ETV Bharat / state

বাইক চালিয়ে এসে আসানসোলে সাবওয়ে উদ্বোধন করলেন বাবুল - বাবুল সুপ্রিয়

করোনার জন্য কোনও অনুষ্ঠানের আয়োজন করা হয়নি ৷ ডাকা হয়নি মিডিয়াকেও ৷ রাতে হাফপ্যান্ট পরে নিজেই বাইক চালিয়ে আসানসোলে পৌঁছলেন সাংসদ সাবওয়ের উদ্বোধন করতে ৷ কাজ সেরেই বেরিয়েও গেলেন ৷ মঙ্গলবার রাতে আসানসোলের রেলপাড়ে এভাবেই সাবওয়ের উদ্বোধন করেন বাবুল সুপ্রিয় ৷ তাঁর এহেন আচরণে নাক কুঁচকেছেন বিরোধীরা, তবে এ নিয়ে কিছু জানাতে চাননি বাবুল ৷

আসানসোলে বাবুল সুপ্রিয় ৷
আসানসোলে বাবুল সুপ্রিয় ৷
author img

By

Published : May 20, 2021, 4:00 PM IST

আসানসোল, 20 মে : লকডাউনের মধ্যে সরকারি প্রকল্পের উদ্বোধন করলেন বাবুল সুপ্রিয় ৷ মঙ্গলবার রাতে রয়্যাল এনফিল্ড বাইক চালিয়ে এসে আসানসোল রেলপাড়ে সাবওয়ের উদ্বোধন করেন বাবুল ৷ সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রীর এহেন আচরণে বিরোধীরা নাক কুঁচকেছেন বৈকি । অবশ্য বিষয়টি নিয়ে কিছু জানাতে চাননি বাবুল সুপ্রিয় ।

মঙ্গলবার রাতে আসানসোল রেলপাড় এলাকায় একটি সাবওয়ের উদ্বোধন করেন বাবুল সুপ্রিয় । রেলের তরফে জানানো হয়েছে, করোনার মধ্যে কোনও উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়নি ৷ তাই কোনও মিডিয়াকেও আমন্ত্রণ করা হয়নি । অনাড়ম্বরভাবেই ওই সাবওয়েটি মানুষের জন্য খুলে দেওয়াই উদ্দেশ্য ছিল রেলের। ওই সাবওয়েটি উদ্বোধন করতে পৌঁছেছিলেন বাবুল সুপ্রিয় । নিজের বাইক চালিয়ে বাবুল পৌঁছেছিলেন সাবওয়ের উদ্বোধন করতে ।

হাফপ্যান্ট পরে বাইক চালিয়ে এসে আসানসোলে সাবওয়ের উদ্বোধন করলেন বাবুল সুপ্রিয় ৷

তবে বাবুল নিজে বাইকে গেলেও পিছনেই তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা আধা সামরিক বাহিনীর কনভয় ছিলই ৷ পুরো ঘটনাটিকে বিরোধীরা শুধুই গিমিক বলছেন । তবে সাবওয়ে চালু হওয়ার ফলে রেলপাড় এলাকার সংখ্যালঘু বাসিন্দারা অনেক উপকৃত হয়েছেন বলে জানিয়েছেন তাঁরা ।

আরও পড়ুন: হাইকোর্টে আজ নারদ-কাণ্ডের শুনানি হচ্ছে না

আসানসোল, 20 মে : লকডাউনের মধ্যে সরকারি প্রকল্পের উদ্বোধন করলেন বাবুল সুপ্রিয় ৷ মঙ্গলবার রাতে রয়্যাল এনফিল্ড বাইক চালিয়ে এসে আসানসোল রেলপাড়ে সাবওয়ের উদ্বোধন করেন বাবুল ৷ সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রীর এহেন আচরণে বিরোধীরা নাক কুঁচকেছেন বৈকি । অবশ্য বিষয়টি নিয়ে কিছু জানাতে চাননি বাবুল সুপ্রিয় ।

মঙ্গলবার রাতে আসানসোল রেলপাড় এলাকায় একটি সাবওয়ের উদ্বোধন করেন বাবুল সুপ্রিয় । রেলের তরফে জানানো হয়েছে, করোনার মধ্যে কোনও উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়নি ৷ তাই কোনও মিডিয়াকেও আমন্ত্রণ করা হয়নি । অনাড়ম্বরভাবেই ওই সাবওয়েটি মানুষের জন্য খুলে দেওয়াই উদ্দেশ্য ছিল রেলের। ওই সাবওয়েটি উদ্বোধন করতে পৌঁছেছিলেন বাবুল সুপ্রিয় । নিজের বাইক চালিয়ে বাবুল পৌঁছেছিলেন সাবওয়ের উদ্বোধন করতে ।

হাফপ্যান্ট পরে বাইক চালিয়ে এসে আসানসোলে সাবওয়ের উদ্বোধন করলেন বাবুল সুপ্রিয় ৷

তবে বাবুল নিজে বাইকে গেলেও পিছনেই তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা আধা সামরিক বাহিনীর কনভয় ছিলই ৷ পুরো ঘটনাটিকে বিরোধীরা শুধুই গিমিক বলছেন । তবে সাবওয়ে চালু হওয়ার ফলে রেলপাড় এলাকার সংখ্যালঘু বাসিন্দারা অনেক উপকৃত হয়েছেন বলে জানিয়েছেন তাঁরা ।

আরও পড়ুন: হাইকোর্টে আজ নারদ-কাণ্ডের শুনানি হচ্ছে না

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.