ETV Bharat / state

কোরোনামুক্ত হয়ে বাড়ি ফিরলেন বারাবনির বিধায়ক

24 সেপ্টেম্বর কোরোনায় আক্রান্ত হন বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায় । দুর্গাপুরের এক নার্সিংহোমে ভরতি করা হয় তাঁকে । আজ সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিনি ।

author img

By

Published : Oct 6, 2020, 6:52 PM IST

কোরোনাকে জয় বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায়ের
কোরোনাকে জয় বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায়ের

বারাবনি, 6 অক্টোবর : 13 দিন পর কোরোনাকে জয় করে বাড়ি ফিরলেন বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায় । দলের নেতাকর্মীরা তাঁকে মালা পরিয়ে শুভেচ্ছা জানান ।

গ্রামে গ্রামে গিয়ে মানুষের অভাব অভিযোগের কথা লাগাতার শুনছিলেন বিধান উপাধ্যায় । কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তাঁকে মাস্ক পরতে দেখা যায়নি । 24 সেপ্টেম্বর কোরোনায় আক্রান্ত হন তিনি । আক্রান্ত হন তাঁর অনুগামী শ্যামল মুখোপাধ্যায়ও । বিধান উপাধ্যায়কে দুর্গাপুরের এক নার্সিংহোমে ভরতি করা হয় । শ্যামলবাবুকে ভরতি করা হয় বিশেষ কোরোনা হাসপাতালে ।

শ্যামলবাবু দু'দিন আগেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন । আজ বিধান উপাধ্যায় সুস্থ হয়ে বাড়ি ফিরলেন । তাঁর বাড়ির সামনে দলের বারাবনির ব্লক সভাপতি তথা জেলা পরিষদ সদস্য অসিত সিংহ, শ্রমিক সংগঠনের নেতা দীনেশলাল শ্রীবাস্তব, শুভেন্দু মণ্ডল সহ নেতাকর্মীরা উপস্থিত হন । তাঁকে মালা পরিয়ে শুভেচ্ছা জানান তাঁরা ।

বিধান উপাধ্যায় বলেন, "পুরোপুরি সুস্থ হয়েই ফিরেছি । কিন্তু শরীর একটু দুর্বল । তাই কয়েক দিন বাড়িতে বিশ্রাম করে আবার মানুষের কাছে ফিরে যাব । অনেক কাজ বাকি রয়েছে ।"

বারাবনি, 6 অক্টোবর : 13 দিন পর কোরোনাকে জয় করে বাড়ি ফিরলেন বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায় । দলের নেতাকর্মীরা তাঁকে মালা পরিয়ে শুভেচ্ছা জানান ।

গ্রামে গ্রামে গিয়ে মানুষের অভাব অভিযোগের কথা লাগাতার শুনছিলেন বিধান উপাধ্যায় । কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তাঁকে মাস্ক পরতে দেখা যায়নি । 24 সেপ্টেম্বর কোরোনায় আক্রান্ত হন তিনি । আক্রান্ত হন তাঁর অনুগামী শ্যামল মুখোপাধ্যায়ও । বিধান উপাধ্যায়কে দুর্গাপুরের এক নার্সিংহোমে ভরতি করা হয় । শ্যামলবাবুকে ভরতি করা হয় বিশেষ কোরোনা হাসপাতালে ।

শ্যামলবাবু দু'দিন আগেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন । আজ বিধান উপাধ্যায় সুস্থ হয়ে বাড়ি ফিরলেন । তাঁর বাড়ির সামনে দলের বারাবনির ব্লক সভাপতি তথা জেলা পরিষদ সদস্য অসিত সিংহ, শ্রমিক সংগঠনের নেতা দীনেশলাল শ্রীবাস্তব, শুভেন্দু মণ্ডল সহ নেতাকর্মীরা উপস্থিত হন । তাঁকে মালা পরিয়ে শুভেচ্ছা জানান তাঁরা ।

বিধান উপাধ্যায় বলেন, "পুরোপুরি সুস্থ হয়েই ফিরেছি । কিন্তু শরীর একটু দুর্বল । তাই কয়েক দিন বাড়িতে বিশ্রাম করে আবার মানুষের কাছে ফিরে যাব । অনেক কাজ বাকি রয়েছে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.