ETV Bharat / state

দুর্গাপুরের বেহাল রাস্তা মেরামতের দাবিতে বিক্ষোভে নামল বাম-কংগ্রেস জোট

বাম নেতা বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায় এবং কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি তরুণ রায় একযোগে জানান, শহরের রাস্তার এই বেহাল দশায় মানুষ তিতিবিরক্ত । পৌর পরিষেবা ভেঙে পড়েছে । দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষ সঠিক করে কিছু বলছেন না । এই রাস্তা নিয়ে আদৌ কী হচ্ছে তা মানুষ জানতে পারছে না । তাই এই গুরুত্বপূর্ণ রাস্তা সংস্কারের দাবিতে আমরা আজ বিক্ষোভে নেমেছি ।

author img

By

Published : Sep 29, 2020, 4:05 PM IST

Durgapur news
Durgapur news

দুর্গাপুর, 29 সেপ্টেম্বর : দুর্গাপুরের এস এন ব্যানার্জি থেকে শোভাপুর পর্যন্ত প্রায় দশ কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল । ওই রাস্তা মেরামতের দাবিতে আজ সকাল থেকে রাস্তায় বসেই বিক্ষোভ দেখাল বাম ও কংগ্রেস কর্মীরা ।

দুর্গাপুরের এস এন ব্যানার্জি থেকে শোভাপুর পর্যন্ত দীর্ঘ প্রায় দশ কিলোমিটার রাস্তা বিপজ্জনক এবং চরম দুরবস্থায় পড়ে আছে । এই রাস্তায় মিনি বাস চলাচল থেকে বহু যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে । প্রায় দিন এ রাস্তায় দুর্ঘটনা লেগেই আছে । এতদিন পর্যন্ত এই রাস্তা সংস্কারের দায়ভার ছিল দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষের । কিন্তু বর্তমানে দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে এই রাস্তা সংস্কারের দায় এখন দুর্গাপুর নগর নিগমের ।

কয়েকদিন আগেই এই রাস্তা পরিদর্শন করেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক পূর্ণেন্দু মাঝি । তিনি দুর্গাপুর নগর নিগমের আধিকারিকদের সঙ্গে কথাও বলেন । বলা হয়েছিল পুজোর আগেই রাস্তা সংস্কারের কাজ শুরু হবে । কিন্তু তা এখনও হয়নি । এই রাস্তা নিয়ে দীর্ঘ প্রায় তিন-চার বছর টালবাহানা চলছে । অবশেষে আজ বাম এবং কংগ্রেস জোটের নেতা-কর্মীদের এই রাস্তা সংস্কারের দাবিতে বিক্ষোভ করতে দেখা গেল । এই রাস্তা দিয়ে হেতেডোবা শিল্প তালুকের অগুণতি ভারী পণ্যবাহী যানবাহন যাতায়াত করে । এই আন্দোলনের জেরে সেই গাড়িগুলো দাঁড়িয়ে পড়ে ।

বাম নেতা বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায় এবং কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি তরুণ রায় একযোগে জানান, শহরের রাস্তার এই বেহাল দশায় মানুষ তিতবিরক্ত । পৌর পরিষেবা ভেঙে পড়েছে । দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষ সঠিক করে কিছু বলছেন না । এই রাস্তা নিয়ে আদৌ কী হচ্ছে তা মানুষ জানতে পারছে না । তাই এই গুরুত্বপূর্ণ রাস্তা সংস্কারের দাবিতে আমরা আজ বিক্ষোভে নেমেছি ।

কংগ্রেস এবং বামেদের প্রতিনিধি দল দুর্গাপুর ইস্পাত কারখানার নগর প্রশাসন ভবন এবং দুর্গাপুর নগর নিগমের মেয়রকেও বিষয়টি নিয়ে কথা বলার জন্য যাবেন বলে জানান । এখন দেখার এই বেহাল রাস্তা কত দ্রুত সংস্কার হয় ?কারা এই সংস্কারের কাজ করবে ? দুর্গাপুর নগর নিগম নাকি দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষ ?

দুর্গাপুর, 29 সেপ্টেম্বর : দুর্গাপুরের এস এন ব্যানার্জি থেকে শোভাপুর পর্যন্ত প্রায় দশ কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল । ওই রাস্তা মেরামতের দাবিতে আজ সকাল থেকে রাস্তায় বসেই বিক্ষোভ দেখাল বাম ও কংগ্রেস কর্মীরা ।

দুর্গাপুরের এস এন ব্যানার্জি থেকে শোভাপুর পর্যন্ত দীর্ঘ প্রায় দশ কিলোমিটার রাস্তা বিপজ্জনক এবং চরম দুরবস্থায় পড়ে আছে । এই রাস্তায় মিনি বাস চলাচল থেকে বহু যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে । প্রায় দিন এ রাস্তায় দুর্ঘটনা লেগেই আছে । এতদিন পর্যন্ত এই রাস্তা সংস্কারের দায়ভার ছিল দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষের । কিন্তু বর্তমানে দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে এই রাস্তা সংস্কারের দায় এখন দুর্গাপুর নগর নিগমের ।

কয়েকদিন আগেই এই রাস্তা পরিদর্শন করেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক পূর্ণেন্দু মাঝি । তিনি দুর্গাপুর নগর নিগমের আধিকারিকদের সঙ্গে কথাও বলেন । বলা হয়েছিল পুজোর আগেই রাস্তা সংস্কারের কাজ শুরু হবে । কিন্তু তা এখনও হয়নি । এই রাস্তা নিয়ে দীর্ঘ প্রায় তিন-চার বছর টালবাহানা চলছে । অবশেষে আজ বাম এবং কংগ্রেস জোটের নেতা-কর্মীদের এই রাস্তা সংস্কারের দাবিতে বিক্ষোভ করতে দেখা গেল । এই রাস্তা দিয়ে হেতেডোবা শিল্প তালুকের অগুণতি ভারী পণ্যবাহী যানবাহন যাতায়াত করে । এই আন্দোলনের জেরে সেই গাড়িগুলো দাঁড়িয়ে পড়ে ।

বাম নেতা বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায় এবং কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি তরুণ রায় একযোগে জানান, শহরের রাস্তার এই বেহাল দশায় মানুষ তিতবিরক্ত । পৌর পরিষেবা ভেঙে পড়েছে । দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষ সঠিক করে কিছু বলছেন না । এই রাস্তা নিয়ে আদৌ কী হচ্ছে তা মানুষ জানতে পারছে না । তাই এই গুরুত্বপূর্ণ রাস্তা সংস্কারের দাবিতে আমরা আজ বিক্ষোভে নেমেছি ।

কংগ্রেস এবং বামেদের প্রতিনিধি দল দুর্গাপুর ইস্পাত কারখানার নগর প্রশাসন ভবন এবং দুর্গাপুর নগর নিগমের মেয়রকেও বিষয়টি নিয়ে কথা বলার জন্য যাবেন বলে জানান । এখন দেখার এই বেহাল রাস্তা কত দ্রুত সংস্কার হয় ?কারা এই সংস্কারের কাজ করবে ? দুর্গাপুর নগর নিগম নাকি দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষ ?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.