ETV Bharat / state

করোনা মোকাবিলায় রাজ্যের ত্রাণ তহবিলে এক লাখ টাকা দান আসানসোলের ক্লাবের - করোনা মোকাবিলায় রাজ্যের ত্রান তহবিলে এক লাখ টাকা দান আসানসোলের ক্লাবের

এবার কোভিড পরিস্থিতিতে রাজ্যের ত্রাণ তহবিলে এক লাখ টাকা দান করল বার্নপুর নববিকাশ ক্লাব ৷ এর আগেও রাজ্যের সংকটকালীন পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল এই ক্লাব ৷

রাজ্যের ত্রান তহবিলে লক্ষ টাকা দান নববিকাশের
রাজ্যের ত্রান তহবিলে লক্ষ টাকা দান নববিকাশের
author img

By

Published : May 13, 2021, 10:31 AM IST

আসানসোল, 11 মে : কলকাতার মত বড় নয়, মফস্বলের ছোট একটি ক্লাব আসানসোলের বার্নপুর নববিকাশ ৷ এবার কোভিড পরিস্থিতিতে রাজ্যের পাশে দাঁড়াতে রাজ্য সরকারের জরুরি ত্রাণ তহবিলে তারা দান করল এক লাখ টাকা।

কঠিন সময়ে কোনও ক্রীড়া বিনোদন নয় বরং মানুষের পাশে দাঁড়ানোটাই জরুরি ৷ তাই নিজেদের ক্লাবের পুজো এবং ক্রীড়া প্রতিযোগিতার বাজেট ছেঁটে এক লাখ টাকা রাজ্য সরকারের জরুরি ত্রাণ তহবিলে দান করল বার্নপুর নববিকাশ ক্লাব। রাজ্যের আইন, বিচার ও পুর্তমন্ত্রী মলয় ঘটকের হাতে এই চেক তুলে দেন নববিকাশ ক্লাবের সদস্যরা।

করোনা মোকাবিলায় রাজ্যের ত্রান তহবিলে এক লাখ টাকা দান আসানসোলের ক্লাবের

প্রতিবারই নববিকাশ ক্লাবের তরফে ফুটবল খেলার আয়োজন করা হয় ৷ বিখ্যাত ফুটবলাররা অতিথি হয়ে আসেন এই খেলায়। এছাড়াও দুর্গাপুজোতেও জমজমাট অনুষ্ঠানের আয়োজন করা হয় ক্লাবের তরফে ৷ পাশাপশি এই ক্লাবের তরফ থেকে বরাবরই গ্রামে গঞ্জের দুঃস্থ মানুষদের সেবায় সাহায্য করা হয়। এমনকি আমফানের সময় আসানসোল থেকে সুন্দরবনে গিয়ে মানুষের পাশেও দাঁড়িয়েছিল তারা।

আরও পড়ুন : অগস্টের মধ্যে তৈরি হবে 10 কোটি কোভিশিল্ড, কোভ্যাক্সিন হবে 7.8 কোটি

ক্লাব সম্পাদক বাপ্পা তালুকদার জানিয়েছেন, পৃথিবী আগে সুস্থ হয়ে উঠুক। ক্রীড়া, বিনোদন এসব পরে হবে।

আসানসোল, 11 মে : কলকাতার মত বড় নয়, মফস্বলের ছোট একটি ক্লাব আসানসোলের বার্নপুর নববিকাশ ৷ এবার কোভিড পরিস্থিতিতে রাজ্যের পাশে দাঁড়াতে রাজ্য সরকারের জরুরি ত্রাণ তহবিলে তারা দান করল এক লাখ টাকা।

কঠিন সময়ে কোনও ক্রীড়া বিনোদন নয় বরং মানুষের পাশে দাঁড়ানোটাই জরুরি ৷ তাই নিজেদের ক্লাবের পুজো এবং ক্রীড়া প্রতিযোগিতার বাজেট ছেঁটে এক লাখ টাকা রাজ্য সরকারের জরুরি ত্রাণ তহবিলে দান করল বার্নপুর নববিকাশ ক্লাব। রাজ্যের আইন, বিচার ও পুর্তমন্ত্রী মলয় ঘটকের হাতে এই চেক তুলে দেন নববিকাশ ক্লাবের সদস্যরা।

করোনা মোকাবিলায় রাজ্যের ত্রান তহবিলে এক লাখ টাকা দান আসানসোলের ক্লাবের

প্রতিবারই নববিকাশ ক্লাবের তরফে ফুটবল খেলার আয়োজন করা হয় ৷ বিখ্যাত ফুটবলাররা অতিথি হয়ে আসেন এই খেলায়। এছাড়াও দুর্গাপুজোতেও জমজমাট অনুষ্ঠানের আয়োজন করা হয় ক্লাবের তরফে ৷ পাশাপশি এই ক্লাবের তরফ থেকে বরাবরই গ্রামে গঞ্জের দুঃস্থ মানুষদের সেবায় সাহায্য করা হয়। এমনকি আমফানের সময় আসানসোল থেকে সুন্দরবনে গিয়ে মানুষের পাশেও দাঁড়িয়েছিল তারা।

আরও পড়ুন : অগস্টের মধ্যে তৈরি হবে 10 কোটি কোভিশিল্ড, কোভ্যাক্সিন হবে 7.8 কোটি

ক্লাব সম্পাদক বাপ্পা তালুকদার জানিয়েছেন, পৃথিবী আগে সুস্থ হয়ে উঠুক। ক্রীড়া, বিনোদন এসব পরে হবে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.