দুর্গাপুর, 12 মে : পরিবারের অভিভাবকদের নামে পাওয়া যাচ্ছে চাল । বাকি সদস্যদের জন্য কোনও রেশন সামগ্রী দেওয়া হচ্ছে না । এই অভিযোগে আজ বিকেলে অন্ডাল থানা এলাকার সরষেডাঙার বাসিন্দারা লকডাউন অমান্য করে পথ অবরোধ করেন । খবর পেয়ে ঘটনাস্থানে আসে অন্ডাল থানার পুলিশ ।
গ্রামের বাসিন্দাদের অভিযোগ, তাঁরা পর্যাপ্ত রেশন সামগ্রী পাননি । কিন্তু স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধি থেকে কোনও রাজনৈতিক নেতা তাঁদের খোঁজ নিতে আসেননি । কেন্দ্র ও রাজ্য সরকারের তরফে যখন বিনামূল্যে চাল দেওয়া হচ্ছে, তখন সেই চালও তাঁরা পাননি বলে অভিযোগ । ঘটনাস্থানে তৃণমূল নেতা বিষ্ণুদেব নুনিয়া এলে তাঁকে ঘিরেও বিক্ষোভ দেখানো হয় । অনেকের অভিযোগ বলে, পরিবারের অভিভাবকের কার্ডেই শুধু চাল দেওয়া হয়েছে । বাকি আর কোনও সদস্য চাল পাননি ।
ঘটনাস্থানে পৌঁছায় অন্ডাল থানার পুলিশ । বিষ্ণুদেব নুনিয়া বলেন, "লকডাউনের সময় এই এলাকার বাসিন্দাদের বাড়িতে নিরবিচ্ছিন্নভাবে রেশন সামগ্রী সরবরাহ করা হয়েছে । এই পথ অবরোধের পিছনে কোনও রাজনৈতিক ষড়যন্ত্র আছে ।" যতক্ষণ না পর্যন্ত রেশন সামগ্রী পাওয়ার লিখিত আশ্বাস পাচ্ছে ততক্ষণ এই পথ অবরোধ চলবে বলে অন্ডাল থানার পুলিশকে জানিয়ে দেন সরষেডাঙা গ্রামের বাসিন্দারা ।