ETV Bharat / state

Murder for Love: ছাড়তে রাজি নন প্রাক্তন ! মদ খাইয়ে, মাথায় রড দিয়ে মেরে পথের কাঁটা সরাল প্রেমিক-প্রেমিকা - বিট্টু কুমার সিং

সম্পর্ক থেকে বেরিয়ে এসেছিল প্রেমিকা । কিন্তু প্রেয়সীকে ছাড়তে রাজি ছিলেন না প্রাক্তন । অন্যদিকে নয়া সম্পর্কে জড়িয়ে পড়েছে প্রেমিকা । শেষ পর্যন্ত পথের কাঁটা সরাতে প্রাক্তনকে মদ খাইয়ে, রডের আঘাত করে মারল প্রেমিকা ও তার নয়া প্রেমিক (Murder for love Triangle) ।

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Mar 6, 2023, 10:19 PM IST

Updated : Mar 6, 2023, 10:58 PM IST

দুর্গাপুর, 6 মার্চ: ভালোবাসাই কাল হল । প্রেমিকা আগ্রহ হারালেও তাকে ছাড়তে রাজি ছিলেন না প্রেমিক । এদিনে নয়া পুরুষের আবির্ভাব ঘটেছে প্রেমিকার জীবনে । পুরনো প্রেমিককে পৃথিবী থেকে চিরতরে সরাতে নতুন প্রেমিককে নিয়ে ছক কষেছিল প্রেমিকা । সারারাত মদ খাইয়ে, মাথায় রড দিয়ে আঘাত করেও ক্ষান্ত হয়নি প্রেমিক ও তার নয়া প্রেমিক । মদের বোতল ও কাঁচের গ্লাস দিয়ে খুন করা হয় ওই যুবককে । ঘটনাটি ঘটেছে দুর্গাপুরে । গোপালমাঠের বনগ্রামে 19 নম্বর জাতীয় সড়কের পাশে পাওয়া যায় যুবকের হাত-পা বাঁধা মৃতদেহ (Murder for love Triangle ) ।

শেষ পর্যন্ত পুলিশের জালে ধরা পড়েছে প্রেমিক বিট্টু কুমার সিং ও তার প্রেমিকা আফরিন খাতুন । সোমবার পুলিশি জেলায় যুগলে আফরিন খাতুনের পুরনো প্রেমিক অবিনাশ ঝাঁ'কে খুন করে তাঁর মৃতদেহ বাইকে বসিয়ে হাতমুখ বেঁধে ফেলে দিয়ে আসার কথা কথা স্বীকার করেছে । বৃহস্পতিবার সকালে দুর্গাপুরের গোপালমাঠের জাতীয় সড়কের পাশে হাত-পা-মুখ বাঁধা অবস্থায় এক যুবকের দেহ উদ্ধার হয় ।

জানা যায়, মৃত যুবকের নাম অবিনাশ ঝাঁ (19)। দুর্গাপুরের বেনাচিতি নতুনপল্লী এলাকার বাসিন্দা ওই যুবকের পরিবারের পরিবহণের ব্যবসা ছিল । খুনের অভিযোগ তোলে পরিবারের লোকজন । ঘটনা খতিয়ে দেখে তদন্তে নামে দুর্গাপুর থানার পুলিশ । তারপরেই পুলিশ জানতে পারে, দুর্গাপুরেরই নঈন নগরের বাসিন্দা আফরিন খাতুন ও বিজুপাড়া এলাকার বাসিন্দা বিট্টু কুমার সিংহের কথা ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অবিনাশ ঝাঁ'র সঙ্গে আফরিনের একসময় প্রেমের সম্পর্ক ছিল । কিন্তু হঠাৎ করে তাদের সম্পর্ক ভেঙ্গে যায় । আফরিনের জীবনে আসে বিট্টু কুমার সিং । কিন্তু অবিনাশ কিছুতেই আফরিনকে ছেড়ে দিতে রাজি ছিলেন না ।। তাই পথের কাঁটা সরাতে আফরিন ও বিট্টু অবিনাশকে খুনের পরিকল্পনা করে । সেই মতোই বিজুপাড়াতে বিট্টু কুমার সিংহের বাড়িতে অবিনাশকে ডাকে আফরিন । সেখানে তিনজন মদ্যপান করার পর আফরিন প্রথমে নেশাগ্রস্ত হয়ে পড়া অবিনাশের মাথায় ভারী রড দিয়ে আঘাত করে । অবিনাশ মাটিতে লুটিয়ে পড়লে বিট্টু তাঁর মৃত্যু নিশ্চিত করতে মাথায় মদের বোতল ও কাচের গ্লাস দিয়ে আঘাত করে । এরপর তাঁর হাত-মুখ বেঁধে দিয়ে তাকে বিট্টু নিজের বাইকের মাঝে বসায়, পিছনে বসে আফরিন । এরপর বুধবার গভীর রাতে অবিনাশের মৃতদেহ জাতীয় সড়কের পাশে ফেলে দিয়ে আসে ।

ডিসিপি (পূর্ব) অভিষেক গুপ্তা জানান, এর আগেও এক মহিলার খুনের অভিযোগে অভিযুক্ত বিট্টু কুমার সিং। ধৃত দু'জনকে বুধবার দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হবে । যে বাইকে অবিনাশের মৃতদেহ চাপিয়ে জাতীয় সড়কের পাশে ফেলে দিয়ে আসা হয়, সেই বাইকটি উদ্ধার করেছে পুলিশ । জানা গিয়েছে, বাইকে এখনোও স্পষ্ট রক্তের দাগ ।

আরও পড়ুন: বান্ধবীর ঘনিষ্ঠ হওয়ায় বন্ধুকে খুনের অভিযোগ যুবকের বিরুদ্ধে

দুর্গাপুর, 6 মার্চ: ভালোবাসাই কাল হল । প্রেমিকা আগ্রহ হারালেও তাকে ছাড়তে রাজি ছিলেন না প্রেমিক । এদিনে নয়া পুরুষের আবির্ভাব ঘটেছে প্রেমিকার জীবনে । পুরনো প্রেমিককে পৃথিবী থেকে চিরতরে সরাতে নতুন প্রেমিককে নিয়ে ছক কষেছিল প্রেমিকা । সারারাত মদ খাইয়ে, মাথায় রড দিয়ে আঘাত করেও ক্ষান্ত হয়নি প্রেমিক ও তার নয়া প্রেমিক । মদের বোতল ও কাঁচের গ্লাস দিয়ে খুন করা হয় ওই যুবককে । ঘটনাটি ঘটেছে দুর্গাপুরে । গোপালমাঠের বনগ্রামে 19 নম্বর জাতীয় সড়কের পাশে পাওয়া যায় যুবকের হাত-পা বাঁধা মৃতদেহ (Murder for love Triangle ) ।

শেষ পর্যন্ত পুলিশের জালে ধরা পড়েছে প্রেমিক বিট্টু কুমার সিং ও তার প্রেমিকা আফরিন খাতুন । সোমবার পুলিশি জেলায় যুগলে আফরিন খাতুনের পুরনো প্রেমিক অবিনাশ ঝাঁ'কে খুন করে তাঁর মৃতদেহ বাইকে বসিয়ে হাতমুখ বেঁধে ফেলে দিয়ে আসার কথা কথা স্বীকার করেছে । বৃহস্পতিবার সকালে দুর্গাপুরের গোপালমাঠের জাতীয় সড়কের পাশে হাত-পা-মুখ বাঁধা অবস্থায় এক যুবকের দেহ উদ্ধার হয় ।

জানা যায়, মৃত যুবকের নাম অবিনাশ ঝাঁ (19)। দুর্গাপুরের বেনাচিতি নতুনপল্লী এলাকার বাসিন্দা ওই যুবকের পরিবারের পরিবহণের ব্যবসা ছিল । খুনের অভিযোগ তোলে পরিবারের লোকজন । ঘটনা খতিয়ে দেখে তদন্তে নামে দুর্গাপুর থানার পুলিশ । তারপরেই পুলিশ জানতে পারে, দুর্গাপুরেরই নঈন নগরের বাসিন্দা আফরিন খাতুন ও বিজুপাড়া এলাকার বাসিন্দা বিট্টু কুমার সিংহের কথা ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অবিনাশ ঝাঁ'র সঙ্গে আফরিনের একসময় প্রেমের সম্পর্ক ছিল । কিন্তু হঠাৎ করে তাদের সম্পর্ক ভেঙ্গে যায় । আফরিনের জীবনে আসে বিট্টু কুমার সিং । কিন্তু অবিনাশ কিছুতেই আফরিনকে ছেড়ে দিতে রাজি ছিলেন না ।। তাই পথের কাঁটা সরাতে আফরিন ও বিট্টু অবিনাশকে খুনের পরিকল্পনা করে । সেই মতোই বিজুপাড়াতে বিট্টু কুমার সিংহের বাড়িতে অবিনাশকে ডাকে আফরিন । সেখানে তিনজন মদ্যপান করার পর আফরিন প্রথমে নেশাগ্রস্ত হয়ে পড়া অবিনাশের মাথায় ভারী রড দিয়ে আঘাত করে । অবিনাশ মাটিতে লুটিয়ে পড়লে বিট্টু তাঁর মৃত্যু নিশ্চিত করতে মাথায় মদের বোতল ও কাচের গ্লাস দিয়ে আঘাত করে । এরপর তাঁর হাত-মুখ বেঁধে দিয়ে তাকে বিট্টু নিজের বাইকের মাঝে বসায়, পিছনে বসে আফরিন । এরপর বুধবার গভীর রাতে অবিনাশের মৃতদেহ জাতীয় সড়কের পাশে ফেলে দিয়ে আসে ।

ডিসিপি (পূর্ব) অভিষেক গুপ্তা জানান, এর আগেও এক মহিলার খুনের অভিযোগে অভিযুক্ত বিট্টু কুমার সিং। ধৃত দু'জনকে বুধবার দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হবে । যে বাইকে অবিনাশের মৃতদেহ চাপিয়ে জাতীয় সড়কের পাশে ফেলে দিয়ে আসা হয়, সেই বাইকটি উদ্ধার করেছে পুলিশ । জানা গিয়েছে, বাইকে এখনোও স্পষ্ট রক্তের দাগ ।

আরও পড়ুন: বান্ধবীর ঘনিষ্ঠ হওয়ায় বন্ধুকে খুনের অভিযোগ যুবকের বিরুদ্ধে

Last Updated : Mar 6, 2023, 10:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.