ETV Bharat / state

"আমার তৈরি মোমের মূর্তি জড়িয়ে ধরেছিলেন মারাদোনা", স্মৃতিচারণায় ভাস্কর সুশান্ত রায় - মারাদোনার মোমের মূর্তি

সুশান্তবাবুকে বলেন, "আমার তৈরি মূর্তি উন্মোচন হতেই মারাদোনা হতভম্ব হয়ে যায় । কিছুক্ষণ পর উচ্ছ্বসিত হয়ে তিনি মূর্তিকে জড়িয়ে ধরেন । হ্যান্ডশেক করেন এবং আমাকেও ধন্যবাদ জানান ।"

Maradona
নিজের মূর্তিকে জড়িয়ে ধরেছেন মারাদোনা
author img

By

Published : Nov 26, 2020, 3:54 PM IST

Updated : Nov 26, 2020, 5:34 PM IST

আসানসোল, 26 নভেম্বর : সুভাষ চক্রবর্তী ক্রীড়ামন্ত্রী থাকাকালীন ফুটবলের রাজপুত্র দিয়েগো মারাদোনা প্রথমবার কলকাতায় এসেছিলেন । যুবভারতী ক্রীড়াঙ্গনে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল । এবং সেই অনুষ্ঠানে মারাদোনাকে মোমের মূর্তি উপহার দিয়েছিলেন সুভাষ চক্রবর্তী । সেই মূর্তি বানানোর দায়িত্ব পড়েছিল আসানসোলের ভাস্কর সুশান্ত রায়ের উপর । তিনিও সেদিন ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন । সেদিন তা দেখে বিস্ময়ে সেই মূর্তি জড়িয়ে ধরেছিলেন মারাদোনা । তার স্মৃতিচারণ করলেন ভাস্কর সুশান্ত রায় ।

গতকাল হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন দিয়েগো মারাদোনা । তাঁর মৃত্যুতে মনখারাপ সারা বিশ্বের । মনখারাপ সুশান্তবাবুরও । মারাদোনা যেদিন কলকাতায় এসেছিলেন সেদিনের কথা তাঁর বারবার মনে পড়ছে । সেদিনের স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, "আমার তৈরি মূর্তি উন্মোচন হতেই মারাদোনা হতভম্ব হয়ে যায় । কিছুক্ষণ পর উচ্ছ্বসিত হয়ে তিনি মূর্তিকে জড়িয়ে ধরেন । হ্যান্ডশেক করেন এবং আমাকেও ধন্যবাদ জানান ।"

মন ভালো নেই সুশান্তবাবুরও । জানালেন, "তিনি একজন মহান মানুষ ছিলেন এবং তাঁর মূর্তি বানাতে পেরেছিলাম । এটাই আমার সৌভাগ্য । আজ মনের অবস্থা ভালো নেই । বড় কম বয়সে চলে গেলেন তিনি ।"

Maradona
মারাদোনার সঙ্গে ভাস্কর সুশান্ত রায়

সেইসঙ্গে তাঁর দাবি, আর কোথাও মারাদোনার মোমের মূর্তি নেই । তিনি বলেন, "ইংল্যান্ডের ওয়াক্স মিউজ়িয়াম মাদাম তুসোতে মারাদোনার মূর্তি রাখবে না । কারণ তাঁর "হ্যান্ড অফ গড" মেনে নিতে না পেরেই মারাদোনার মূর্তি তারা করবে না । একমাত্র আমি মারাদোনার মোমের মূর্তি বানিয়েছি ।" বর্তমানে সুশান্তবাবুর তৈরি মারাদোনার একটি মূর্তি রাজারহাটের ওয়াক্স মিউজ়িয়ামে রাখা রয়েছে ।

শুনে নিন ভাস্কর সুশান্ত রায়ের বক্তব্য

আসানসোল, 26 নভেম্বর : সুভাষ চক্রবর্তী ক্রীড়ামন্ত্রী থাকাকালীন ফুটবলের রাজপুত্র দিয়েগো মারাদোনা প্রথমবার কলকাতায় এসেছিলেন । যুবভারতী ক্রীড়াঙ্গনে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল । এবং সেই অনুষ্ঠানে মারাদোনাকে মোমের মূর্তি উপহার দিয়েছিলেন সুভাষ চক্রবর্তী । সেই মূর্তি বানানোর দায়িত্ব পড়েছিল আসানসোলের ভাস্কর সুশান্ত রায়ের উপর । তিনিও সেদিন ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন । সেদিন তা দেখে বিস্ময়ে সেই মূর্তি জড়িয়ে ধরেছিলেন মারাদোনা । তার স্মৃতিচারণ করলেন ভাস্কর সুশান্ত রায় ।

গতকাল হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন দিয়েগো মারাদোনা । তাঁর মৃত্যুতে মনখারাপ সারা বিশ্বের । মনখারাপ সুশান্তবাবুরও । মারাদোনা যেদিন কলকাতায় এসেছিলেন সেদিনের কথা তাঁর বারবার মনে পড়ছে । সেদিনের স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, "আমার তৈরি মূর্তি উন্মোচন হতেই মারাদোনা হতভম্ব হয়ে যায় । কিছুক্ষণ পর উচ্ছ্বসিত হয়ে তিনি মূর্তিকে জড়িয়ে ধরেন । হ্যান্ডশেক করেন এবং আমাকেও ধন্যবাদ জানান ।"

মন ভালো নেই সুশান্তবাবুরও । জানালেন, "তিনি একজন মহান মানুষ ছিলেন এবং তাঁর মূর্তি বানাতে পেরেছিলাম । এটাই আমার সৌভাগ্য । আজ মনের অবস্থা ভালো নেই । বড় কম বয়সে চলে গেলেন তিনি ।"

Maradona
মারাদোনার সঙ্গে ভাস্কর সুশান্ত রায়

সেইসঙ্গে তাঁর দাবি, আর কোথাও মারাদোনার মোমের মূর্তি নেই । তিনি বলেন, "ইংল্যান্ডের ওয়াক্স মিউজ়িয়াম মাদাম তুসোতে মারাদোনার মূর্তি রাখবে না । কারণ তাঁর "হ্যান্ড অফ গড" মেনে নিতে না পেরেই মারাদোনার মূর্তি তারা করবে না । একমাত্র আমি মারাদোনার মোমের মূর্তি বানিয়েছি ।" বর্তমানে সুশান্তবাবুর তৈরি মারাদোনার একটি মূর্তি রাজারহাটের ওয়াক্স মিউজ়িয়ামে রাখা রয়েছে ।

শুনে নিন ভাস্কর সুশান্ত রায়ের বক্তব্য
Last Updated : Nov 26, 2020, 5:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.