিষয়টি নিয়ে আলোচনার আশ্বাস দিয়ে এই প্রশিক্ষণ কর্মসূচি শেষ করা হয়।

পঞ্চায়েত ভোটের সময় ইটাহার ব্লকের সোনাপুর প্রাথমিক বিদ্যালয়ের বুথ থেকে নিখোঁজ হন প্রিসাইডিং অফিসার রাজকুমার রায়। পরে তাঁর ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার হয়।

Intro:নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে দীপঙ্করের অ্যাসাইনমেন্ট অনুযায়ী পশ্চিম বর্ধমানের অতিরিক্ত জেলা শাসক (নির্বাচন )অরিন্দম রায়ের ইন্টারভিউ।
পশ্চিম বর্ধমানের জেলাশাসক শশাঙ্ক শেঠী ইন্টারভিউ দিতে না চাওয়ায় অতিরিক্ত জেলা শাসক (নির্বাচন) -এর ইন্টারভিউ করে পাঠানো হল।


Body:ইটিভি ভারত :নির্বাচন বিধিভঙ্গের অভিযোগ কিছু এসেছে?

অতিরিক্ত জেলা শাসক (নির্বাচন): নির্বাচন বিধি ভঙ্গের অভিযোগ ব্লক স্তর থেকে শুরু করে মহকুমা স্তর ও জেলাস্তরে চলছে। আমাদের বিভিন্ন পোর্টালে আমাদেরকে যে রিপোর্ট করতে হয় তাতে এখনো পর্যন্ত বিধি লভঙ্গের জন্য ১১ টি কেস আমরা পেয়েছি। সেই কেসের মধ্যে বেশ কিছু কেসে নিষ্পত্তি ঘটেছে এবং নিষ্পত্তি করার কাজ চলছে।

ইটিভি ভারত: সেই অভিযোগের ভিত্তিতে কোন ব্যবস্থা নেওয়া হয়েছে এখনো পর্যন্ত?

অতিরিক্ত জেলা শাসক (নির্বাচন): শোকজ হয়েছে কিছু।

ইটিভি ভারত: লাইসেন্স আর্মস জমা নেওয়ার বিষয়ে কোন নির্দেশিকা জারি করা হয়েছে?

অতিরিক্ত জেলা শাসক (নির্বাচন): কমিশনার অফ পুলিশ ইতিমধ্যেই এই বিষয়ে আদেশ জারি করেছেন। যাদের কাছে লাইসেন্স আছে তাদের তা জমা করতে বলা হয়েছে।

ইটিভি ভারত: দাগি অপরাধীদের কি হেফাজতে নেওয়া হচ্ছে?

অতিরিক্ত জেলা শাসক (নির্বাচন): দাগি অপরাধীদের হেফাজতে নেওয়ার ব্যাপারেও আমাদের কমিশনার অফ পুলিশ কাজ করছেন।

ইটিভি ভারত: নেতা-নেত্রীদের কাট আউট সরানো কি সম্পূর্ণভাবে হয়েছে?

অতিরিক্ত জেলা শাসক (নির্বাচন): কাট আউট আমাদের এখানে ছিল না। কিছু বাসস্ট্যান্ডে বা পেট্রোল পাম্প ও সরকারি ভবনে হোডিং ও ছবি ছিল সেগুলোকে সম্পূর্ণভাবে সরিয়ে ফেলা হয়েছে।

ইটিভি ভারত: অবৈধ মদ কি কিছু আটক করা হয়েছে?

অতিরিক্ত জেলা শাসক (নির্বাচন): অবৈধ' মদ আটকের কাজ চলছে। আবগারি বিভাগ এবং পুলিশ একসঙ্গে এই কাজ করছে। এখনো পর্যন্ত প্রায় ১১২০ লিটার বেআইনি চোলাই এবং অন্য রকমের মদ আটক করা হয়েছে।

ইটিভি ভারত: নিয়মবিরুদ্ধ ভাবে লাউড স্পিকার বাজানোর কোন অভিযোগ এসেছে?

অতিরিক্ত জেলা শাসক (নির্বাচন): নিয়মবিরুদ্ধ ভাবে লাউড স্পিকার বাজানোর অভিযোগ জেলাগত ভাবে এখনো পাওয়া যায়নি। তবে এই সময় মাইকের অনুমতি পাওয়ার কথা নয়। অভিযোগ পেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।

ইটিভি ভারত: নির্বাচন প্রক্রিয়া কেমন ভাবে চলছে?

অতিরিক্ত জেলা শাসক (নির্বাচন) এখনো পর্যন্ত খুব ভালোভাবেই নির্বাচন প্রক্রিয়া চলছে। শনিবার থেকে ৩ দিন ভোট কর্মীদের ট্রেনিং হবে। আগামী ১৩ ই এপ্রিল সমস্ত দলের প্রার্থীদের কাছে ইভিএম রেনোভেশন এর কাজ হবে। ২ এপ্রিল থেকে ৯ এপ্রিল নমিনেশন প্রক্রিয়া চলবে।

ইটিভি ভারত: নির্বাচন প্রক্রিয়া ঘিরে এখনো পর্যন্ত তেমন কোন ব্যতিক্রমী অভিযোগ এসেছে?

অতিরিক্ত জেলা শাসক (নির্বাচন): নির্বাচন প্রক্রিয়া ঘিরে এখনো পর্যন্ত তেমন কোনো অভিযোগ নেই । দলের পক্ষ থেকে কয়েকটি অভিযোগ এসেছিল। সেগুলো আমরা নিষ্পত্তি করেছি। এখনো পর্যন্ত সব ঠিকঠাক আছে। বলার মত ।কোন অভিযোগ নেই।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.