আসানসোল, 1 অক্টোবর : আসানসোলের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখলেন রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতরের মন্ত্রী জাভেদ খান। তাঁর সঙ্গে ছিলেন আসানসোল উত্তর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের পুর্তমন্ত্রী মলয় ঘটক। এলাকা পরিদর্শনের আগে আসানসোলে এডিডিএ গেস্ট হাউসে একটি উচ্চপর্যায়ের বৈঠক করেন রাজ্যের দুই মন্ত্রী। ছিলেন জেলাশাসক অরুণ প্রসাদ, পৌর কমিশনার নীতিন সিংঘানিয়া, পৌরনিগমের মুখ্য প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায়-সহ অনান্য প্রশাসনিক কর্তারা। বৈঠকের মাঝে মলয় ঘটক জানান, ডিভিসির জল ছাড়ার জন্যই এই ঘটনা ঘটেছে।
বৈঠকে মলয় ঘটক জানান, ডিভিসির জল ছাড়ার জন্যই এই ঘটনা ঘটেছে। গতকাল বৃষ্টির সময় এক লক্ষ কিউসেকের উপর জল ছেড়েছে। আজও দেড় লক্ষ কিউসেক জল ছাড়া হবে। জাভেদ খান জানান, মুখ্যমন্ত্রী নিজে বিষয়টি নিয়ে কথা বলেছেন। যদিও ডিভিসির পক্ষ থেকে জানানো হয়েছে, জল ছাড়ার জন্য যে নির্দিষ্ট কমিটি সিদ্ধান্ত নেয়, তাতে রাজ্যেরও প্রতিনিধি রয়েছে। সুতরাং রাজ্যের পক্ষে বিষয়টি না-জানার কথা নয় ৷
আরও পড়ুন : ভুল বানানের বোর্ড পাল্টে ফেলল আসানসোল পৌরনিগম
নিম্নচাপের বৃষ্টিতে এমনিতেই জলমগ্ন আসানসোল শহর। টানা কয়েকদিন জল জমে থাকার জেরে কাল্লা সেতুর নিম্নাংশে রাস্তায় ধস নেমেছে। পাশাপাশি ডিভিসি জল ছাড়ায় আসানসোলের বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে ৷ এর ফলে বারাবনি, জামুড়িয়ার বিস্তীর্ণ অঞ্চলের গ্রামগুলির মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। ফলে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন স্থানীয় বাসিন্দারা।