ETV Bharat / state

সন্তানকে খুন করে আত্মঘাতী মা, তদন্তে পুলিশ

প্রায় বধির সন্তান, তার চূড়ান্ত শারীরিক পরীক্ষার ফল হাতে পাওয়ার পরেই ভেঙে পড়েন মা । হতাশায় নিজের সন্তানকে মেরে ফেলে নিজে আত্মঘাতী, এমনটাই পুলিশের প্রাথমিক ধারণা । ঘটনাটি হীরাপুর থানার রাধানগর এলাকার ঘটনা ।

author img

By

Published : Nov 24, 2020, 5:23 PM IST

নিজের সন্তানকে খুন করে আত্মঘাতী হীরাপুরের যুবতি
নিজের সন্তানকে খুন করে আত্মঘাতী হীরাপুরের যুবতি

হীরাপুর, 24 নভেম্বর : ঘর থেকে উদ্ধার মা ও সন্তানের দেহ । আজ ঘটনাটি ঘটেছে আসানসোলের হিরাপুর থানার অন্তর্গত রাধানগর রোড এলাকায় । মৃতার নাম বৈশাখি মাজি (32) । আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদ (ADDA)-র স্থায়ী কর্মী ছিলেন । অভিযোগ, সন্তানকে বিষ খাইয়ে নিজে আত্মঘাতী মা।

বছর দুয়েক আগে হিরাপুরের বৈশাখির সঙ্গে রাধানগর রোডের বাসিন্দা অনুপম মাজির বিবাহ হয় । অনুপম মাজি পেশায় ব্যাঙ্ক কর্মী । তিনি কর্মসূত্রে কটোয়ায় থাকেন । অনুপম ও বৈশাখির এক বছরের পুত্র-সন্তান ছিল । শ্বশুর-শাশুড়ির সঙ্গে শ্বশুরবাড়িতে বৈশাখি এবং তাঁর সন্তান থাকতেন ।

ঘটনার পরিপ্রেক্ষিতে শ্বশুর ধর্মদাস মাজি বলেন, "দরজা ভিতর থেকে বন্ধ ছিল । দীর্ঘক্ষণ ডাকাডাকি করি । তারপরেও যখন সাড়া শব্দ মেলেনি তখনই বৈশাখির বাপের বাড়িতে খবর দেই । বৈশাখির ভাই এলে দরজা ভাঙা হয় । খাটের উপর বৈশাখির সন্তান শোয়ানো ছিল । তার মুখ দিয়ে ফেনা উঠেছিল । অপরদিকে বৈশাখিকে ঝুলন্ত অবস্থায় দেখি ।"

হীরাপুরে মা ও ছেলের দেহ উদ্ধার । দেখুন ভিডিয়ো...

খবর দেওয়া হয় হীরাপুর থানার পুলিশ । পুলিশ এসে বৈশাখি ও তার সন্তানের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায় । পুলিশের প্রাথমিক অনুমান, বৈশাখি দেবী সন্তানকে বিষ খাইয়ে নিজের গলায় কাপড় জড়িয়ে আত্মঘাতী হয়েছেন । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

পরিবার সূত্রে জানা গেছে, অনুপম ও বৈশাখির একমাত্র সন্তান শ্রবণশক্তি হারিয়েছিল । কয়েকদিন ধরেই তা পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছিল । গতকাল চূড়ান্ত পর্যায়ের পরীক্ষার ফল মেলে, তাতে জানা যায় ওই শিশু 90 শতাংশ বধির । তবে আগামী দিনে মেশিনের সাহায্যে শুনতে পারবে । এটা শোনার পর থেকেই বৈশাখি মুষড়ে পড়েছিলেন । খবর পেয়ে ADDA-র চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায় থানায় যান । তিনি শোকপ্রকাশ করেন ।

হীরাপুর, 24 নভেম্বর : ঘর থেকে উদ্ধার মা ও সন্তানের দেহ । আজ ঘটনাটি ঘটেছে আসানসোলের হিরাপুর থানার অন্তর্গত রাধানগর রোড এলাকায় । মৃতার নাম বৈশাখি মাজি (32) । আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদ (ADDA)-র স্থায়ী কর্মী ছিলেন । অভিযোগ, সন্তানকে বিষ খাইয়ে নিজে আত্মঘাতী মা।

বছর দুয়েক আগে হিরাপুরের বৈশাখির সঙ্গে রাধানগর রোডের বাসিন্দা অনুপম মাজির বিবাহ হয় । অনুপম মাজি পেশায় ব্যাঙ্ক কর্মী । তিনি কর্মসূত্রে কটোয়ায় থাকেন । অনুপম ও বৈশাখির এক বছরের পুত্র-সন্তান ছিল । শ্বশুর-শাশুড়ির সঙ্গে শ্বশুরবাড়িতে বৈশাখি এবং তাঁর সন্তান থাকতেন ।

ঘটনার পরিপ্রেক্ষিতে শ্বশুর ধর্মদাস মাজি বলেন, "দরজা ভিতর থেকে বন্ধ ছিল । দীর্ঘক্ষণ ডাকাডাকি করি । তারপরেও যখন সাড়া শব্দ মেলেনি তখনই বৈশাখির বাপের বাড়িতে খবর দেই । বৈশাখির ভাই এলে দরজা ভাঙা হয় । খাটের উপর বৈশাখির সন্তান শোয়ানো ছিল । তার মুখ দিয়ে ফেনা উঠেছিল । অপরদিকে বৈশাখিকে ঝুলন্ত অবস্থায় দেখি ।"

হীরাপুরে মা ও ছেলের দেহ উদ্ধার । দেখুন ভিডিয়ো...

খবর দেওয়া হয় হীরাপুর থানার পুলিশ । পুলিশ এসে বৈশাখি ও তার সন্তানের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায় । পুলিশের প্রাথমিক অনুমান, বৈশাখি দেবী সন্তানকে বিষ খাইয়ে নিজের গলায় কাপড় জড়িয়ে আত্মঘাতী হয়েছেন । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

পরিবার সূত্রে জানা গেছে, অনুপম ও বৈশাখির একমাত্র সন্তান শ্রবণশক্তি হারিয়েছিল । কয়েকদিন ধরেই তা পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছিল । গতকাল চূড়ান্ত পর্যায়ের পরীক্ষার ফল মেলে, তাতে জানা যায় ওই শিশু 90 শতাংশ বধির । তবে আগামী দিনে মেশিনের সাহায্যে শুনতে পারবে । এটা শোনার পর থেকেই বৈশাখি মুষড়ে পড়েছিলেন । খবর পেয়ে ADDA-র চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায় থানায় যান । তিনি শোকপ্রকাশ করেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.