আসানসোল, 8 জুন : বিক্রি করে দেওয়া হচ্ছে আসানসোল বাজারের জানকী দেবী ধর্মশালা ৷ এই খবরে গত দু-তিন দিন ধরে আসানসোলে উত্তেজনা ছড়িয়ে পড়েছিল । আজ সকাল থেকেই সেখানে ব্যবসায়ী ও স্থানীয় মানুষেরা ভিড় জমান । খবর পেয়ে ওই এলাকায় যান রাজ্যের মন্ত্রী মলয় ঘটক । কোনওভাবেই বিক্রি করা হবে না ধর্মশালা বলে আসানসোলবাসীকে আশ্বাস দেন তিনি ৷
আসানসোল বাজারের একটি প্রাচীন ধর্মশালা জানকী দেবী কেডিয়া ধর্মশালা । ১৯৪৮ সালে এই ধর্মশালার প্রতিষ্ঠা । তারপর থেকেই স্থানীয়দের যেকোনও অনুষ্ঠানে ব্যবহার করা হতো এই ধর্মশালাটিকে ৷ বিশেষ করে এলাকার দরিদ্র মানুষদের বিয়ে, ধর্মীয় ও অন্যান্য অনুষ্ঠান, থাকার জায়গা হিসেবে কাজে লাগতো এটি । প্রথমে এক ব্যবসায়ীর উদ্যোগে ধর্মশালাটি তৈরি হলেও পরবর্তীকালে আসানসোলের ব্যবসায়ী এবং বাজার এলাকার বাসিন্দাদের নিজস্ব সম্পত্তি হয়ে যায় এই ধর্মশালা । গত তিনদিন ধরে ওই ধর্মশালাটি বিক্রি করা হবে বলে গুজব ছড়ায় ৷ সংশ্লিষ্ট পরিবারের সদস্যরা ধর্মশালাটি বিক্রি করার পরিকল্পনা করছিল ৷ যদিও ওই পরিবারের তরফে কারও কোনও বক্তব্য পাওয়া যায়নি ।
অন্যদিকে এই খবর আসানসোল বাজার এলাকায় ছড়িয়ে পড়তেই ব্যবসায়ী এবং স্থানীয় মানুষজন বিক্ষোভে ফেটে পড়েন ৷ গতকাল থেকে ধর্মশালার বাইরে দফায় দফায় ধর্না, অবস্থান শুরু হয় । আজ সকাল থেকেও ব্যবসায়ী এবং স্থানীয় মানুষজন অবস্থান করেন । ঘটনাস্থানে পৌঁছান এলাকার কাউন্সিলর উমা শরাফ । খবর পেয়ে যান সেখানে রাজ্যের মন্ত্রী মলয় ঘটকও । তিনি বলেন, "এই ধর্মশালা অনেক প্রাচীন ৷ কোনওভাবেই এই ধর্মশালাকে বিক্রি হতে দেব না ।" মন্ত্রীর আশ্বাস পেয়ে খুশি এলাকার মানুষজন ৷ তবে এর স্থায়ী সমাধানের জন্য স্থানীয় বাসিন্দারা ধর্মশালাকে ঘিরে একটি ট্রাস্টি বোর্ড করার প্রস্তাব দিয়েছে ।