দুর্গাপুর, 12 নভেম্বর: ভোটের সময় কেন্দ্র এবং বিজেপি'র রাজ্যে নেতৃত্ব নাগরিকত্ব দেওয়ার নাম করে ভোট আদায় করে ৷ কিন্তু সংশোধিত নাগরিকত্ব আইন আজও কার্যকর করতে পারেনি তারা । নাগরিকত্ব দিতে পারছে না কেন্দ্র, আর এই নিয়ে দেশকে ভুল পথে চালিত করছে বিজেপি ৷ শনিবার এই অভিযোগ করেছেন, সর্বভারতীয় মতুয়া মহাসংঘের সংঘাতিপতি মমতাবালা ঠাকুর (Mamata Bala Thakur criticises BJP on citizenship issue) ।
এদিন মমতাবালা আশা প্রকাশ করেছেন, পঞ্চায়েত নির্বাচনেও মতুয়া সম্প্রদায় তৃণমূলের পাশেই থাকবে (Mamata Bala Thakur on Matua Votes) । কাঁকসার গোপালপুরে 'অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ'-এর দু'দিনব্যাপী সম্মেলনে যোগ দেন তিনি (Mamata Bala Thakur)৷ এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই বর্ধমান জেলা ও পার্শ্ববর্তী জেলার মতুয়া মহাসংঘের সদস্যরা ।
আরও পড়ুন: মন্ত্রী অখিল গিরির অপসারণের দাবি, রাজ্যপালের দ্বারস্থ হবেন শুভেন্দুরা
পঞ্চায়েত নির্বাচনে মতুয়া সম্প্রদায়ের মানুষ কোন পথে এগোবেন সেই বিষয় নিয়ে বলতে গিয়ে মমতাবালা ঠাকুর এদিন বলেন, "বিজেপি'র নাগরিকত্বের প্রলোভনে মতুয়া সম্প্রদায় আর পা দেবে না । ওরা মতুয়া সম্প্রদায়ের মানুষদের নিয়ে রাজনীতি করছে ।" তিনি বলেন, "প্রধানমন্ত্রী রাজ্যে অনেকবার এসেছেন । কিন্তু ঠাকুরবাড়ির জন্য তিনি কিছুই করেননি । কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় মতুয়া সম্প্রদায়ের মানুষের পাশে থেকেছেন ।"