ETV Bharat / state

অন্ডালে পুকুর থেকে যুবতি ও শিশুর মৃতদেহ উদ্ধার, খুনের অভিযোগ

ইটাহার থানার কুকরা কুন্দা গ্রামের রূপালি দাসের সঙ্গে বিয়ে হয় মুর্শিদাবাদের সুব্রত দাসের । অন্ডালে DVC-তে ঠিকা শ্রমিক হিসাবে কাজ করেন সুব্রত । মৃত রূপালি দাসের দাদা সুদীপ দাসের অভিযোগ, বিয়ের পর থেকেই তাঁর বোনের উপর নানাভাবে অত্যাচার করত সুব্রত ।

dead body recovered from pond
অন্ডালে পুকুর থেকে উদ্ধার মা ও শিশুর দেহ
author img

By

Published : Dec 4, 2019, 7:32 PM IST

Updated : Dec 4, 2019, 8:02 PM IST

অন্ডাল, 4 ডিসেম্বর :অন্ডালে একটি পুকুর থেকে যুবতি ও তাঁর সন্তানের মৃতদেহ উদ্ধার হল । মৃতের নাম রূপালি দাস । বছর তেত্রিশের ওই যুবতি ও তাঁর দেড় বছরের শিশুপুত্রকে খুন করা হয়েছে বলে অভিযোগ যুবতির দাদার ।

কী বলছেন মৃতের দাদা ? দেখুন ভিডিয়ো...

উত্তর দিনাজপুরের ইটাহার থানার কুকরা কুন্দা গ্রামের রূপালি দাসের সঙ্গে বিয়ে হয় মুর্শিদাবাদের সুব্রত দাসের । অন্ডালে DVC-তে ঠিকা শ্রমিক হিসাবে কাজ করেন সুব্রত । মৃত রূপালি দাসের দাদা সুদীপ দাসের অভিযোগ, বিয়ের পর থেকেই তাঁর বোনের উপর নানাভাবে অত্যাচার করত সুব্রত । সুদীপ দাস আরও জানান, বিয়ের পর পাত্রপক্ষকে এক বিঘা জমি দেওয়া হবে বলে কথা দেওয়া হয় তাঁদের তরফে । কিন্তু, অভাবের কারণে সেই জমি দিতে পারেনি মেয়ের বাবা । আর সেই কারণেই তাঁর বোন ও ভাগ্নেকে মেরে জলে ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ তাঁর । সুদীপবাবু বলেন, "সাঁতার কাটতে জানত রূপালি । তাই কোনওভাবেই জলে ডুবে গিয়ে মৃত্যু হতে পারে না ওর । বোনকে খুন করা হয়েছে সঙ্গে তাঁর ছেলেকেও ।"

ঘটনাস্থান থেকে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে অন্ডাল থানার পুলিশ । মৃতের পরিবারের তরফে অভিযুক্তের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে । অভিযুক্ত সুব্রতকে আটক করেছে অন্ডাল থানার পুলিশ । ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ।

অন্ডাল, 4 ডিসেম্বর :অন্ডালে একটি পুকুর থেকে যুবতি ও তাঁর সন্তানের মৃতদেহ উদ্ধার হল । মৃতের নাম রূপালি দাস । বছর তেত্রিশের ওই যুবতি ও তাঁর দেড় বছরের শিশুপুত্রকে খুন করা হয়েছে বলে অভিযোগ যুবতির দাদার ।

কী বলছেন মৃতের দাদা ? দেখুন ভিডিয়ো...

উত্তর দিনাজপুরের ইটাহার থানার কুকরা কুন্দা গ্রামের রূপালি দাসের সঙ্গে বিয়ে হয় মুর্শিদাবাদের সুব্রত দাসের । অন্ডালে DVC-তে ঠিকা শ্রমিক হিসাবে কাজ করেন সুব্রত । মৃত রূপালি দাসের দাদা সুদীপ দাসের অভিযোগ, বিয়ের পর থেকেই তাঁর বোনের উপর নানাভাবে অত্যাচার করত সুব্রত । সুদীপ দাস আরও জানান, বিয়ের পর পাত্রপক্ষকে এক বিঘা জমি দেওয়া হবে বলে কথা দেওয়া হয় তাঁদের তরফে । কিন্তু, অভাবের কারণে সেই জমি দিতে পারেনি মেয়ের বাবা । আর সেই কারণেই তাঁর বোন ও ভাগ্নেকে মেরে জলে ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ তাঁর । সুদীপবাবু বলেন, "সাঁতার কাটতে জানত রূপালি । তাই কোনওভাবেই জলে ডুবে গিয়ে মৃত্যু হতে পারে না ওর । বোনকে খুন করা হয়েছে সঙ্গে তাঁর ছেলেকেও ।"

ঘটনাস্থান থেকে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে অন্ডাল থানার পুলিশ । মৃতের পরিবারের তরফে অভিযুক্তের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে । অভিযুক্ত সুব্রতকে আটক করেছে অন্ডাল থানার পুলিশ । ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ।

Intro:অন্ডালে পুকুর থেকে মা ও বাচ্চার মৃতদেহ উদ্ধার ঘিরে রহস্য।খুনের অভিযোগে দাদার ।
অন্ডাল- বুধবার সকালে অন্ডাল মোড় সংলগ্ন এলাকায় একটা পুকুর থেকে মা ও একটা দেড় বছরের শিশুর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। মৃতা মহিলার নাম রূপালী দাস ( ৩৩) । মহিলা এই এলাকায় একটা কারখানায় ঠিকা শ্রমিক সুব্রত দাসের সঙ্গে ভালোবেসে বিয়ে করে । মহিলার বাবার বাড়ি উত্তর দিনাজপুরের ইটাহার থানার অন্তর্গত কুকরা কুন্দা গ্রাম।
তিন বছর আগে ভালোবেসে বিয়ে করে মুর্শিদাবাদের বাসিন্দা সুব্রত দাসের সঙ্গে । সুব্রত পেশায় অন্ডালে ডিভিসি তে ঠিকা শ্রমিক হিসাবে কাজ করেন। মেয়ের দাদা সুদীপ দাসের অভিযোগ বিয়ের পর থেকেই স্বামী সুব্রত নানান ভাবে অত্যাচার করত তার বোনের সাথে । কারণ হিসাবে মৃতার দাদার জানান,বিয়ের সময় মৃতার বাবা খুব বেশি টাকা পয়সা দিতে পারেনি বর পক্ষ কে ,কথা হয় বিয়ের পর এক বিঘা জমি দেওয়া হবে । দারিদ্রতার কারণে সেই জমি দিতে পারেনি মৃতার বাবা,আর সেই কারণেই তাদের বোন কে ও ছোট্ট শিশু ভাগ্নেকে মেরে জলে ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ মৃতার দাদা সুদীপের।
সুদীপ বাবু বলেন জলে ডুবে তাদের বোন মরতে পারে না ,কারণ সাঁতার কাটাতে অত্যন্ত পটু ছিল রূপালী। তাই তারা নিশ্চিত তার বোন জলে ডুবে মরতে পারেনা ,তাকে খুন করা হয়েছে সঙ্গে তার শিশুকেও।
ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে অন্ডাল থানার পুলিশ ময়না তদন্তের জন্য পাঠায়। মৃতার পরিবারের তরফে অভিযুক্ত সুব্রতর বিরুদ্ধে থানায় অভিযোগ করা হবে বলে জানা যায়। অভিযুক্ত সুব্রতকে আটক করেছে অন্ডাল থানার পুলিশ ।
এটা কি খুন ? না অন্যকিছু পুরো ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।Body:গConclusion:য়
Last Updated : Dec 4, 2019, 8:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.