ETV Bharat / state

New Mayor of Durgapur : দুর্গাপুরের প্রথম মহিলা মেয়র তৃণমূলের অনিন্দিতা মুখোপাধ্যায় - New Mayor of Durgapur Municipal Corporation

নতুন মেয়র পেল দুর্গাপুর ৷ প্রথম মহিলা হিসেবে এই দায়িত্ব পেলেন অনিন্দিতা মুখোপাধ্যায় (Anindita Mukherjee takes oath as new Mayor of Durgapur Municipal Corporation)

New Mayor of Durgapur
দুর্গাপুরের প্রথম মহিলা মেয়র
author img

By

Published : Dec 24, 2021, 3:25 PM IST

Updated : Dec 24, 2021, 3:42 PM IST

দুর্গাপুর, 24 ডিসেম্বর: দুর্গাপুর নগর নিগমের নতুন মেয়র হলেন অনিন্দিতা মুখোপাধ্যায় । দুর্গাপুর নগর নিগমের ইতিহাসে প্রথম মহিলা হিসাবে এই দায়িত্ব পেলেন অনিন্দিতা মুখোপাধ্যায় । শুক্রবার সকালে তাঁকে শপথবাক্য পাঠ করান পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক এস অরুণ প্রসাদ (Anindita Mukherjee takes oath as new Mayor of Durgapur Municipal Corporation) ।

অনিন্দিতা মুখোপাধ্যায়ের শপথ গ্রহণের পরেই এদিন মিষ্টি ও আবির সহযোগে আনন্দে মেতে ওঠেন দুর্গাপুরের তৃণমূল কর্মী-সমর্থকরা ৷ দিন কয়েক আগেই দুর্গাপুর নগর নিগমের মেয়র পদ থেকে পদত্যাগ করেছিলেন দিলীপ অগস্থি । তাঁর জায়গায় এবার দায়িত্ব পেলেন অনিন্দিতা মুখোপাধ্যায় ৷ ডেপুটি মেয়র হয়েছেন অমিতাভ বন্দ্য়োপাধ্যায় ৷

দুর্গাপুরের প্রথম মহিলা মেয়র তৃণমূলের অনিন্দিতা মুখোপাধ্যায়

আরও পড়ুন : হাওড়া সংশোধনী বিলে রাজ্যপালের অনুমোদন, হাইকোর্টে হলফনামা রাজ্য নির্বাচন কমিশনের

শুক্রবার দুপুরে দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে তাঁকে শপথবাক্য পাঠ করান পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস অরুণ প্রসাদ । পরে অমিতাভ বন্দ্য়োপাধ্যায়কে ডেপুটি মেয়রের শপথবাক্য পাঠ করান অনিন্দিতা মুখোপাধ্যায় । এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর পূর্বের বিধায়ক প্রদীপ মজুমদার, বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায়, দুর্গাপুরের মহকুমা শাসক শেখরকুমার চৌধুরী-সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা ।

দুর্গাপুর, 24 ডিসেম্বর: দুর্গাপুর নগর নিগমের নতুন মেয়র হলেন অনিন্দিতা মুখোপাধ্যায় । দুর্গাপুর নগর নিগমের ইতিহাসে প্রথম মহিলা হিসাবে এই দায়িত্ব পেলেন অনিন্দিতা মুখোপাধ্যায় । শুক্রবার সকালে তাঁকে শপথবাক্য পাঠ করান পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক এস অরুণ প্রসাদ (Anindita Mukherjee takes oath as new Mayor of Durgapur Municipal Corporation) ।

অনিন্দিতা মুখোপাধ্যায়ের শপথ গ্রহণের পরেই এদিন মিষ্টি ও আবির সহযোগে আনন্দে মেতে ওঠেন দুর্গাপুরের তৃণমূল কর্মী-সমর্থকরা ৷ দিন কয়েক আগেই দুর্গাপুর নগর নিগমের মেয়র পদ থেকে পদত্যাগ করেছিলেন দিলীপ অগস্থি । তাঁর জায়গায় এবার দায়িত্ব পেলেন অনিন্দিতা মুখোপাধ্যায় ৷ ডেপুটি মেয়র হয়েছেন অমিতাভ বন্দ্য়োপাধ্যায় ৷

দুর্গাপুরের প্রথম মহিলা মেয়র তৃণমূলের অনিন্দিতা মুখোপাধ্যায়

আরও পড়ুন : হাওড়া সংশোধনী বিলে রাজ্যপালের অনুমোদন, হাইকোর্টে হলফনামা রাজ্য নির্বাচন কমিশনের

শুক্রবার দুপুরে দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে তাঁকে শপথবাক্য পাঠ করান পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস অরুণ প্রসাদ । পরে অমিতাভ বন্দ্য়োপাধ্যায়কে ডেপুটি মেয়রের শপথবাক্য পাঠ করান অনিন্দিতা মুখোপাধ্যায় । এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর পূর্বের বিধায়ক প্রদীপ মজুমদার, বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায়, দুর্গাপুরের মহকুমা শাসক শেখরকুমার চৌধুরী-সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা ।

Last Updated : Dec 24, 2021, 3:42 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.