ETV Bharat / state

বেসুরো গলা তাই পিছনে থেকেই জাতীয় সংগীত গাইলেন মুনমুন - bjp

আজ আসানসোলের রবীন্দ্রভবনে INTTUC-র কর্মিসভা ছিল। গলা খারাপ বলে, পিছনে দাঁড়িয়ে জাতীয় সংগীত গাইলেন তৃণমূল কংগ্রস প্রার্থী মুনমুন সেন।

মুনমুন সেন
author img

By

Published : Apr 2, 2019, 10:57 PM IST

Updated : Apr 2, 2019, 11:14 PM IST

আসানসোল, 2 এপ্রিল : সভা তখন শেষ। শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা সবাই উঠে পড়েছেন। এমন সময় এক শ্রমিক নেতা জাতীয় সংগীত করার জন্য মুনমুন সেনকে অনুরোধ করে বলেন, "দিদি একটু জনগণ বলুন।" আসানসোলের তৃণমূল কংগ্রেস প্রার্থী মুনমুন সেন বলেন, "ওরা তো উঠে পড়েছে, মিটিং তো শেষ হয়ে গেছে।" কিন্তু তবু সভায় উপস্থিত জনতার কাছ থেকে অনুরোধ আসে, "একটু জনগণ বলুন।" কিন্তু মুনমুন নিজের সিদ্ধান্তে অবিচল। এবার তিনি বলেন, "না, আমি পারব না। আমার বেসুরো গলা। আপনারা বরং বেসুরো গলায় গান, আমি শুনব।''

ভিডিয়োয় শুনুন মুনমুন সেনের বক্তব্য

কিন্তু ফের জনতা বলে ওঠে, "আরে আপনার সুর নাই তো কার সুর আছে? তখন মাইকের সামনে এগিয়ে আসেন মলয় ঘটক। তিনি নিজেই জাতীয় সংগীত শুরু করেন। পিছনের সারিতে চলে যান মুনমুন। সেখানে দাঁড়িয়েই সবার সঙ্গে গলা মিলিয়ে গাইলেন জাতীয় সংগীত। ঘটনাটি আসানসোলের রবীন্দ্রভবনের।

আজ আসানসোলের রবীন্দ্রভবনে INTTUC-র কর্মিসভা হয়। মুনমুনের সমর্থনে এই কর্মী সম্মেলনের আয়োজন করা হয়েছিল। মুনমুন ছাড়াও সভায় ছিলেন মলয় ঘটক, সংগঠনের জেলা সভাপতিসহ শ্রমিক নেতারা। প্রত্যেকেই নিজের নিজের বক্তব্য রাখেন। সব শেষ হওয়ার পর অন্যান্য সভার মতো এই সভাতেও জাতীয় সংগীত গাওয়ার তোড়জোড় শুরু হয়। আর তখনই মুনমুনকে অনুরোধ করা হয়েছিল জাতীয় সংগীত গাইতে।

আসানসোল, 2 এপ্রিল : সভা তখন শেষ। শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা সবাই উঠে পড়েছেন। এমন সময় এক শ্রমিক নেতা জাতীয় সংগীত করার জন্য মুনমুন সেনকে অনুরোধ করে বলেন, "দিদি একটু জনগণ বলুন।" আসানসোলের তৃণমূল কংগ্রেস প্রার্থী মুনমুন সেন বলেন, "ওরা তো উঠে পড়েছে, মিটিং তো শেষ হয়ে গেছে।" কিন্তু তবু সভায় উপস্থিত জনতার কাছ থেকে অনুরোধ আসে, "একটু জনগণ বলুন।" কিন্তু মুনমুন নিজের সিদ্ধান্তে অবিচল। এবার তিনি বলেন, "না, আমি পারব না। আমার বেসুরো গলা। আপনারা বরং বেসুরো গলায় গান, আমি শুনব।''

ভিডিয়োয় শুনুন মুনমুন সেনের বক্তব্য

কিন্তু ফের জনতা বলে ওঠে, "আরে আপনার সুর নাই তো কার সুর আছে? তখন মাইকের সামনে এগিয়ে আসেন মলয় ঘটক। তিনি নিজেই জাতীয় সংগীত শুরু করেন। পিছনের সারিতে চলে যান মুনমুন। সেখানে দাঁড়িয়েই সবার সঙ্গে গলা মিলিয়ে গাইলেন জাতীয় সংগীত। ঘটনাটি আসানসোলের রবীন্দ্রভবনের।

আজ আসানসোলের রবীন্দ্রভবনে INTTUC-র কর্মিসভা হয়। মুনমুনের সমর্থনে এই কর্মী সম্মেলনের আয়োজন করা হয়েছিল। মুনমুন ছাড়াও সভায় ছিলেন মলয় ঘটক, সংগঠনের জেলা সভাপতিসহ শ্রমিক নেতারা। প্রত্যেকেই নিজের নিজের বক্তব্য রাখেন। সব শেষ হওয়ার পর অন্যান্য সভার মতো এই সভাতেও জাতীয় সংগীত গাওয়ার তোড়জোড় শুরু হয়। আর তখনই মুনমুনকে অনুরোধ করা হয়েছিল জাতীয় সংগীত গাইতে।

Intro:"আমার গলা বেসুরো তাই আমি পারবো না।" কর্মী সম্মেলনে জাতীয় সংগীত গাইতে অনুরোধ করায় এমনই মন্তব্য করলেন আসানসোলের তৃণমূল প্রার্থী মুনমুন সেন। এবং সত্যি সত্যি জাতীয় সঙ্গীত গাওয়ার সময় তিনি সামনে থেকে পিছনের সারিতে চলে যান। কোনমতে ড্যামেজ কন্ট্রোল করলেন মন্ত্রী মলয় ঘটক । আজ সন্ধ্যায় আসানসোল রবীন্দ্রভবনে ঘটনাটি ঘটে।


Body:আজ সন্ধ্যায় আসানসোল রবীন্দ্রভবনে INTTUC-র ডাকে একটি কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। তৃণমূল প্রার্থী মুনমুন সেনের সমর্থনে এই কর্মী সম্মেলনের আয়োজন করা হয়েছিল। মুনমুন সেন ছাড়াও এই সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, জেলা সভাপতি সহ শ্রমিক নেতারা। প্রত্যেকেই নিজের নিজের বক্তব্য রাখেন এদিন মঞ্চে। কিন্তু সব শেষ হওয়ার পর অন্যান্য সভার মত, এই সভাতেও জাতীয় সংগীত গাওয়ার তোড়জোড় শুরু হয়। ঠিক তখনই সবাইকে অবাক করে দিয়ে মুনমুন সেন বলেন 'সব শেষ হয়ে গিয়েছে তো সবাই উঠে পড়েছেন"। তখন পার্শ্ববর্তী শ্রমিক নেতারা তাকে অনুরোধ করেন জাতীয় সংগীত গাইতে। মুনমুন সেন জানান "আমার বেসুরো গলা। তাই আমি গাইতে পারবোনা। আপনারা বেসুরো গলায় গান, আমি শুনব।''
এই কথা শুনেই বারবার শ্রমিক নেতারা তাকে অনুরোধ করলেও তিনি মাইক ছেড়ে পিছিয়ে আসেন। পরিস্থিতি বেগতিক বুঝে রাজ্যের মন্ত্রী মলয় ঘটক ড্যামেজ কন্ট্রোল করতে এগিয়ে আসেন এবং তিনি নিজেই গান শুরু করেন। পিছনের সারিতে মুনমুন সেন কখনো গেয়েছেন বিড়বিড় করে। কখনো আবার চুপ থেকেছেন। জাতীয় সংগীত নিয়ে তৃণমূল প্রার্থীর এই মনোভাবকে ঠিকঠাকভাবে নেয়নি দলের নিচুতলার কর্মীরা।


Conclusion:
Last Updated : Apr 2, 2019, 11:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.