ETV Bharat / state

Madan Mitra: নিজেকে হনুমানের মত শক্তিশালী বলে তুলনা মদনের - নিজেকে হনুমানের সঙ্গে তুলনা মদনের

শনিবার দুর্গাপুরে এক অনুষ্ঠানে যোগ দেন মদন মিত্র ৷ সেখানে তিনি নিজেকে হনুমানের সঙ্গে তুলনা করেন (Madan Mitra at Durgapur) ৷

Etv Bharat
মদন মিত্র
author img

By

Published : Mar 25, 2023, 11:05 PM IST

মদন মিত্রের বক্তব্য

দুর্গাপুর, 25 মার্চ: "23 মাস ধরে কেস চলার পর চার্জশিটে লেখা থাকে বাহুবলী, প্রভাবশালী, শক্তিশালী, কিন্তু চার্জশিটে আমি চোর নই । আমি গন্ধমদন পাহাড় তুলতে পারি ৷" এভাবেই নিজেকে হনুমানের সঙ্গে তুলনা করলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র ৷ শনিবার সন্ধ্যায় তিনি দুর্গাপুর থেকে বিরোধীদেরও নিশানা করেন (Madan Mitra comments) ৷

তবে নিয়োগ দুর্নীতি নিয়ে এদিন মদন মিত্রকে প্রশ্ন করা হলে তিনি তা সুকৌশলে এড়িয়ে যান ৷ দুর্গাপুর সিটি সেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে এদিন সংবাদমাধ্যমের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার পর পড়ুয়াদের আবদারে সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিয়ে 'দে দে পাল তুলে দে' গান করে মঞ্চও মাতালেন মদন মিত্র ।

অনুব্রত মণ্ডলহীন বীরভূম জেলার সংগঠনের দায়িত্ব যদি তাঁকে দেওয়া হয় তাহলে বীরভূমে সাংগঠনিক কাজকর্ম দেখভালের দায়িত্ব তিনি নিতে পারেন বলে কয়েকদিন আগেই সংবাদমাধ্যমের সামনে দাবি করেছিলেন তৃণমূল কংগ্রেসের এই বিধায়ক । কিন্তু সদ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় নেতৃত্ব এবং বীরভূম জেলার নেতৃত্বের সঙ্গে বৈঠক করার পর অনুব্রত মণ্ডলকেই জেলা সভাপতি পদে বহাল রাখার সিদ্ধান্ত নেন ৷ একই সঙ্গে নতুন করে বেশ কয়েকজন নেতাকে বীরভূম জেলার সাংগঠনিক কাজকর্ম দেখভালের দায়িত্ব দেন তৃণমূল নেত্রী ।

মন্ত্রী মলয় ঘটক, ফিরহাদ হাকিম এবং পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীকে বীরভূম জেলার সাংগঠনিক কাজকর্ম দেখভালের কথা বলেন খোদ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । পাশাপাশি মুখ্যমন্ত্রী বীরভূম জেলার সাংগঠনিক কাজকর্ম নিজে দেখবেন বলেও জানিয়ে দিয়েছেন । মদন মিত্র এই প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলেন,"দল দায়িত্ব দিলে খুশি হতাম, তবে দল দায়িত্ব দেয়নি বলে আমি অখুশিও নই। দল মনে করেনি তাই আমাকে দায়িত্ব দেয়নি । "

আরও পড়ুন: তিহাড় থেকে আসানসোল সংশোধনাগারে ফিরতে চেয়ে আদালতে অনুব্রত

দলের নির্দেশ মেনে তিনি বিতর্কিত কোনও রাজনৈতিক প্রসঙ্গে মুখ খুলবেন না বলেও জানান । দলের পক্ষ থেকে বলা হয়েছে সবাই যাতে মুখ না খোলেন, তাই তিনি বিতর্কিত কোনও রাজনৈতিক মন্তব্য করবেন বলে জানান কামারহাটির বিধায়ক ৷ তবে এদিন দুর্গাপুরের সিটি সেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে যে অনুষ্ঠানে এসেছিলেন মদন মিত্র সেই অনুষ্ঠানে ঢোকার আগে তিনি ঢুকে পড়েছিলেন দুর্গাপুরের মাইকেল মধুসূদন মেমোরিয়াল কলেজের ছাত্র সংগঠনের একটি অনুষ্ঠানে । সেখানে গান গেয়ে মঞ্চ মাতাতে দেখা গেল তাঁকে ৷

মদন মিত্রের বক্তব্য

দুর্গাপুর, 25 মার্চ: "23 মাস ধরে কেস চলার পর চার্জশিটে লেখা থাকে বাহুবলী, প্রভাবশালী, শক্তিশালী, কিন্তু চার্জশিটে আমি চোর নই । আমি গন্ধমদন পাহাড় তুলতে পারি ৷" এভাবেই নিজেকে হনুমানের সঙ্গে তুলনা করলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র ৷ শনিবার সন্ধ্যায় তিনি দুর্গাপুর থেকে বিরোধীদেরও নিশানা করেন (Madan Mitra comments) ৷

তবে নিয়োগ দুর্নীতি নিয়ে এদিন মদন মিত্রকে প্রশ্ন করা হলে তিনি তা সুকৌশলে এড়িয়ে যান ৷ দুর্গাপুর সিটি সেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে এদিন সংবাদমাধ্যমের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার পর পড়ুয়াদের আবদারে সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিয়ে 'দে দে পাল তুলে দে' গান করে মঞ্চও মাতালেন মদন মিত্র ।

অনুব্রত মণ্ডলহীন বীরভূম জেলার সংগঠনের দায়িত্ব যদি তাঁকে দেওয়া হয় তাহলে বীরভূমে সাংগঠনিক কাজকর্ম দেখভালের দায়িত্ব তিনি নিতে পারেন বলে কয়েকদিন আগেই সংবাদমাধ্যমের সামনে দাবি করেছিলেন তৃণমূল কংগ্রেসের এই বিধায়ক । কিন্তু সদ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় নেতৃত্ব এবং বীরভূম জেলার নেতৃত্বের সঙ্গে বৈঠক করার পর অনুব্রত মণ্ডলকেই জেলা সভাপতি পদে বহাল রাখার সিদ্ধান্ত নেন ৷ একই সঙ্গে নতুন করে বেশ কয়েকজন নেতাকে বীরভূম জেলার সাংগঠনিক কাজকর্ম দেখভালের দায়িত্ব দেন তৃণমূল নেত্রী ।

মন্ত্রী মলয় ঘটক, ফিরহাদ হাকিম এবং পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীকে বীরভূম জেলার সাংগঠনিক কাজকর্ম দেখভালের কথা বলেন খোদ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । পাশাপাশি মুখ্যমন্ত্রী বীরভূম জেলার সাংগঠনিক কাজকর্ম নিজে দেখবেন বলেও জানিয়ে দিয়েছেন । মদন মিত্র এই প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলেন,"দল দায়িত্ব দিলে খুশি হতাম, তবে দল দায়িত্ব দেয়নি বলে আমি অখুশিও নই। দল মনে করেনি তাই আমাকে দায়িত্ব দেয়নি । "

আরও পড়ুন: তিহাড় থেকে আসানসোল সংশোধনাগারে ফিরতে চেয়ে আদালতে অনুব্রত

দলের নির্দেশ মেনে তিনি বিতর্কিত কোনও রাজনৈতিক প্রসঙ্গে মুখ খুলবেন না বলেও জানান । দলের পক্ষ থেকে বলা হয়েছে সবাই যাতে মুখ না খোলেন, তাই তিনি বিতর্কিত কোনও রাজনৈতিক মন্তব্য করবেন বলে জানান কামারহাটির বিধায়ক ৷ তবে এদিন দুর্গাপুরের সিটি সেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে যে অনুষ্ঠানে এসেছিলেন মদন মিত্র সেই অনুষ্ঠানে ঢোকার আগে তিনি ঢুকে পড়েছিলেন দুর্গাপুরের মাইকেল মধুসূদন মেমোরিয়াল কলেজের ছাত্র সংগঠনের একটি অনুষ্ঠানে । সেখানে গান গেয়ে মঞ্চ মাতাতে দেখা গেল তাঁকে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.