আসানসোল, 11 ফেব্রুয়ারি : আসানসোলের বহুজাতিক সংস্থার ক্যাশ ভ্য়ানে দুষ্কৃতী হামলা ৷ হামলার সময় গোলাগুলিতে মৃত 1 ৷ টাকা লুটের চেষ্টাও করা হয় ৷ রিটল শপ থেকে ব্যাঙ্কে টাকা নিয়ে যাওয়ার সময় বেসরকারি সংস্থার ক্যাশ ভ্যানে হামলা চালায় দু’জন দুষ্কৃতী ৷
আসানসোলের চাঁদমারি এলাকায় একটি বহুজাতিক সংস্থার রিটেল শপ থেকে টাকা নিয়ে আসছিল ক্যাশ ভ্যানটি। রিটেল শপের গেটের সামনে দুই দুষ্কৃতী ভ্যানে হামলা চালায় । টাকা লুট করার চেষ্টা করে তারা । ক্যাশ ভ্যানের গানম্যান বাধা দিতে গেলে তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুস্কৃতীরা । তাঁর গলায় গুলি লাগে । আসানসোল জেলা হাসপাতালে নিয়ে এলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় ৷ মৃত গানম্যানের নাম রবিউল মিদ্দা(42)। তাঁর বাড়ি বর্ধমানের মানকরে ।
আরও পড়ুন : দেশদ্রোহিতার অপরাধে যাবজ্জীবন কারাদণ্ড ডিআরডিও’র প্রাক্তন ফোটোগ্রাফারের
অন্যদিকে এই ঘটনায় ক্যাশ ভ্যানের আরও এক কর্মী প্রশান্ত দেবনাথ আহত হয়েছেন । গাড়ির কাচের টুকরোতে তিনি আহত হয়েছেন বলে খবর। যদিও ঘটনার পর ওই দুষ্কৃতীরা চম্পট দেয় । তবে তারা ক্যাশ ভ্যান থেকে কোনও টাকা নিতে পারেনি বলে পুলিশ সূত্রে জানা গেছে । আসানসোল উত্তর থানার পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে ঘটনার তদন্ত শুরু করেছে ৷