ETV Bharat / state

BJP নেতার বাড়িতে ভাঙচুর ও বোমাবাজি, চলল গুলি

অন্ডালের শীতলপুরে BJP নেতার বাড়িতে ভাঙচুর চালাল দুষ্কৃতীরা। ঘটনাস্থান থেকে কার্তুজের খোল উদ্ধার হয়েছে।

author img

By

Published : Apr 15, 2019, 11:22 AM IST

Updated : Apr 15, 2019, 12:18 PM IST

ছবিটি প্রতীকী

অন্ডাল, 15 এপ্রিল : BJP নেতার বাড়িতে ঢুকে ভাঙচুর চালাল জনা 35 দুষ্কৃতী। চলল ব্যাপক বোমাবাজি। কয়েক রাউন্ড গুলিও চলেছে বলে জানা গেছে। ঘটনাটি অন্ডালের শীতলপুর এলাকার। তবে হামলার সময়ে BJP নেতা উত্তম রাম বাড়িতে ছিলেন না।

গতকাল ভোর চারটে নাগাদ গাড়িতে চেপে উত্তম রামের বাড়িতে আসে জনা 35 দুষ্কতী। বাড়িতে ঢুকে ভাঙচুর চালায় তারা। ভেঙে ফেলা হয় আসবাবপত্র। এরপর বাড়ির বাইরে চলে ব্যাপক বোমাবাজি। ঘটনাস্থান থেকে কার্তুজের খোল উদ্ধার হয়েছে।

ভিডিয়োয় শুনুন BJP কর্মীর বক্তব্য

অভিযোগ, গতকাল বাবুল সুপ্রিয়র সমর্থনে বেশকিছু দেওয়াল লিখন মুছে দেয় তৃণমূল কংগ্রেসের কর্মীরা। তা নিয়ে তৃণমূলকর্মীদের সঙ্গে বচসা হয় উত্তমের। এরপরই গতরাতে তাঁর বাড়িতে হামলা হয়।

BJP-র অভিযোগ, হামলার পেছনে তৃণমূল নেতা জিতেন্দ্র তিওয়ারির হাত রয়েছে। পুলিশের পাশাপাশি নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করা হবে বলে জানান আসানসোলের BJP সভাপতি লক্ষ্ণণ ঘোড়ুই। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। এটা BJP-র গোষ্ঠীদ্বন্দ্ব বলে পালটা দাবি তাঁদের।

অন্ডাল, 15 এপ্রিল : BJP নেতার বাড়িতে ঢুকে ভাঙচুর চালাল জনা 35 দুষ্কৃতী। চলল ব্যাপক বোমাবাজি। কয়েক রাউন্ড গুলিও চলেছে বলে জানা গেছে। ঘটনাটি অন্ডালের শীতলপুর এলাকার। তবে হামলার সময়ে BJP নেতা উত্তম রাম বাড়িতে ছিলেন না।

গতকাল ভোর চারটে নাগাদ গাড়িতে চেপে উত্তম রামের বাড়িতে আসে জনা 35 দুষ্কতী। বাড়িতে ঢুকে ভাঙচুর চালায় তারা। ভেঙে ফেলা হয় আসবাবপত্র। এরপর বাড়ির বাইরে চলে ব্যাপক বোমাবাজি। ঘটনাস্থান থেকে কার্তুজের খোল উদ্ধার হয়েছে।

ভিডিয়োয় শুনুন BJP কর্মীর বক্তব্য

অভিযোগ, গতকাল বাবুল সুপ্রিয়র সমর্থনে বেশকিছু দেওয়াল লিখন মুছে দেয় তৃণমূল কংগ্রেসের কর্মীরা। তা নিয়ে তৃণমূলকর্মীদের সঙ্গে বচসা হয় উত্তমের। এরপরই গতরাতে তাঁর বাড়িতে হামলা হয়।

BJP-র অভিযোগ, হামলার পেছনে তৃণমূল নেতা জিতেন্দ্র তিওয়ারির হাত রয়েছে। পুলিশের পাশাপাশি নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করা হবে বলে জানান আসানসোলের BJP সভাপতি লক্ষ্ণণ ঘোড়ুই। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। এটা BJP-র গোষ্ঠীদ্বন্দ্ব বলে পালটা দাবি তাঁদের।

Intro:রাতের অন্ধকারে মুখে সাদা গামছা বেঁধে চারটি বোলেরো গাড়িতে 35 জন সশস্ত্র দুষ্কৃতী ব্যাপক বোমাবাজি চালালো। বিজেপি নেতার বাড়িতে ঢুকে তছনছ করল আসবাবপত্র। ভেঙ্গে ফেলা হলো বহুমূল্যের জিনিসপত্র। অন্ডাল থানা এলাকার শীতলপুর এক বিজেপি নেতা উত্তম রামের বাড়িতে বোমা বাজি, চলল কয়েক রাউন্ড গুলি। সন্ত্রাসের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। অন্ডাল থানা এলাকার শীতলপুরে থাকেন বিজেপি নেতা উত্তম রাম। সেই এলাকায় বিজেপির আসানসোল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়র সমর্থনে বেশকিছু দেওয়াল লিখন করা হয়। কিন্তু রাম নবমীর দিন সেই দেওয়াল গুলি মুছে দেওয়া হয় বলে অভিযোগ এবং সেই দেওয়াল গুলিতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেই দেওয়াল লিখন করা হবে বলে জানানো হয় উত্তম রাম কে। এই নিয়ে বিজেপির সাথে তৃণমূল কর্মীদের সংঘাত শুরু হয়। যার জেরে রবিবার রাতে উত্তম রাম যখন বাড়িতে ছিলেন না ঠিক সেই সময় চারটি বোলেরো গাড়িতে মুখে সাদা গামছা বেঁধে প্রায় 35 জন সশস্ত্র দুষ্কৃতী তার বাড়িতে ঢুকে বাড়ির সমস্ত জিনিসপত্র তছনছ করে দেয়। ব্যাপক বোমাবাজি চলে এলাকায়, শূন্যে কয়েক রাউন্ড গুলিও চালানো হয় বলে অভিযোগ এক বিজেপি নেতার। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন পাণ্ডবেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন চক্রবর্তী। তিনি জানিয়েছেন বাবুল সুপ্রিয় এবারের ভোট জমাতে পারছেন না পাঁচ বছর তার টিকি মেলেনি এলাকায়। সুতরাং এসব নতুন নতুন গল্প চলছে। আমাদের দল থেকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে কোন রকম ভাবে ওদেরকে বিরক্ত করা যাবে না। এর জেরে দল থেকে বহিষ্কার পর্যন্ত হতে হবে। আর যদি কেউ করেও থাকে তাহলে পুলিশ কে বলুন পুলিশ ব্যবস্থা গ্রহণ করবে। অন্ডাল থানা এলাকার শীতলপুর চাপা উত্তেজনা।চলছে পুলিশি টহলদারি। কার্তুজের ফাঁকা খোল উত্তম রামের বাড়ির সামনেই খুঁজে পাওয়া গেল। যা থেকে প্রমাণিত এই এলাকায় গতকাল রাত্রে গুলিও চলে। পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিয়ে এখনো কিছুই বলা হয়নি। বিজেপির পক্ষ থেকে পুলিশের পাশাপাশি এই ঘটনার জন্য নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়েরের কথা জানিয়েছেন আসানসোল জেলা বিজেপির সভাপতি লক্ষন ঘোড়ুই।।Body:কপিConclusion:কপি
Last Updated : Apr 15, 2019, 12:18 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.