ETV Bharat / state

Mithun Chakraborty: ‘মুখে গণতন্ত্র আর পিছনে ষড়যন্ত্র’, মমতাকে নিশানা মিঠুনের - Sukanta Majumdar

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে পিছন থেকে ষড়যন্ত্রের অভিযোগ করলেন মিঠু চক্রবর্তী (Mithun Chakraborty Attacks TMC As Says Violent Party) ৷ আসানসোল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের গণতন্ত্রে সবাইকে নিয়ে চলার বার্তা প্রসঙ্গে, মিঠুন একথা বলেন ৷

mithun-chakraborty-attacks-tmc-as-violent-party
Mithun Chakraborty Attacks TMC As Violent Party
author img

By

Published : Nov 26, 2022, 6:27 PM IST

আসানসোল, 26 নভেম্বর: ‘‘মুখে গণতন্ত্র আর পিছনে ষড়যন্ত্র ৷’’ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) নিশানা করলেন বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty Attacks TMC As Says Violent Party) ৷ শুক্রবার সংবিধান দিবসের ভাষণে মুখ্যমন্ত্রী গণতন্ত্র বজায় রেখে সবাইকে নিয়ে চলার কথা বলেন ৷ আর সেই সময় নৈহাটি পৌরসভায় ডেপুটেশন দিতে গিতে বিজেপি কর্মীরা হামলার শিকার হন বলে অভিযোগ করেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ৷ সেই অভিযোগকে হাতিয়ার করেই এদিন মুখ্যমন্ত্রীকে নিশানা করেন মিঠুন চক্রবর্তী ৷ অন্যদিকে, শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)-র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন সুকান্ত ৷ বলেন, ‘‘কিছু প্রাণী আছে, যাঁরা স্বচ্ছ জল খায় না, ঘোলা করে খায় ৷’’

এদিন আসানসোলে কর্মসূচির মাঝে সাংবাদিক বৈঠক করেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এবং বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী ৷ সেখানেই বিরোধী দলনেতা শুভেন্দুর সঙ্গে মুখ্যমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ নিয়ে প্রশ্ন করা হয় সুকান্তকে ৷ যা নিয়ে সুকান্ত মজুমদার বলেন, ‘‘সৌভ্রাতৃত্ব থাকা উচিত ৷ বিতর্কের কিছু নেই ৷ একজন বিরোধী দলনেতাকে মুখ্যমন্ত্রী ডেকেছেন চা খেতে ৷ অনেক আগেই ডাকতে পারতেন। কিন্তু, আমরা জানি কিছু প্রাণী আছে, যারা স্বচ্ছ জল খায় না, ঘোলা করে খায় ৷’’

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে পিছন থেকে ষড়যন্ত্রের অভিযোগ করলেন মিঠু চক্রবর্তী

আর শুভেন্দুকে মুখ্যমন্ত্রীর ‘ভাই’ বলে ডাকা নিয়ে সুকান্ত বলেন, ‘‘শুভেন্দু দা ছোট ৷ তাই ভাই বলেছেন ৷ এই ভ্রাতৃত্ববোধ থাকা উচিত ৷ কিন্তু, উনি যখন ভাই বলছেন, তখন নৈহাটিতে আমাদের কর্মীদের নৈহাটি পৌরসভায় ডেপুটেশন দিতে গিয়ে মার খেতে হচ্ছে ৷ তাই ভাই বলে উনি বাঁচবেন না ৷ আর উনি যারই দিদি হোক, অন্যায় করলে ওনাকে ভিতরে যেতেই হবে ৷’’

আরও পড়ুন: তৃণমূলকে উৎখাত করতে বামেদের সঙ্গে জোটে জোর সওয়াল মিঠুনের

আর সুকান্ত মজুমদারের এই কথার সূত্র ধরেই মুখ্যমন্ত্রীকে একহাত নেন মিঠুন চক্রবর্তী ৷ বলেন, ‘‘ছোট করে বললে, সামনে গণতন্ত্রের কথা বলছেন ৷ আর পিছনে ষড়যন্ত্র করছেন ৷ দু’টো একসঙ্গে চলে না ৷ সোজাসুজি বলুন, হ্যাঁ আমরা হিংসাত্মক দল ৷’’ অন্যদিকে, দিব্যেন্দু অধিকারীর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চা চক্রে ডেকেছেন ৷ যা নিয়ে সুকান্ত জানান, দিব্যেন্দু অধিকারী তৃণমূলের সাংসদ ৷ তাই তিনি ডাকতেই পারেন বলে, বিষয়টি এড়িয়ে যান ৷

আসানসোল, 26 নভেম্বর: ‘‘মুখে গণতন্ত্র আর পিছনে ষড়যন্ত্র ৷’’ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) নিশানা করলেন বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty Attacks TMC As Says Violent Party) ৷ শুক্রবার সংবিধান দিবসের ভাষণে মুখ্যমন্ত্রী গণতন্ত্র বজায় রেখে সবাইকে নিয়ে চলার কথা বলেন ৷ আর সেই সময় নৈহাটি পৌরসভায় ডেপুটেশন দিতে গিতে বিজেপি কর্মীরা হামলার শিকার হন বলে অভিযোগ করেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ৷ সেই অভিযোগকে হাতিয়ার করেই এদিন মুখ্যমন্ত্রীকে নিশানা করেন মিঠুন চক্রবর্তী ৷ অন্যদিকে, শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)-র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন সুকান্ত ৷ বলেন, ‘‘কিছু প্রাণী আছে, যাঁরা স্বচ্ছ জল খায় না, ঘোলা করে খায় ৷’’

এদিন আসানসোলে কর্মসূচির মাঝে সাংবাদিক বৈঠক করেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এবং বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী ৷ সেখানেই বিরোধী দলনেতা শুভেন্দুর সঙ্গে মুখ্যমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ নিয়ে প্রশ্ন করা হয় সুকান্তকে ৷ যা নিয়ে সুকান্ত মজুমদার বলেন, ‘‘সৌভ্রাতৃত্ব থাকা উচিত ৷ বিতর্কের কিছু নেই ৷ একজন বিরোধী দলনেতাকে মুখ্যমন্ত্রী ডেকেছেন চা খেতে ৷ অনেক আগেই ডাকতে পারতেন। কিন্তু, আমরা জানি কিছু প্রাণী আছে, যারা স্বচ্ছ জল খায় না, ঘোলা করে খায় ৷’’

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে পিছন থেকে ষড়যন্ত্রের অভিযোগ করলেন মিঠু চক্রবর্তী

আর শুভেন্দুকে মুখ্যমন্ত্রীর ‘ভাই’ বলে ডাকা নিয়ে সুকান্ত বলেন, ‘‘শুভেন্দু দা ছোট ৷ তাই ভাই বলেছেন ৷ এই ভ্রাতৃত্ববোধ থাকা উচিত ৷ কিন্তু, উনি যখন ভাই বলছেন, তখন নৈহাটিতে আমাদের কর্মীদের নৈহাটি পৌরসভায় ডেপুটেশন দিতে গিয়ে মার খেতে হচ্ছে ৷ তাই ভাই বলে উনি বাঁচবেন না ৷ আর উনি যারই দিদি হোক, অন্যায় করলে ওনাকে ভিতরে যেতেই হবে ৷’’

আরও পড়ুন: তৃণমূলকে উৎখাত করতে বামেদের সঙ্গে জোটে জোর সওয়াল মিঠুনের

আর সুকান্ত মজুমদারের এই কথার সূত্র ধরেই মুখ্যমন্ত্রীকে একহাত নেন মিঠুন চক্রবর্তী ৷ বলেন, ‘‘ছোট করে বললে, সামনে গণতন্ত্রের কথা বলছেন ৷ আর পিছনে ষড়যন্ত্র করছেন ৷ দু’টো একসঙ্গে চলে না ৷ সোজাসুজি বলুন, হ্যাঁ আমরা হিংসাত্মক দল ৷’’ অন্যদিকে, দিব্যেন্দু অধিকারীর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চা চক্রে ডেকেছেন ৷ যা নিয়ে সুকান্ত জানান, দিব্যেন্দু অধিকারী তৃণমূলের সাংসদ ৷ তাই তিনি ডাকতেই পারেন বলে, বিষয়টি এড়িয়ে যান ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.