ETV Bharat / state

Minakshi on Mithun Comment: মিঠুনের দাবি নিয়ে মীনাক্ষীর কটাক্ষ, জিতেন্দ্রর টুইট ঘিরে জল্পনা - CPIM Leader Minakshi Mukherjee

মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) দাবি করেছেন যে 38 জন তৃণমূল (Trinamool Congress) বিধায়ক বিজেপির (BJP) সঙ্গে যোগাযোগ রাখছেন । এই নিয়ে কটাক্ষ করেছেন বাম যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় (CPIM Leader Minakshi Mukherjee) ৷ আর এই নিয়ে বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারির (Jitendra Tiwari) টুইট ঘিরে তৈরি হয়েছে জল্পনা ৷

Minakshi Mukherjee and Jitendra Tiwari Reaction on Mithun Chakraborty Comment
Minakshi on Mithun Comment: মিঠুনের দাবি নিয়ে মীনাক্ষীর কটাক্ষ, জিতেন্দ্রর টুইট ঘিরে জল্পনা
author img

By

Published : Jul 28, 2022, 9:10 PM IST

আসানসোল, 28 জুলাই : কলকাতা এসে মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) দাবি করেছেন যে 38 জন তৃণমূল (Trinamool Congress) বিধায়ক বিজেপির (BJP) সঙ্গে যোগাযোগ রাখছেন । আর তা নিয়েই জলঘোলা তৈরি হয়েছে রাজ্য রাজনীতিতে । তবে কী এ রাজ্যেও মহারাষ্ট্রের (Maharashtra Political Crisis) মতো পালাবদল হতে চলেছে ?

বিষয়টি নিয়ে আরও খানিক উসকে দিয়েছেন বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি (Jitendra Tiwari) । তিনি টুইট করে লিখেছেন, ওই 38 জন বিধায়কের মধ্যে দু’জন পশ্চিম বর্ধমান জেলার রয়েছেন । যদিও কোন দু’জন বিধায়ক তাঁর নাম উল্লেখ করেননি জিতেন্দ্র তেওয়ারি । তাঁকে জিজ্ঞেস করাতে তিনি পাল্টা বলেছেন "'আপনারা নিজেরাই অনুমান করে নিন ।"

Minakshi Mukherjee and Jitendra Tiwari Reaction on Mithun Chakraborty Comment
জিতেন্দ্র তেওয়ারির টুইট

অন্যদিকে বিষয়টি নিয়ে শুভেন্দু অধিকারীর (Bengal Opposition Leader Suvendu Adhikari) প্রসঙ্গ টেনে কটাক্ষ করলেন রাজ্যের বাম যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় (CPIM Leader Minakshi Mukherjee) । মীনাক্ষী মুখোপাধ্যায় বলেন, "মিঠুন চক্রবর্তী কালকে এসেছেন কলকাতায় । যখন আমরা মিছিল করছিলাম । উনি যদি এই দাবি করেন, তাহলে প্রথমেই শুভেন্দু অধিকারীকে বের করুক । কারণ, শুভেন্দু অধিকারী সবচেয়ে বেশি টাকা খেয়েছে ।"

শুধু তাই নয়, মীনাক্ষী মুখোপাধ্যায় আরও বলেন, "যে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Bengal CM Mamata Banerjee) মুখ্যমন্ত্রী করতে শুভেন্দু অধিকারী, ভারতী ঘোষ জঙ্গলমহল থেকে শুরু করে সারা পশ্চিমবঙ্গে চক্রান্ত করল, আজকে তারাই বিজেপির সব থেকে বড় জায়গায় আছে । ফুল বদলে তো লাভ নেই । মুখ বদলেও কোন লাভ নেই । দলের পলিসি পালাটতে হবে ।"

আরও পড়ুন : Mithun Chakraborty: তৃণমূলের 38 বিধায়ক বিজেপি-র সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছেন ! মিঠুনের 'ব্রেকিং নিউজ'-এ শোরগোল

আসানসোল, 28 জুলাই : কলকাতা এসে মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) দাবি করেছেন যে 38 জন তৃণমূল (Trinamool Congress) বিধায়ক বিজেপির (BJP) সঙ্গে যোগাযোগ রাখছেন । আর তা নিয়েই জলঘোলা তৈরি হয়েছে রাজ্য রাজনীতিতে । তবে কী এ রাজ্যেও মহারাষ্ট্রের (Maharashtra Political Crisis) মতো পালাবদল হতে চলেছে ?

বিষয়টি নিয়ে আরও খানিক উসকে দিয়েছেন বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি (Jitendra Tiwari) । তিনি টুইট করে লিখেছেন, ওই 38 জন বিধায়কের মধ্যে দু’জন পশ্চিম বর্ধমান জেলার রয়েছেন । যদিও কোন দু’জন বিধায়ক তাঁর নাম উল্লেখ করেননি জিতেন্দ্র তেওয়ারি । তাঁকে জিজ্ঞেস করাতে তিনি পাল্টা বলেছেন "'আপনারা নিজেরাই অনুমান করে নিন ।"

Minakshi Mukherjee and Jitendra Tiwari Reaction on Mithun Chakraborty Comment
জিতেন্দ্র তেওয়ারির টুইট

অন্যদিকে বিষয়টি নিয়ে শুভেন্দু অধিকারীর (Bengal Opposition Leader Suvendu Adhikari) প্রসঙ্গ টেনে কটাক্ষ করলেন রাজ্যের বাম যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় (CPIM Leader Minakshi Mukherjee) । মীনাক্ষী মুখোপাধ্যায় বলেন, "মিঠুন চক্রবর্তী কালকে এসেছেন কলকাতায় । যখন আমরা মিছিল করছিলাম । উনি যদি এই দাবি করেন, তাহলে প্রথমেই শুভেন্দু অধিকারীকে বের করুক । কারণ, শুভেন্দু অধিকারী সবচেয়ে বেশি টাকা খেয়েছে ।"

শুধু তাই নয়, মীনাক্ষী মুখোপাধ্যায় আরও বলেন, "যে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Bengal CM Mamata Banerjee) মুখ্যমন্ত্রী করতে শুভেন্দু অধিকারী, ভারতী ঘোষ জঙ্গলমহল থেকে শুরু করে সারা পশ্চিমবঙ্গে চক্রান্ত করল, আজকে তারাই বিজেপির সব থেকে বড় জায়গায় আছে । ফুল বদলে তো লাভ নেই । মুখ বদলেও কোন লাভ নেই । দলের পলিসি পালাটতে হবে ।"

আরও পড়ুন : Mithun Chakraborty: তৃণমূলের 38 বিধায়ক বিজেপি-র সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছেন ! মিঠুনের 'ব্রেকিং নিউজ'-এ শোরগোল

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.