ETV Bharat / state

মদের টাকার জন্য সোনার দুল ছিনতাইয়ের চেষ্টা, বাধা পেয়ে মাকে খুন - accident

ঘটনার পর থেকেই পলাতক সুরজিৎ লেট। সুরজিতের বিরুদ্ধে বর্ধমান থানায় অভিযোগ দায়ের করেছে সাগরিকার জামাই দিলীপ দলুই।

মৃত সাগরিকা লেট
author img

By

Published : Mar 28, 2019, 7:08 AM IST

বর্ধমান, ২৮ মার্চ : মদ খাওয়ার জন্য টাকা না দেওয়ায় মাকে কুপিয়ে খুন করল ছেলে। ঘটনাটি বর্ধমান শহরের বিজয়রাম ঘোষপাড়া এলাকার। ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। মৃতের নাম সাগরিকা লেট (৫০)।

সাগরিকাদেবীর দুই ছেলে সুরজিত ও অভিজিৎ। অভিযুক্ত সুরজিৎ পেশায় রংমিস্ত্রি। সে প্রায় দিনই মদ খেয়ে বাড়ি ফিরত। গতরাতে সুরজিৎ মদ খাওয়ার জন্য মায়ের কাছে টাকা চায়। টাকা না দিতে চাওয়ায় মাকে বেধড়ক মারধর করে সোনার দুল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। সাগরিকাদেবী বাধা দিতে গেলে সুরজিৎ ধারালো অস্ত্র দিয়ে তাকে কোপায় বলে অভিযোগ। ঘটনাস্থানেই সাগরিকাদেবীর মৃত্যু হয়।

অভিজিৎ বলে, "শুধু মাকে নয়। আমাকেও দাদা মারধর করত। মদ খাওয়ার জন্য টাকা পয়সা কেড়ে নিত। দাদার এই অত্যাচারের জন্য আমি প্রায়ই দিনই বাড়ি না ফিরে রেলস্টেশনে বা কোনও আত্মীয়ের বাড়িতেই রাত কাটাতাম। মদ খাওয়ার টাকা না পেয়ে মাকে খুন করেছে দাদা।"

খবর পেয়ে বর্ধমান থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। ঘটনার পর থেকেই পলাতক সুরজিৎ লেট। সুরজিতের বিরুদ্ধে বর্ধমান থানায় অভিযোগ দায়ের করেছে সাগরিকার জামাই দিলীপ দলুই। তদন্তে নেমেছে পুলিশ।

Intro:,শ্রমিক ও গাড়ি চালকের বেতন বূদ্ধি ও কয়েক দফা দাবিতে ,বামফ্রন্টের বনধ ডাকায় কালনার সুমুদ্রগড় স্টেশনে রেল অবরোধ,কাটোয়া হাওড়া লোকাল ট্রেন অবরোধ করলো বন্ধ সমর্থক কারীরা,ঘটনাস্থলে কালনা রেল পুলিশ।Body:এদিন সমুদ্রগড় স্টেশনে বনধ সমর্থনকারীরা বিক্ষোভ দেখাতে থাকে। অবরোধের জেরে কাটোয়া ও কালনার সমুদ্রগড়ে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। ফলে চরম সমস্যায় পড়েন নিত্য যাত্রীরা। Conclusion:খবর পেয়ে রেলপুলিশ অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে ধ্বস্তাধস্তি বেধে যায়।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.