আসানসোল, 28 জুলাই : কলকাতা এসে মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) দাবি করেছেন যে 38 জন তৃণমূল (Trinamool Congress) বিধায়ক বিজেপির (BJP) সঙ্গে যোগাযোগ রাখছেন । আর তা নিয়েই জলঘোলা তৈরি হয়েছে রাজ্য রাজনীতিতে । তবে কী এ রাজ্যেও মহারাষ্ট্রের (Maharashtra Political Crisis) মতো পালাবদল হতে চলেছে ?
বিষয়টি নিয়ে আরও খানিক উসকে দিয়েছেন বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি (Jitendra Tiwari) । তিনি টুইট করে লিখেছেন, ওই 38 জন বিধায়কের মধ্যে দু’জন পশ্চিম বর্ধমান জেলার রয়েছেন । যদিও কোন দু’জন বিধায়ক তাঁর নাম উল্লেখ করেননি জিতেন্দ্র তেওয়ারি । তাঁকে জিজ্ঞেস করাতে তিনি পাল্টা বলেছেন "'আপনারা নিজেরাই অনুমান করে নিন ।"
অন্যদিকে বিষয়টি নিয়ে শুভেন্দু অধিকারীর (Bengal Opposition Leader Suvendu Adhikari) প্রসঙ্গ টেনে কটাক্ষ করলেন রাজ্যের বাম যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় (CPIM Leader Minakshi Mukherjee) । মীনাক্ষী মুখোপাধ্যায় বলেন, "মিঠুন চক্রবর্তী কালকে এসেছেন কলকাতায় । যখন আমরা মিছিল করছিলাম । উনি যদি এই দাবি করেন, তাহলে প্রথমেই শুভেন্দু অধিকারীকে বের করুক । কারণ, শুভেন্দু অধিকারী সবচেয়ে বেশি টাকা খেয়েছে ।"
শুধু তাই নয়, মীনাক্ষী মুখোপাধ্যায় আরও বলেন, "যে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Bengal CM Mamata Banerjee) মুখ্যমন্ত্রী করতে শুভেন্দু অধিকারী, ভারতী ঘোষ জঙ্গলমহল থেকে শুরু করে সারা পশ্চিমবঙ্গে চক্রান্ত করল, আজকে তারাই বিজেপির সব থেকে বড় জায়গায় আছে । ফুল বদলে তো লাভ নেই । মুখ বদলেও কোন লাভ নেই । দলের পলিসি পালাটতে হবে ।"