ETV Bharat / state

Water Crisis in Mid Day Meal: জলের অভাবে 2 দিন ধরে বন্ধ মিড-ডে মিল, সমস্যায় খুদে পড়ুয়ারা - দুর্গাপুরের স্কুলে জল সংকটের জেরে বন্ধ মিড ডে মিল

প্রবল গরম পড়তে না-পড়তেই তীব্র জল সংকটে দুর্গাপুরের কুসুমতলা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় ৷ জলের অভাবে পরপর দু'দিন ধরে বন্ধ মিড-ডে মিলের রান্না ৷

Etv Bharat
দুর্গাপুরের স্কুলে জল সংকট
author img

By

Published : Apr 13, 2023, 9:56 PM IST

জলের অভাবে সমস্যায় দুর্গাপুরের কুসুমতলা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়ারা

দুর্গাপুর, 13 এপ্রিল: চৈত্রের প্রখর তাপে পুড়ছে গোটা দক্ষিণবঙ্গ । বৃহস্পতিবার বেলা 11টার পর থেকেই 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পেরিয়েছে শিল্পনগরী দুর্গাপুরে । আর এই প্রখর রৌদ্রতেজে বহু জায়গায় দেখা দিয়েছে জলের অভাব । জলের অভাবে দু'দিন ধরে বন্ধ মিড-ডে মিল ৷ স্কুলের ছাত্র-ছাত্রীদের খাবার জলটুকুও নেই । ক্ষোভের মুখে দুর্গাপুরের কুসুমতলা প্রাথমিক বিদ্যালয় ।

ছয় মাসে 100 কোটিরও বেশি মিড-ডে মিলে কারচুপির চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার । পড়ুয়াদের পর্যাপ্ত খাবার না-দেওয়ারও অভিযোগ করেছেন তিনি । তারই মধ্যে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের কুসুমতলা প্রাথমিক বিদ্যালয়ে পানীয় জলের সংকট । যার জেরে দু'দিন ধরে অভুক্ত থেকে গেল প্রায় 192 জন পড়ুয়া ৷

বিদ্যালয়ে রয়েছে দুর্গাপুর নগর নিগমের জল সরবরাহের পাইপ লাইন । কিন্তু গ্রীষ্মের দাবদহে শুরু হয় জলের সংকট । বিদ্যালয় কর্তৃপক্ষের দীর্ঘদিনের দাবি টিউবওয়েলের । কিন্তু গ্রীষ্মের পর গ্রীষ্ম পেরিয়ে গেলেও তা তৈরি করা হয়নি । একদিকে যেমন সমস্যার মুখে পড়তে হয় পড়ুয়াদের তেমনই অবস্থা 6 জন শিক্ষক শিক্ষিকার । স্থানীয়দের বাড়ি থেকে পানীয় জল এনে রান্না হয় মিড-ডে মিল ।

তবে বুধবার থেকে স্থানীয়দের বাড়িতেও মেলেনি জল । তাই বুধ এবং বৃহস্পতি এই দু'দিনই মিড-ডে মিলে রান্না না হওয়াই অভুক্ত থাকল পড়ুয়ারা । এই চাঞ্চল্যকর ঘটনাকে ঘিরে এখন সরব হয়েছেন অভিভাবকরা । দ্রুত এই সমস্যার সমাধান না হলে তাঁরা বিক্ষোভের পথে হাঁটবেন বলেও জানিয়েছেন । শিক্ষক-শিক্ষিকারা জানাচ্ছেন, একাধিকবার নগর নিগমকে বিষয়টি জানানোর পর শুধু আশ্বাসই মিলেছে ৷ সমাধান হয়নি । এমনকি এখনও দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছে দুর্গাপুর নগর নিগমের আধিকারিকরা ও পৌর প্রশাসক বোর্ডের ভাইস চেয়ারম্যান অমিতাভ বন্দ্যোপাধ্যায় ।

তিনি জানান, সমস্যার কথা শুনেছেন ৷ দ্রুত সমাধান করা হবে বলেও আশ্বাস দেন । স্কুলের টিচার ইনচার্জ গৌতম বন্দ্যোপাধ্যায় জানান, অবিলম্বে স্কুলে যদি টিউবওয়েলের ব্যবস্থা করা হয় তাহলে এই সংকট মিটে যাবে । তবে সকলেই চাইছেন তাড়াতাড়ি এই সমস্যার সমাধান হোক ৷

আরও পড়ুন : মাটির কলসিতে জল খান ? অজান্তেই বাড়ছে রোগ প্রতিরোধ ক্ষমতা

জলের অভাবে সমস্যায় দুর্গাপুরের কুসুমতলা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়ারা

দুর্গাপুর, 13 এপ্রিল: চৈত্রের প্রখর তাপে পুড়ছে গোটা দক্ষিণবঙ্গ । বৃহস্পতিবার বেলা 11টার পর থেকেই 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পেরিয়েছে শিল্পনগরী দুর্গাপুরে । আর এই প্রখর রৌদ্রতেজে বহু জায়গায় দেখা দিয়েছে জলের অভাব । জলের অভাবে দু'দিন ধরে বন্ধ মিড-ডে মিল ৷ স্কুলের ছাত্র-ছাত্রীদের খাবার জলটুকুও নেই । ক্ষোভের মুখে দুর্গাপুরের কুসুমতলা প্রাথমিক বিদ্যালয় ।

ছয় মাসে 100 কোটিরও বেশি মিড-ডে মিলে কারচুপির চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার । পড়ুয়াদের পর্যাপ্ত খাবার না-দেওয়ারও অভিযোগ করেছেন তিনি । তারই মধ্যে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের কুসুমতলা প্রাথমিক বিদ্যালয়ে পানীয় জলের সংকট । যার জেরে দু'দিন ধরে অভুক্ত থেকে গেল প্রায় 192 জন পড়ুয়া ৷

বিদ্যালয়ে রয়েছে দুর্গাপুর নগর নিগমের জল সরবরাহের পাইপ লাইন । কিন্তু গ্রীষ্মের দাবদহে শুরু হয় জলের সংকট । বিদ্যালয় কর্তৃপক্ষের দীর্ঘদিনের দাবি টিউবওয়েলের । কিন্তু গ্রীষ্মের পর গ্রীষ্ম পেরিয়ে গেলেও তা তৈরি করা হয়নি । একদিকে যেমন সমস্যার মুখে পড়তে হয় পড়ুয়াদের তেমনই অবস্থা 6 জন শিক্ষক শিক্ষিকার । স্থানীয়দের বাড়ি থেকে পানীয় জল এনে রান্না হয় মিড-ডে মিল ।

তবে বুধবার থেকে স্থানীয়দের বাড়িতেও মেলেনি জল । তাই বুধ এবং বৃহস্পতি এই দু'দিনই মিড-ডে মিলে রান্না না হওয়াই অভুক্ত থাকল পড়ুয়ারা । এই চাঞ্চল্যকর ঘটনাকে ঘিরে এখন সরব হয়েছেন অভিভাবকরা । দ্রুত এই সমস্যার সমাধান না হলে তাঁরা বিক্ষোভের পথে হাঁটবেন বলেও জানিয়েছেন । শিক্ষক-শিক্ষিকারা জানাচ্ছেন, একাধিকবার নগর নিগমকে বিষয়টি জানানোর পর শুধু আশ্বাসই মিলেছে ৷ সমাধান হয়নি । এমনকি এখনও দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছে দুর্গাপুর নগর নিগমের আধিকারিকরা ও পৌর প্রশাসক বোর্ডের ভাইস চেয়ারম্যান অমিতাভ বন্দ্যোপাধ্যায় ।

তিনি জানান, সমস্যার কথা শুনেছেন ৷ দ্রুত সমাধান করা হবে বলেও আশ্বাস দেন । স্কুলের টিচার ইনচার্জ গৌতম বন্দ্যোপাধ্যায় জানান, অবিলম্বে স্কুলে যদি টিউবওয়েলের ব্যবস্থা করা হয় তাহলে এই সংকট মিটে যাবে । তবে সকলেই চাইছেন তাড়াতাড়ি এই সমস্যার সমাধান হোক ৷

আরও পড়ুন : মাটির কলসিতে জল খান ? অজান্তেই বাড়ছে রোগ প্রতিরোধ ক্ষমতা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.