দুর্গাপুর, 24 এপ্রিল: চলতি মাসের 1 তারিখে শক্তিগড়ে গুলি করে খুন করা হয় একসময়ের কয়লা মাফিয়া রাজু ঝা'কে। দীর্ঘ 18 দিন পর সেই খুনের ঘটনায় জড়িত থাকার সন্দেহে রাজু ঝা'র বন্ধু অপর এক কয়লা মাফিয়া নরেন্দ্র খাড়কার গাড়ির চালক অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করা হয়। সোমবার তাকে নিয়ে নরেন্দ্র খাড়কার সিটি সেন্টারের অফিসে তদন্তে আসেন সিটের তদন্তকারী অফিসাররা। দীর্ঘ সাড়ে চার ঘণ্টা ধরে এই অফিসে তল্লাশি অভিযান চলে। অভিযান চলাকালীন সেখানে একটি বোলেরো গাড়ি দাঁড় করানো ছিল ৷ সিটের তরফে জানা গিয়েছে সেই গাড়িটি নরেন্দ্র খাড়কার ৷ সেই গাড়ি থেকে তদন্তকারী অফিসাররা একটি ল্যাপটপ এবং বেশ কিছু নথিপত্র উদ্ধার করেন। তার পাশাপাশি অফিস থেকে সিসিটিভি ফুটেজের হার্ডডিস্ক ও আরও বেশ কিছু নথিপত্র উদ্ধার করেন তদন্তকারী অফিসাররা।
ওই অফিসের লকার খোলার জন্য লোক ডাকা হয় ৷ লোকনাথ সিং নামের এক তালা-চাবি দোকানদারের মালিক আসেন লক খোলার জন্য ৷ তাঁকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, "আমাকে দিয়ে পুলিশ আধিকারিকরা অফিসের লকার খোলান।" এর থেকে বেশি কিছু বলতে চাননি লোকনাথ সিং। নরেন্দ্র খাড়কার অন্যতম আইনজীবী পূজা কুড়মি জানান, তদন্তকারী অফিসাররা দীর্ঘক্ষণ তল্লাশি চালিয়েছেন। সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে গিয়েছেন। বিশেষ কিছু তথ্য এখান থেকে বাজেয়াপ্ত করেননি।
আরও পড়ুন: ধৃত গাড়ি চালককে নিয়ে রাজু ঝা'র বন্ধু নরেন্দ্র খাড়কার অফিসে তল্লাশি সিটের
তবে প্রশ্ন উঠছে কী কী পাওয়া গেল নরেন্দ্র খাড়কার অফিস থেকে? তাতে কি রাজু ঝা খুনের নীল নকশা তৈরির কথা জানা যাবে? উত্তর দেবে সময় ৷ ধৃত অভিজিৎ মণ্ডলের দেওয়া তথ্য অনুযায়ী বোলেরো গাড়ি থেকে উদ্ধার হওয়া ল্যাপটপে কী এমন রয়েছে? সেখানেই কি রয়েছে রাজু ঝা'কে খুনের ষড়যন্ত্রের নীল নকশা? আপাতত তারই কিনারা করতে তদন্তকারী অফিসাররা সমস্ত দিক খতিয়ে দেখছেন।