দুর্গাপুর , 11 ফেব্রুয়ারি : পরিবর্তন হল মুখ্যমন্ত্রীর দুর্গাপুরের সফরসূচি । পুরোনো সূচি অনুযায়ী একদিনের সফর ছিল । কিন্তু আরও একদিন দুর্গাপুরে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আগামীকালের জনসভা থেকে সাধারণ মানুষকে দিয়ে নাগরিকত্ব সংশোধনী আইন ও জাতীয় নাগরিকপঞ্জির বিরুদ্ধে শপথবাক্যও তৃণমূল নেত্রী পাঠ করাবেন বলে জানা গেছে ।
আগামীকার দুর্গাপুর ভিড়িঙ্গি মোড় থেকে স্টিল মার্কেট পর্যন্ত CAA ও NRC বিরোধী প্রতিবাদ মিছিল করবেন মুখ্যমন্ত্রী । সেখানে একটি সভা করবেন । বৃহস্পতিবার সিটিসেন্টারের 'সৃজনী'-তে প্রশাসনিক বৈঠক করে ওইদিন বিকেলেই দুর্গাপুর থেকে কলকাতার উদ্দেশে রওনা দেবেন । বুধবার রাত্রিযাপন করবেন রাজ্য সরকারের তাপবিদ্যুৎ কারখানা DPL-র অতিথিশালায় । দুর্গাপুরে মুখ্যমন্ত্রীর দুদিনের এই সফরকে ঘিরে চূড়ান্ত প্রস্তুতি চলছে ।
বাঁকুড়া জেলায় প্রশাসনিক বৈঠক সেরে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় কাল দুপুর 2টো নাগাদ কপ্টারে চড়ে সিটিসেন্টারের ভগত সিং ক্রীড়াঙ্গনে নামবেন । তারপর সড়কপথে আসবেন ভিড়িঙ্গি মোড় । সেখানে তৈরি থাকবে প্রতিবাদ মঞ্চ । CAA,NRC,NPR-এ রাজ্যে লাগুর বিরুদ্ধে তিনি উপস্থিত জনতাকে শপথ বাক্য পাঠ করাবেন । এরপর ভিড়িঙ্গি মোড় থেকে বেনাচিতি বাজারে আনন্দগোপাল সরনির প্রায় 4.5 কিলোমিটার রাস্তা প্রতিবাদ মিছিল করবেন । স্টিলমার্কেটে এই মিছিল শেষ করে সেখানে তৈরি থাকা মঞ্চে মুখ্যমন্ত্রী বক্তব্য পেশ করবেন । এরপর সড়কপথে মুখ্যমন্ত্রী DPL-র অতিথিশালায় পৌঁছাবেন । সেখানেই রাত্রিবাস করবেন তিনি । বৃহস্পতিবার দুপুর 1টা নাগাদ মুখ্যমন্ত্রী সড়কপথে সিটিসেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে প্রশাসনিক বৈঠক করবেন । তা শেষ করে তিনি আবার ভগৎ সিং ক্রীড়াঙ্গনে থাকা কপ্টারে চড়ে রওনা দেবেন ।
যেহেতু 2016- র বিধানসভা এবং গত লোকসভা নির্বাচনেও শিল্পশহর দুর্গাপুরের সিংহভাগ ভোটারের ভোট বিরোধীদের ঝুলিতে গেছে তাই মুখ্যমন্ত্রী নিজে দুর্গাপুরে পদযাত্রা করার ইচ্ছে প্রকাশ করেছেন । দুর্গাপুর মুখ্যমন্ত্রীর খুব প্রিয় জায়গা, একথা সরাসরি তিনি না বললেও রেলমন্ত্রী থাকাকালীন দক্ষিণবঙ্গের জেলা সফরে তিনি দুর্গাপুরেই রাত্রিবাস করছেন । রাজ্যের বিরোধী নেত্রী ও মুখ্যমন্ত্রী থাকাকালীন বহুবার তিনি দুর্গাপুর ইস্পাত কারখানার অতিথিশালাতেই থেকেছেন ৷ কিন্তু 2016- র বিধানসভা নির্বাচনে দুর্গাপুর পূর্ব ও পশ্চিম এই দুটি আসনেই বিরোধী বাম-কংগ্রেস জোটের প্রার্থীরা জয়লাভ করায় মুখ্যমন্ত্রী দীর্ঘদিন আর দুর্গাপুরে আসেননি । এরপরে গত লোকসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী দুর্গাপুরে জনসভা ও এই একই পথে পদযাত্রা করলেও দুর্গাপুরের মানুষ ঘাসফুলের দিকে ঝোঁকেননি । এবার আবার মুখ্যমন্ত্রী আসছেন দুর্গাপুরে দু'দিনের সফরে । তাই এই দু'দিনের সফরে মুখ্যমন্ত্রী শিল্পশহরবাসীকে কী বার্তা দেন সেটাই দেখার ।