হিরাপুর, 23 জুলাই : জয়শ্রীরাম না বলায় এক যুবককে মারধরের অভিযোগ উঠল হিরাপুরের কালাঝরিয়ায় । অভিযোগ পেয়ে পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করতে গেলে তাদের উপর হামলা চালায় একদল যুবক । হামলায় জখম হয়েছেন দুই সিভিক ভলান্টিয়ার ও পুলিশের গাড়ির চালক ।
গতকাল দুপুরে এক ফেরিওয়ালা হিরাপুরের কালাঝরিয়া এলাকায় কাপড় ফেরি করতে গেছিলেন । অভিযোগ সেই সময় স্থানীয় চার যুবক তাঁকে ঘিরে ধরে "জয়শ্রীরাম" বলতে বলেন । জয়শ্রীরাম বলতে অস্বীকার করায় তাঁকে বেধড়ক মারধর করা হয় । স্থানীয় বাসিন্দারা ওই ফেরিওয়ালাকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে ভরতি করান ।
গতকাল দুপুরেই হিরাপুর থানায় অভিযোগ দায়ের করা হয় । অভিযোগ পেয়ে রাতে পুলিশ কালাঝরিয়া এলাকায় অভিযুক্তদের খোঁজে যায় । সেই সময় স্থানীয় কিছু যুবক পুলিশের উপরে হামলা চালায় ।
অন্যদিকে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে পালটা বিক্ষোভ শুরু হয় হিরাপুর থানায় । ক্রমশ পরিস্থিতি উতপ্ত হয়ে ওঠে । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে অবস্থানকারীদের হটিয়ে দেয় । পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে । কালাঝরিয়া থেকে প্রচুর মানুষ হিরাপুর থানার সামনে জমায়েত করে । খবর পেয়ে হিরাপুর থানায় আসেন আসানসোল দুর্গাপুর পুলিশের ADC পশ্চিম অনমিত্র দাস । নামে কমব্যাট ফোর্স, RAF । থানা চত্বরের পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও কালাঝরিয়া থমথমে ।