ETV Bharat / state

Hunger Strike for Ghatal Master Plan: কেন্দ্র-রাজ্যের বঞ্চনার প্রতিবাদ ! ঘাটাল মাস্টারপ্ল্যানে অর্থ বরাদ্দের দাবিতে গণ-অনশনে স্থানীয়রা

'কেন্দ্র ও রাজ্যের বিরুদ্ধে বঞ্চনা'র প্রতিবাদে ও ঘাটাল মাস্টারপ্ল্যানে অর্থ বরাদ্দের দাবিতে গণ-অনশনে (Hunger Strike for Ghatal Master Plan) বসলেন স্থানীয় মানুষ ও ঘাটাল মাস্টারপ্ল্যান রূপায়ণ কমিটির সদস্যরা ।

Hunger Strike
গণ-অনশন
author img

By

Published : Mar 28, 2023, 3:17 PM IST

Updated : Mar 28, 2023, 8:13 PM IST

ঘাটাল মাস্টারপ্ল্যানে অর্থ বরাদ্দের দাবিতে গণ-অনশন

ঘাটাল, 28 মার্চ: হয়েও হয়ে উঠল না । বাম শাসন কেটেছে 34 বছর ৷ 12 বছর কেটেছে তৃণমূল সরকারের রাজত্ব । আজও জট খোলেনি ঘাটাল মাস্টারপ্ল্যানের (Hunger Strike for Ghatal Master Plan)। অবশেষে অনশনে শামিল হলেন এলাকার মানুষ-সহ ঘাটাল মাস্টারপ্ল্যান রূপায়ণ কমিটির সদস্যরা । দাবি পূরণ না হলে জঙ্গি আন্দোলন শুরু হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা ।

প্রতিবছরই জলে ডুবে যায় ঘাটাল আর তাতে সমস্যায় পড়েন এখানকার মানুষজন (West Midnapore News)। ফি বছর এই বন্যার জলে প্লাবিত হওয়া থেকে মুক্তি পেতে দীর্ঘদিনের দাবি ঘাটাল মাস্টারপ্ল্যান রূপায়ণ হবে হবে করেও হয়ে ওঠেনি আজ পর্যন্ত । তাই শেষ পর্যন্ত ঘাটাল মাস্টারপ্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির উদ্যোগে ঘাটাল মাস্টারপ্ল্যানে অর্থ বরাদ্দের দাবি তুলে ঘাটাল কলেজ মোড় এলাকায় গণ অনশন (Mass Hunger Strike) শুরু করলেন ঘাটাল মাস্টারপ্ল্যান সংগ্রাম রূপায়ণ কমিটির সদস্যরা ও এলাকার বানভাসি মানুষ ।

ফি বছর বর্ষা এলেই বন্যায় প্লাবিত হয় ঘাটাল-সহ দাসপুর, কেশপুর, সবং, পিংলা, ডেবরার বিস্তীর্ণ এলাকা । গৃহবন্দি হন লক্ষ লক্ষ মানুষ, বিচ্ছিন্ন হয় যোগাযোগ ব্যবস্থা । বানভাসি মানুষদের বন্যা থেকে বাঁচাতে 1982 সালে ঘাটাল মাস্টারপ্ল্যানের শিলান্যাস করেন তৎকালীন বামফ্রন্ট সরকারের সেচমন্ত্রী প্রভাস রায় । কয়েক দশক কেটে গেলেও এখনও মাস্টারপ্ল্যানের বিষয়ে কোনও কার্যকরী পদক্ষেপ করা হয়নি । কেন্দ্র ও রাজ্যের পক্ষ থেকে মাস্টারপ্ল্যানের জন্য কোনও অর্থ বরাদ্দ না করায় ঘাটাল মাস্টারপ্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটি নানাভাবে পথে নামে এবং প্রতিবাদ জানায় ।

2014 সালে ঘাটাল লোকসভায় তৃণমূল থেকে সাংসদ হিসেবে জয়ী হন দীপক অধিকারী ওরফে দেব । দেব সাংসদ হওয়ার পরেই ঘাটালে এসে ঘাটাল মাস্টারপ্ল্যান বাস্তবায়িত করার প্রতিশ্রুতি দেন । ভোটের আগে বারবার তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন ৷ এরপর যেই কী সেই । ফের 2019 সালে লোকসভা নির্বাচনের আগে আবারও তিনি প্রতিশ্রুতি দেন, ওই কেন্দ্রে জিতলে ঘাটাল মাস্টারপ্ল্যান কার্যকর করা হবে ৷ কিন্তু তার পরও কিছু হয়নি ৷

আরও পড়ুন: ক্লিয়ারেন্স দিচ্ছে না কেন্দ্র, ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে তোপ মমতার

2019 সালে লোকসভার আসনে জেতার পর কেটে গিয়েছে চার বছর । তিনি প্রতিবার ঘাটালে এলেই প্রতিশ্রুতি দিয়ে যান এবং এ ব্যাপারে অভিযোগের আঙুল তোলেন কেন্দ্রীয় সরকারের দিকে ৷ আবার বর্ষাকাল আসছে ৷ কিন্তু এখনও জট কাটেনি ঘাটাল মাস্টারপ্ল্যানের । তাই ঘাটাল মাস্টারপ্ল্যানে অর্থ বরাদ্দের দাবি তুলে ঘাটাল কলেজ মোড় এলাকায় ঘাটাল-পাঁশকুড়া রাজ্য সড়কের ধারে মঙ্গলবার সকাল থেকে অনশনে বসেছেন শতাধিক মানুষ ।

অনশনকারীদের দাবি, অবিলম্বে কেন্দ্র এবং রাজ্য সরকারকে ঘাটাল মাস্টারপ্ল্যান রূপায়ণের জন্য অর্থ বরাদ্দ করতে হবে । অনশন মঞ্চে উপস্থিত ছিলেন ঘাটাল মাস্টারপ্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির যুগ্ম সম্পাদক দেবাশিস মাইতি ও নারায়ণচন্দ্র নায়েক, সভাপতি বিকাশচন্দ্র হাজরা-সহ নানা নেতৃত্ব ও এলাকার বানভাসি মানুষ ।

কমিটির সম্পাদক নারায়ণ চন্দ্র নায়েক বলেন, দীর্ঘ জটে ঘাটাল মাস্টারপ্ল্যান । আশা করেছিলাম, এ বারের বাজেটে ঘাটাল মাস্টারপ্ল্যানের জন্য অর্থ বরাদ্দ করবে কেন্দ্র ও রাজ্য সরকার । কিন্তু সব আশায় জল ঢেলে দিয়েছে । আমরা এখানে ডুবে মরে যাই, তা নিয়ে কারওই ভাবনাচিন্তা ও হেলদোল নেই । তাই আমরা আজ অনশন শুরু করেছি । এরপর জঙ্গি আন্দোলনে নামব ।"

উল্লেখ্য, দীর্ঘ পরিকল্পনা করা সত্ত্বেও কোন জটে আটকে রয়েছে ঘাটাল মাস্টারপ্ল্যানের টাকা, তা নিয়ে উত্তর নেই কারও কাছে । রাজ্যের শাসক দল তৃণমূল যেমন অভিযোগ তুলছে কেন্দ্রের দিকে, অপরদিকে কেন্দ্র অভিযোগ তুলেছে শাসক দলের দিকে ৷

ঘাটাল মাস্টারপ্ল্যানে অর্থ বরাদ্দের দাবিতে গণ-অনশন

ঘাটাল, 28 মার্চ: হয়েও হয়ে উঠল না । বাম শাসন কেটেছে 34 বছর ৷ 12 বছর কেটেছে তৃণমূল সরকারের রাজত্ব । আজও জট খোলেনি ঘাটাল মাস্টারপ্ল্যানের (Hunger Strike for Ghatal Master Plan)। অবশেষে অনশনে শামিল হলেন এলাকার মানুষ-সহ ঘাটাল মাস্টারপ্ল্যান রূপায়ণ কমিটির সদস্যরা । দাবি পূরণ না হলে জঙ্গি আন্দোলন শুরু হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা ।

প্রতিবছরই জলে ডুবে যায় ঘাটাল আর তাতে সমস্যায় পড়েন এখানকার মানুষজন (West Midnapore News)। ফি বছর এই বন্যার জলে প্লাবিত হওয়া থেকে মুক্তি পেতে দীর্ঘদিনের দাবি ঘাটাল মাস্টারপ্ল্যান রূপায়ণ হবে হবে করেও হয়ে ওঠেনি আজ পর্যন্ত । তাই শেষ পর্যন্ত ঘাটাল মাস্টারপ্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির উদ্যোগে ঘাটাল মাস্টারপ্ল্যানে অর্থ বরাদ্দের দাবি তুলে ঘাটাল কলেজ মোড় এলাকায় গণ অনশন (Mass Hunger Strike) শুরু করলেন ঘাটাল মাস্টারপ্ল্যান সংগ্রাম রূপায়ণ কমিটির সদস্যরা ও এলাকার বানভাসি মানুষ ।

ফি বছর বর্ষা এলেই বন্যায় প্লাবিত হয় ঘাটাল-সহ দাসপুর, কেশপুর, সবং, পিংলা, ডেবরার বিস্তীর্ণ এলাকা । গৃহবন্দি হন লক্ষ লক্ষ মানুষ, বিচ্ছিন্ন হয় যোগাযোগ ব্যবস্থা । বানভাসি মানুষদের বন্যা থেকে বাঁচাতে 1982 সালে ঘাটাল মাস্টারপ্ল্যানের শিলান্যাস করেন তৎকালীন বামফ্রন্ট সরকারের সেচমন্ত্রী প্রভাস রায় । কয়েক দশক কেটে গেলেও এখনও মাস্টারপ্ল্যানের বিষয়ে কোনও কার্যকরী পদক্ষেপ করা হয়নি । কেন্দ্র ও রাজ্যের পক্ষ থেকে মাস্টারপ্ল্যানের জন্য কোনও অর্থ বরাদ্দ না করায় ঘাটাল মাস্টারপ্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটি নানাভাবে পথে নামে এবং প্রতিবাদ জানায় ।

2014 সালে ঘাটাল লোকসভায় তৃণমূল থেকে সাংসদ হিসেবে জয়ী হন দীপক অধিকারী ওরফে দেব । দেব সাংসদ হওয়ার পরেই ঘাটালে এসে ঘাটাল মাস্টারপ্ল্যান বাস্তবায়িত করার প্রতিশ্রুতি দেন । ভোটের আগে বারবার তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন ৷ এরপর যেই কী সেই । ফের 2019 সালে লোকসভা নির্বাচনের আগে আবারও তিনি প্রতিশ্রুতি দেন, ওই কেন্দ্রে জিতলে ঘাটাল মাস্টারপ্ল্যান কার্যকর করা হবে ৷ কিন্তু তার পরও কিছু হয়নি ৷

আরও পড়ুন: ক্লিয়ারেন্স দিচ্ছে না কেন্দ্র, ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে তোপ মমতার

2019 সালে লোকসভার আসনে জেতার পর কেটে গিয়েছে চার বছর । তিনি প্রতিবার ঘাটালে এলেই প্রতিশ্রুতি দিয়ে যান এবং এ ব্যাপারে অভিযোগের আঙুল তোলেন কেন্দ্রীয় সরকারের দিকে ৷ আবার বর্ষাকাল আসছে ৷ কিন্তু এখনও জট কাটেনি ঘাটাল মাস্টারপ্ল্যানের । তাই ঘাটাল মাস্টারপ্ল্যানে অর্থ বরাদ্দের দাবি তুলে ঘাটাল কলেজ মোড় এলাকায় ঘাটাল-পাঁশকুড়া রাজ্য সড়কের ধারে মঙ্গলবার সকাল থেকে অনশনে বসেছেন শতাধিক মানুষ ।

অনশনকারীদের দাবি, অবিলম্বে কেন্দ্র এবং রাজ্য সরকারকে ঘাটাল মাস্টারপ্ল্যান রূপায়ণের জন্য অর্থ বরাদ্দ করতে হবে । অনশন মঞ্চে উপস্থিত ছিলেন ঘাটাল মাস্টারপ্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির যুগ্ম সম্পাদক দেবাশিস মাইতি ও নারায়ণচন্দ্র নায়েক, সভাপতি বিকাশচন্দ্র হাজরা-সহ নানা নেতৃত্ব ও এলাকার বানভাসি মানুষ ।

কমিটির সম্পাদক নারায়ণ চন্দ্র নায়েক বলেন, দীর্ঘ জটে ঘাটাল মাস্টারপ্ল্যান । আশা করেছিলাম, এ বারের বাজেটে ঘাটাল মাস্টারপ্ল্যানের জন্য অর্থ বরাদ্দ করবে কেন্দ্র ও রাজ্য সরকার । কিন্তু সব আশায় জল ঢেলে দিয়েছে । আমরা এখানে ডুবে মরে যাই, তা নিয়ে কারওই ভাবনাচিন্তা ও হেলদোল নেই । তাই আমরা আজ অনশন শুরু করেছি । এরপর জঙ্গি আন্দোলনে নামব ।"

উল্লেখ্য, দীর্ঘ পরিকল্পনা করা সত্ত্বেও কোন জটে আটকে রয়েছে ঘাটাল মাস্টারপ্ল্যানের টাকা, তা নিয়ে উত্তর নেই কারও কাছে । রাজ্যের শাসক দল তৃণমূল যেমন অভিযোগ তুলছে কেন্দ্রের দিকে, অপরদিকে কেন্দ্র অভিযোগ তুলেছে শাসক দলের দিকে ৷

Last Updated : Mar 28, 2023, 8:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.