ETV Bharat / state

Marriage of Trees: বৃক্ষ নিধন রুখতে গাছেদের বিয়ে ! বটের সঙ্গে অশ্বত্থের বিয়ে দিলেন বলাই - গাছ লাগান গাঁছ বাঁচান

একটি গাছ, একটি প্রাণ ৷ এই কথাটিই সত্যি যেন করে দেখালেন আসানসোলের বলাই ওরফে নারায়ণ দাস ৷ গাছ তাঁর কাছে মানুষই ৷ গাছ কেটে দিনে দিনে ভয়ঙ্কর হয়ে উঠছে বিশ্ব ৷ তাই বট ও অশ্বত্থ গাছের মধ্যে বিয়ে দিলেন আসানসোলের বাসিন্দা ৷

Marriage of Trees
গাছেদের বিয়ে
author img

By

Published : May 9, 2023, 7:49 PM IST

বৃক্ষ নিধন রুখতে গাছেদের বিয়ে

আসানসোল, 9 মে: দিনে দিনে উষ্ণ হচ্ছে পৃথিবী ৷ গ্রহের বিপদ বাড়ছে ৷ বিশ্বের কোথাও কমছে বৃষ্টি, কোথাও বা অতিবৃষ্টি ৷ সঙ্গে দোসর অসময়ে প্রাকৃতিক দুর্যোগ ৷ এই সবকিছুর অন্যতম কারণ ব্যাপক হারে বৃক্ষ নিধন ৷ গাছ কাটার ফলে প্রকৃতির ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে ৷ বনাঞ্চল, জঙ্গল কেটে তৈরি হচ্ছে কংক্রিটের বসতি ৷ এই পরিস্থিতিতে গাছ বাঁচাতে অভিনব কাণ্ড করলেন আসানসোলের গাছপ্রেমী নারায়ণ দাস ৷ তিনি এলাকায় বলাই নামেই বেশি পরিচিত ৷ বাড়িতে ধুমধাম করে বটগাছ ও অশ্বত্থ গাছের বিয়ে দিলেন নারায়ণ দাস ৷ বিয়ের সব রীতিনীতি শেষে সেই দুটি গাছ আনুষ্ঠানিক ভাবে স্থাপন করা হবে এলাকায় ৷

রবিবার রাতে আসানসোল মহিশীলা কলোনিতে হইচই ৷ রাত 8 টা 45 নাগাদ বাড়ির ভিতর থেকে শোনা গেল, "এবার শুরু করা হোক, লগন যে এল বলে ।" হ্যাঁ, বিয়ের লগনের কথাই বলছেন সবাই ৷ গাছেদের বিয়ে ৷ গাছপ্রেমী নারায়ণ দাস ওরফে বলাই তাঁর বাড়িতে একেবারে হিন্দু শাস্ত্র মতে রীতি মেনে বটগাছ ও অশ্বত্থ গাছের বিয়ে দিলেন ৷ বিয়ের মণ্ডপ, পুরোহিত, বিয়ের মন্ত্রোচ্চারণ কোনও কিছুই বাদ যায়নি ৷

রাত প্রায় 9টা নাগাদ বিয়ের লগ্ন ছিল ৷ সময় মেনে বিয়ে দিতে বসলেন হয় পুরোহিত সীতাংশু ভট্টাচার্য ৷ তিনি জানালেন, হিন্দু শাস্ত্র মতে যেভাবে বিয়ে হয় অর্থাৎ বসুধারা, নান্দীমুখ, অধিবাস থেকে শুরু করে সিঁদুরদান, মালাবদল, যৌতুক, বিদায়- সবকিছুই অনুষ্ঠিত হয়েছে দু'টি গাছের বিয়েতে ৷

কিন্তু কোন গাছ পাত্র, আর পাত্রীই বা কে ? এ প্রসঙ্গে পুরোহিতমশাই জানালেন, এখানে বটগাছ নারায়ণ রূপী ৷ তাই সে পাত্র ৷ আর অশ্বত্থ লক্ষ্মীরূপী ৷ তাই সে পাত্রী ৷ দু'টি গাছের মধ্যে গাঁটছড়া বেঁধে বিয়ে দেওয়া হয়েছে ৷ বিয়ের পর একটি নির্দিষ্ট স্থানে এই দুটি গাছকে স্থাপন করা হবে ৷

নারায়ণ দাস জানিয়েছেন, আশেপাশে প্রচুর বাড়িঘর তৈরির জন্য গাছ কেটে ফেলা হচ্ছে ৷ মানুষজন কিছু না-জেনে বুঝেই গাছ কেটে ফেলছে ৷ এদিকে পৃথিবী উষ্ণ হচ্ছে ৷ বৃষ্টি হচ্ছে না ৷ এর জন্য দায়ী কিন্তু বৃক্ষ নিধন ৷ তাই মানুষের মধ্যে গাঁছ বাচানোর চেতনা জাগাতে তাঁর এই গাছেদের বিয়ের অনুষ্ঠান ৷ তাঁর কাছে গাছ মানুষের মতোই ৷ তাদের প্রাণ আছে ৷ তাই গাছ কাটা মানে তাকে মেরে ফেলা হয় ৷

গাছেদের বিয়েতে আমন্ত্রিত প্রতিবেশী বাবলি পাল জানালেন, এই ঘটনা একেবারে নতুন ৷ তাঁর খুব ভালো লাগছে ৷ নারায়ণ দাস এলাকার সবুজপ্রেমী ৷ তাঁর বাড়িতে এই উদ্যোগে তিনি খুবই আনন্দিত ৷ মানুষের কাছে তাঁরও বার্তা, গাছ লাগান, গাঁছ বাঁচান ৷ এদিন এই দুই গাছের মধ্যেই বিয়েতে শঙ্খধ্বনি, উলুধ্বনি, ঢাকের শব্দ কিছুই বাদ ছিল না। বিয়ের পর প্রতিবেশীদের মিষ্টিমুখও করিয়াছেন নারায়ণ দাস ৷

আরও পড়ুন: গাছ বাঁচাও পরিবেশ বাঁচাও, দোলে 'রাঙাও এ প্রকৃতি' অনুষ্ঠান ঝাড়গ্রামে

বৃক্ষ নিধন রুখতে গাছেদের বিয়ে

আসানসোল, 9 মে: দিনে দিনে উষ্ণ হচ্ছে পৃথিবী ৷ গ্রহের বিপদ বাড়ছে ৷ বিশ্বের কোথাও কমছে বৃষ্টি, কোথাও বা অতিবৃষ্টি ৷ সঙ্গে দোসর অসময়ে প্রাকৃতিক দুর্যোগ ৷ এই সবকিছুর অন্যতম কারণ ব্যাপক হারে বৃক্ষ নিধন ৷ গাছ কাটার ফলে প্রকৃতির ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে ৷ বনাঞ্চল, জঙ্গল কেটে তৈরি হচ্ছে কংক্রিটের বসতি ৷ এই পরিস্থিতিতে গাছ বাঁচাতে অভিনব কাণ্ড করলেন আসানসোলের গাছপ্রেমী নারায়ণ দাস ৷ তিনি এলাকায় বলাই নামেই বেশি পরিচিত ৷ বাড়িতে ধুমধাম করে বটগাছ ও অশ্বত্থ গাছের বিয়ে দিলেন নারায়ণ দাস ৷ বিয়ের সব রীতিনীতি শেষে সেই দুটি গাছ আনুষ্ঠানিক ভাবে স্থাপন করা হবে এলাকায় ৷

রবিবার রাতে আসানসোল মহিশীলা কলোনিতে হইচই ৷ রাত 8 টা 45 নাগাদ বাড়ির ভিতর থেকে শোনা গেল, "এবার শুরু করা হোক, লগন যে এল বলে ।" হ্যাঁ, বিয়ের লগনের কথাই বলছেন সবাই ৷ গাছেদের বিয়ে ৷ গাছপ্রেমী নারায়ণ দাস ওরফে বলাই তাঁর বাড়িতে একেবারে হিন্দু শাস্ত্র মতে রীতি মেনে বটগাছ ও অশ্বত্থ গাছের বিয়ে দিলেন ৷ বিয়ের মণ্ডপ, পুরোহিত, বিয়ের মন্ত্রোচ্চারণ কোনও কিছুই বাদ যায়নি ৷

রাত প্রায় 9টা নাগাদ বিয়ের লগ্ন ছিল ৷ সময় মেনে বিয়ে দিতে বসলেন হয় পুরোহিত সীতাংশু ভট্টাচার্য ৷ তিনি জানালেন, হিন্দু শাস্ত্র মতে যেভাবে বিয়ে হয় অর্থাৎ বসুধারা, নান্দীমুখ, অধিবাস থেকে শুরু করে সিঁদুরদান, মালাবদল, যৌতুক, বিদায়- সবকিছুই অনুষ্ঠিত হয়েছে দু'টি গাছের বিয়েতে ৷

কিন্তু কোন গাছ পাত্র, আর পাত্রীই বা কে ? এ প্রসঙ্গে পুরোহিতমশাই জানালেন, এখানে বটগাছ নারায়ণ রূপী ৷ তাই সে পাত্র ৷ আর অশ্বত্থ লক্ষ্মীরূপী ৷ তাই সে পাত্রী ৷ দু'টি গাছের মধ্যে গাঁটছড়া বেঁধে বিয়ে দেওয়া হয়েছে ৷ বিয়ের পর একটি নির্দিষ্ট স্থানে এই দুটি গাছকে স্থাপন করা হবে ৷

নারায়ণ দাস জানিয়েছেন, আশেপাশে প্রচুর বাড়িঘর তৈরির জন্য গাছ কেটে ফেলা হচ্ছে ৷ মানুষজন কিছু না-জেনে বুঝেই গাছ কেটে ফেলছে ৷ এদিকে পৃথিবী উষ্ণ হচ্ছে ৷ বৃষ্টি হচ্ছে না ৷ এর জন্য দায়ী কিন্তু বৃক্ষ নিধন ৷ তাই মানুষের মধ্যে গাঁছ বাচানোর চেতনা জাগাতে তাঁর এই গাছেদের বিয়ের অনুষ্ঠান ৷ তাঁর কাছে গাছ মানুষের মতোই ৷ তাদের প্রাণ আছে ৷ তাই গাছ কাটা মানে তাকে মেরে ফেলা হয় ৷

গাছেদের বিয়েতে আমন্ত্রিত প্রতিবেশী বাবলি পাল জানালেন, এই ঘটনা একেবারে নতুন ৷ তাঁর খুব ভালো লাগছে ৷ নারায়ণ দাস এলাকার সবুজপ্রেমী ৷ তাঁর বাড়িতে এই উদ্যোগে তিনি খুবই আনন্দিত ৷ মানুষের কাছে তাঁরও বার্তা, গাছ লাগান, গাঁছ বাঁচান ৷ এদিন এই দুই গাছের মধ্যেই বিয়েতে শঙ্খধ্বনি, উলুধ্বনি, ঢাকের শব্দ কিছুই বাদ ছিল না। বিয়ের পর প্রতিবেশীদের মিষ্টিমুখও করিয়াছেন নারায়ণ দাস ৷

আরও পড়ুন: গাছ বাঁচাও পরিবেশ বাঁচাও, দোলে 'রাঙাও এ প্রকৃতি' অনুষ্ঠান ঝাড়গ্রামে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.