আসানসোল, 29 মার্চ : আসানসোল জেলা হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড ঘুরে দেখলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক । তিনি দেখে সন্তুষ্ট হয়েছেন বলে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের ৷ এখনও পর্যন্ত আসানসোল জেলা হাসপাতালে কোরোনা আক্রান্ত রোগীর সংখ্যা শুন্য । যে তিনজন রোগীকে আসানসোল জেলা হাসপাতালে কোরোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে ভরতি করা হয়েছিল তাদের রিপোর্ট নেগেটিভ এসেছে ৷
গোটা দেশে কোরোনা সংক্রমণ দিন দিন বাড়ছে । রাজ্যেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা । তবুও এখনও স্বস্তির নিশ্বাস আসানসোলে ৷ এখনও আসানসোল জেলা হাসপাতালে কোনও কোরোনা আক্রান্ত রোগীর ভরতি হওয়ার খবর নেই । তিন জন কোরোনা সন্দেহে ভরতি হয়েছিলেন । তবে, তাদের নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে । কিন্তু তা সত্ত্বেও জেলা হাসপাতালের আইসোলেশনের ব্যবস্থা কেমন তা দেখতে সরেজমিনে হাজির আসানসোল উত্তর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী মলয় ঘটক ।
আজ আসানসোল জেলা হাসপাতাল পরিদর্শনের পর মন্ত্রী বলেন, "জেলা হাসপাতালে আইসোলেশন ব্যবস্থা দেখতে এসেছিলাম । এখানে ঠিকঠাক ব্যবস্থা রাখা হয়েছে । যদিও আসানসোলে এখনও কোরোনা আক্রান্ত রোগী নেই ৷ "