ETV Bharat / state

সাফাইকর্মীদের সম্মান আসানসোলের মেয়র পারিষদের - lockdown

চেলিডাঙা এলাকার সাফাইকর্মীদের হাতে ফুল, মিষ্টির প্যাকেট ও উপহারসামগ্রী তুলে দিয়ে তাঁদের সম্মান জানালেন আসানসোল মেয়র পারিষদ অভিজিৎ ঘটক । শুধু সাফাইকর্মীদের সম্মান জানানোয় নয়, আজ দুস্থ মানুষদের হাতে খাবারের প্যাকেটও তুলে দেন তিনি ।

আসানসোল
আসানসোল
author img

By

Published : Apr 29, 2020, 7:20 PM IST

আসানসোল, 29 এপ্রিল : কোরোনা মোকাবিলায় স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে চলেছেন সাফাইকর্মীরাও । আজ এরকমই কয়েকজন সাফাইকর্মীকে সম্মান জানালেন আসানসোল পৌরনিগমের মেয়র পারিষদ অভিজিৎ ঘটক । পৌরনিগমের 50 নম্বর ওয়ার্ডের অন্তর্গত চেলিডাঙা এলাকার সাফাইকর্মীদের তিনি সম্মান জানান ।

লকডাউনে কাজের বিরাম নেই । এলাকার সাফাই তো চলছেই । পাশাপাশি, কোরোনা মোকাবিলায় করতে হচ্ছে জীবাণুনাশক স্প্রেও । বিভিন্ন ওয়ার্ডে নিয়ম করেই সকাল থেকে কাজে লেগে পড়েন তাঁরা । যে ওয়ার্ডগুলিতে কোরোনা সংক্রমণ বেশি, সেই সমস্ত ওয়ার্ডেই বেশি কাজ করতে হয় তাঁদের । যদিও তাঁদের সুরক্ষার দিকে সবসময় নজর রয়েছে পৌরনিগমের । আজ সেরকমই কয়েকজন সাফাইকর্মীকে ব্যক্তিগত উদ্যোগে সম্মান জানালেন মেয়র পারিষদ ।

চেলিডাঙা এলাকার সাফাইকর্মীদের ফুল, মিষ্টির প্যাকেট ও উপহারসামগ্রী দিলেন অভিজিৎ ঘটক । তিনি বলেন, "এই সমাজে বড় ভূমিকা সাফাইকর্মীদের । যাঁরা ভয়কে উপেক্ষা করে আমাদের শহরকে পরিষ্কার রাখছেন । তাই তাঁদের সম্মান জানাতে পেরে ভালো লাগছে ।" শুধু সাফাইকর্মীদের সম্মান জানানো নয়, দুস্থ মানুষদের হাতে খাবারের প্যাকেটও তুলে দেন মেয়র পারিষদ ।

আসানসোল, 29 এপ্রিল : কোরোনা মোকাবিলায় স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে চলেছেন সাফাইকর্মীরাও । আজ এরকমই কয়েকজন সাফাইকর্মীকে সম্মান জানালেন আসানসোল পৌরনিগমের মেয়র পারিষদ অভিজিৎ ঘটক । পৌরনিগমের 50 নম্বর ওয়ার্ডের অন্তর্গত চেলিডাঙা এলাকার সাফাইকর্মীদের তিনি সম্মান জানান ।

লকডাউনে কাজের বিরাম নেই । এলাকার সাফাই তো চলছেই । পাশাপাশি, কোরোনা মোকাবিলায় করতে হচ্ছে জীবাণুনাশক স্প্রেও । বিভিন্ন ওয়ার্ডে নিয়ম করেই সকাল থেকে কাজে লেগে পড়েন তাঁরা । যে ওয়ার্ডগুলিতে কোরোনা সংক্রমণ বেশি, সেই সমস্ত ওয়ার্ডেই বেশি কাজ করতে হয় তাঁদের । যদিও তাঁদের সুরক্ষার দিকে সবসময় নজর রয়েছে পৌরনিগমের । আজ সেরকমই কয়েকজন সাফাইকর্মীকে ব্যক্তিগত উদ্যোগে সম্মান জানালেন মেয়র পারিষদ ।

চেলিডাঙা এলাকার সাফাইকর্মীদের ফুল, মিষ্টির প্যাকেট ও উপহারসামগ্রী দিলেন অভিজিৎ ঘটক । তিনি বলেন, "এই সমাজে বড় ভূমিকা সাফাইকর্মীদের । যাঁরা ভয়কে উপেক্ষা করে আমাদের শহরকে পরিষ্কার রাখছেন । তাই তাঁদের সম্মান জানাতে পেরে ভালো লাগছে ।" শুধু সাফাইকর্মীদের সম্মান জানানো নয়, দুস্থ মানুষদের হাতে খাবারের প্যাকেটও তুলে দেন মেয়র পারিষদ ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.