ETV Bharat / state

Mamata on CBI Summons: দুর্গাপুরে প্রশাসনিক বৈঠক থেকে সিবিআই-কে তোপ দাগলেন মমতা

সিবিআই 'হ জ ব র ল' করছে ৷ দুর্গাপুরের প্রশাসনিক বৈঠক থেকে সিবিআইয়ের বিরুদ্ধে তোপ দাগলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee on CBI Summons at Administrative Meeting)।

Mamata Banerjee
সিবিআইয়ের বিরুদ্ধে তোপ দাগলেন রাজ্যের মুখ্যমন্ত্রী
author img

By

Published : Jun 29, 2022, 8:01 PM IST

দুর্গাপুর, 29 জুন: গরিব টোটোচালক থেকে সাংবাদিক, ভোট-পরবর্তী হিংসা মামলায় একের পর এক ব্যক্তিকে ডেকে পাঠাচ্ছে সিবিআই । বাদ পড়েননি নামজাদা চিকিৎসকও ৷ তার বিরুদ্ধেই এবার গর্জে উঠলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ৷ বুধবারের প্রশাসনিক বৈঠক থেকে মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেন, "বারে-বারে ডেকে হেনস্থা করা হচ্ছে ৷ তৃণমূলের বিধায়ক, পঞ্চায়েত সদস্যদেরও হেনস্থা করছে সিবিআই । একটা কেসে একহাজার লোককে ডাকা হচ্ছে (Mamata Banerjee on CBI Summons at Administrative Meeting) ।"

সিবিআই-এর তরফে ভোট-পরবর্তী হিংসা মামলায় রাজনৈতিক নেতা-কর্মীদের পাশাপাশি বহু সাধারণ মানুষকেও তলব করা হয় দুর্গাপুরের সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে । কেতুগ্রাম 1 নম্বর ব্লকের টোটো চালান অজয় দাস ৷ এলাকার রাস্তার সমস্যা নিয়ে বীরভূম জেলা তৃণমূল-কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডলকে ফোন করেছিলেন তিনি । তাঁকেও ডেকে পাঠানো হয়েছে । দুর্গাপুরে সিবিআই দফতরে হাজিরা দিয়ে বেরোনোর পর সংবাদমাধ্যমের সামনে কান্নায় ভেঙে পড়েছিলেন তিনি । এনিয়ে সোমবার দুর্গাপুরের প্রশাসনিক বৈঠক থেকে উষ্মা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী ।

সিবিআইয়ের বিরুদ্ধে তোপ দাগলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

আরও পড়ুুন : অনুব্রতকে ফোন করে বিপত্তি! সিবিআই জেরার মুখে ক্ষুদ্র চাষি, টোটোচালক

প্রসঙ্গত, দুর্গাপুরের এনআইটি-তে অস্থায়ী শিবির রয়েছে সিবিআইয়ের ৷ গত 16 জুন সেখানে হাজিরা দেন অজয় দাস নামে ওই টোটোচালক ৷ তাঁর এলাকায় একটি রাস্তার হাল দীর্ঘদিন ধরেই খারাপ ৷ সেই রাস্তা দিয়ে টোটো চালালে গাড়ির কল-কবজা বিগড়ে যায় ৷ তাই অনুব্রত মণ্ডলকে ফোন করে রাস্তা সারাইয়ের আবেদন জানিয়েছিলেন ৷ ফলে তাঁর মোবাইল নম্বর অনুব্রতর কললিস্টে থেকে যায় ৷ সেই থেকেই বিপত্তি ৷ অজয় দাসের সাফ কথা, তাঁকে তৃণমূলের কোনও নেতা পাত্তাও দেন না ৷ অথচ, ভোট-পরবর্তী হিংসার মতো ভয়াবহ অভিযোগে তাঁর নাম জড়ানো হচ্ছে ! অনুব্রতকে ফোন করাতেই তাঁর এই বিপত্তি বলে জানিয়েছেন অজয় ৷

দুর্গাপুর, 29 জুন: গরিব টোটোচালক থেকে সাংবাদিক, ভোট-পরবর্তী হিংসা মামলায় একের পর এক ব্যক্তিকে ডেকে পাঠাচ্ছে সিবিআই । বাদ পড়েননি নামজাদা চিকিৎসকও ৷ তার বিরুদ্ধেই এবার গর্জে উঠলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ৷ বুধবারের প্রশাসনিক বৈঠক থেকে মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেন, "বারে-বারে ডেকে হেনস্থা করা হচ্ছে ৷ তৃণমূলের বিধায়ক, পঞ্চায়েত সদস্যদেরও হেনস্থা করছে সিবিআই । একটা কেসে একহাজার লোককে ডাকা হচ্ছে (Mamata Banerjee on CBI Summons at Administrative Meeting) ।"

সিবিআই-এর তরফে ভোট-পরবর্তী হিংসা মামলায় রাজনৈতিক নেতা-কর্মীদের পাশাপাশি বহু সাধারণ মানুষকেও তলব করা হয় দুর্গাপুরের সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে । কেতুগ্রাম 1 নম্বর ব্লকের টোটো চালান অজয় দাস ৷ এলাকার রাস্তার সমস্যা নিয়ে বীরভূম জেলা তৃণমূল-কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডলকে ফোন করেছিলেন তিনি । তাঁকেও ডেকে পাঠানো হয়েছে । দুর্গাপুরে সিবিআই দফতরে হাজিরা দিয়ে বেরোনোর পর সংবাদমাধ্যমের সামনে কান্নায় ভেঙে পড়েছিলেন তিনি । এনিয়ে সোমবার দুর্গাপুরের প্রশাসনিক বৈঠক থেকে উষ্মা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী ।

সিবিআইয়ের বিরুদ্ধে তোপ দাগলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

আরও পড়ুুন : অনুব্রতকে ফোন করে বিপত্তি! সিবিআই জেরার মুখে ক্ষুদ্র চাষি, টোটোচালক

প্রসঙ্গত, দুর্গাপুরের এনআইটি-তে অস্থায়ী শিবির রয়েছে সিবিআইয়ের ৷ গত 16 জুন সেখানে হাজিরা দেন অজয় দাস নামে ওই টোটোচালক ৷ তাঁর এলাকায় একটি রাস্তার হাল দীর্ঘদিন ধরেই খারাপ ৷ সেই রাস্তা দিয়ে টোটো চালালে গাড়ির কল-কবজা বিগড়ে যায় ৷ তাই অনুব্রত মণ্ডলকে ফোন করে রাস্তা সারাইয়ের আবেদন জানিয়েছিলেন ৷ ফলে তাঁর মোবাইল নম্বর অনুব্রতর কললিস্টে থেকে যায় ৷ সেই থেকেই বিপত্তি ৷ অজয় দাসের সাফ কথা, তাঁকে তৃণমূলের কোনও নেতা পাত্তাও দেন না ৷ অথচ, ভোট-পরবর্তী হিংসার মতো ভয়াবহ অভিযোগে তাঁর নাম জড়ানো হচ্ছে ! অনুব্রতকে ফোন করাতেই তাঁর এই বিপত্তি বলে জানিয়েছেন অজয় ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.