আসানসোল, 25 এপ্রিল : পৌরনিগমের স্বাস্থ্যকেন্দ্রগুলো কেমনভাবে চলছে ৷ সব পরিষেবা ঠিকমত দেওয়া হচ্ছে কি না ৷ তা দেখতে বিভিন্ন RCH সেন্টারগুলি পরিদর্শনে যান আসানসোল পৌরনিগমের স্বাস্থ্য বিভাগের মেয়র পারিষদ দিব্যেন্দু ভগত । তাঁর সঙ্গে ছিলেন চিকিৎসক ও কাউন্সিলর । কিন্তু দেখা যায় বেশীরভাগ স্বাস্থ্যকেন্দ্রই বন্ধ । পরিদর্শন শেষে তিনি রিপোর্ট তৈরি করেন ৷ বিষয়টি তিনি মেয়র ও পৌরকমিশনারকে পাঠাবেন বলে জানান ।
কোরোনা আতঙ্কে নার্সিংহোমগুলিতে মিলছে না চিকিৎসা পরিষেবা ৷ এমনটাই অভিযোগ করে স্থানীয়রা । যদিও সরকারের পক্ষ থেকে সব হাসপাতালকে সক্রিয় রাখার নির্দেশ দেওয়া হয়েছে । আসানসোলের মেয়র জিতেন্দ্র তেওয়ারি উদ্যোগ নিয়ে প্রতিটি বোরো অফিস এলাকায় স্বাস্থ্যদল রাখার ঘোষনা করেছিলেন । কিন্তু বাস্তব চিত্র দেখা যাচ্ছে উলটো ।
এবিষয়ে দিব্যেন্দু ভগত বলেন, " আগামীকাল থেকে নিয়মিত এই অভিযান চলবে । RCH সেন্টারগুলো সক্রিয় রাখতে সব ব্যবস্থা নেওয়া হবে ৷ "