দুর্গাপুর, 17 নভেম্বর : কোনও রাজনৈতিক কারণে নয়। দুর্গাপুরের পারুলিয়া গ্রামের বাসিন্দা BJP কর্মী স্বরূপ সৌ খুন হয়েছেন তাঁর মা ও দাদার পরিকল্পনায় ৷ এমনই চাঞ্চল্য়কর তথ্য় উঠে এসেছে আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের তদন্তকারী অফিসারদের হাতে ৷ অভিযোগ, সম্পত্তি নিয়ে বিবাদের কারণেই ভাড়াটে খুনি দিয়ে স্বরূপ সৌকে হত্য়া করিয়েছে তাঁর মা সুলোচনা সৌ ও দাদা অরূপ সৌ ৷ তাদের গ্রেপ্তার করা হয়েছে ৷ সুলোচনার ব্য়াঙ্কের বই ও চেক বই পুলিশ বাজেয়াপ্ত করেছে ৷
9 নভেম্বর দুর্গাপুরের লাউদোহার প্রতাপপুর পঞ্চয়েত অফিসের সামনের ঝোপ থেকে BJP কর্মী স্বরূপের দেহ উদ্ধার হয় ৷ সেই ঘটনায় রাজনৈতিক রং লেগে যায়, যখন BJP-র তরফে দাবি করা হয় তৃণমূলের গুন্ডারাই তাঁকে খুন করেছে ৷ যার প্রতিবাদে 10 নভেম্বর দুর্গাপুর ও আসানসোলের বিভিন্ন এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করে BJP ৷ নেতৃত্ব দেন রাজ্য় BJP-র সহ সভাপতি রাজু বন্দ্য়োপাধ্য়ায় ৷
তবে তদন্তে নেমে পুলিশ জানতে পারে, সম্পত্তি নিয়ে মা ও দাদার সঙ্গে বচসা চলছিল স্বরূপের ৷ সেই থেকেই স্বরূপকে খুনের পরিকল্পনা করে তাঁর মা ও দাদা ৷ এনিয়ে দুর্গাপুর আসানসোল কমিশনারেটের DCP অভিষেক গুপ্তা বলেন, স্বরূপের মা সুলোচনা সৌ ও তাঁর দাদা অরূপ সৌ খুনের কথা স্বীকার করেছে ৷ তারা কালীনগর এলাকার কুখ্য়াত দুষ্কৃতী সুদয় মোহন্তকে খুনের সুপারি দেয় ৷ তার জন্য় সুদয়কে 1 লাখ টাকা অগ্রিম দেয় সুলোচনা৷ এরপর সুদয় মোহন্ত আরেক দুষ্কৃতীকে স্বরূপ সৌকে খুনের সুপারি দেয় ৷ স্বরূপকে খুনের জন্য় দু’লাখ টাকায় রফা করেছিল তাঁর দাদা ও মা ৷ এই ঘটনায় সুদয় মোহন্তকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷ তাকে জেরা করে আরেক অভিযুক্তের খোঁজ চালাচ্ছেন তদন্তকারী অফিসাররা ৷
তবে, স্বরূপ খুনে তৃণমূলের বিরুদ্ধে যে অভিযোগ BJP তুলেছিল তা পুরোপুরি মাঠে মারা গেল ৷ এমনকী স্বরূপের খুনে অভিযুক্তদের গ্রেপ্তারির দাবিতে আসানসোল ও দুর্গাপুরের একাধিক থানা ঘেরাও করে BJP। যার পুরোটাই ফ্লপ শো হয়ে গেল বলে জেলার রাজনৈতিক মহলে গুঞ্জন ৷