ETV Bharat / state

বিক্ষোভের ছ'মাস পর আইনি নোটিস, অবাক দুর্গাপুরের বাম-কংগ্রেস কর্মীরা

ছ'মাস আগে বিক্ষোভ করে এখন আইনি নোটিস পেলেন ৷ ঘটনার কার্যত হতবাক দুর্গাপুরের বাম ও কংগ্রেস কর্মীরা ৷

দুর্গাপুর
দুর্গাপুর
author img

By

Published : Jul 22, 2021, 6:10 PM IST

দুর্গাপুর, 22 জুলাই : বিক্ষোভ করেছিলেন জানুয়ারিতে ৷ আইনি নোটিস পেলেন জুলাইতে ৷ মাঝে ছ'মাস পেরিয়ে গেছে ৷ এতদিন পর আইনি নোটিস পেয়ে কার্যত অবাক দুর্গাপুরের 26 জন বাম ও কংগ্রেস কর্মী ৷

প্রসঙ্গত, চলতি বছরে‌র জানুয়ারি মাসে কেন্দ্রীয় সরকারের কৃষি আইন প্রত্যাহার এবং কাঁকসা ব্লকের বাঁশকোপা টোলপ্লাজা টোল ফ্রি করার দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় বাম-কংগ্রেস নেতৃত্ব । বাঁশকোপা 2নং জাতীয় সড়কের টোলপ্লাজায় দীর্ঘসময় ধরে চলে অবরোধ । এমনকি সেই সময় পুলিশের সঙ্গে বচসাতেও জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা ৷

বিক্ষোভের ছ'মাস পর আইনি নোটিস পেয়ে অবাক বাম ও কংগ্রেস কর্মীরা

আরও পড়ুন : TMC Worker Killed : বিরাটিতে খুন তৃণমূল কর্মী, হাসপাতালে আটক এক দুষ্কৃতী

সেই বিক্ষোভের জন্য ছ'মাস পর আইনি নোটিস দিল প্রশাসন ৷ 26 জন বাম ও কংগ্রেস নেতা-সহ 16টি বাইকের বিরুদ্ধে আইনি নোটিস পাঠানো হয় ৷ কয়েকদিন আগে তা জানতে পেরে বৃহস্পতিবার পশ্চিম বর্ধমান সিপিআইএম জেলা কমিটির সদস্য পঙ্কজ রায় সরকার জানান, তাঁদের বিক্ষোভ ছিল কেন্দ্রীয় সরকারের কৃষি আইনের বিরুদ্ধে ৷ কিন্তু ছ'মাস পর সেই বিক্ষোভের আইনি নোটিস দিচ্ছে রাজ্য সরকার । এতেই বোঝা যাচ্ছে রাজ্য আর কেন্দ্র এক । এইভাবে বাম ও কংগ্রেসকে মুছে ফেলা যাবে না বলে দাবি করেন তিনি ।

এই বিষয়ে কংগ্রেস নেতা দেবাশিস বিশ্বাস বলেন, "এতদিন পর আইনি নোটিস পেয়ে আমরা হতবাক ।"

দুর্গাপুর, 22 জুলাই : বিক্ষোভ করেছিলেন জানুয়ারিতে ৷ আইনি নোটিস পেলেন জুলাইতে ৷ মাঝে ছ'মাস পেরিয়ে গেছে ৷ এতদিন পর আইনি নোটিস পেয়ে কার্যত অবাক দুর্গাপুরের 26 জন বাম ও কংগ্রেস কর্মী ৷

প্রসঙ্গত, চলতি বছরে‌র জানুয়ারি মাসে কেন্দ্রীয় সরকারের কৃষি আইন প্রত্যাহার এবং কাঁকসা ব্লকের বাঁশকোপা টোলপ্লাজা টোল ফ্রি করার দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় বাম-কংগ্রেস নেতৃত্ব । বাঁশকোপা 2নং জাতীয় সড়কের টোলপ্লাজায় দীর্ঘসময় ধরে চলে অবরোধ । এমনকি সেই সময় পুলিশের সঙ্গে বচসাতেও জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা ৷

বিক্ষোভের ছ'মাস পর আইনি নোটিস পেয়ে অবাক বাম ও কংগ্রেস কর্মীরা

আরও পড়ুন : TMC Worker Killed : বিরাটিতে খুন তৃণমূল কর্মী, হাসপাতালে আটক এক দুষ্কৃতী

সেই বিক্ষোভের জন্য ছ'মাস পর আইনি নোটিস দিল প্রশাসন ৷ 26 জন বাম ও কংগ্রেস নেতা-সহ 16টি বাইকের বিরুদ্ধে আইনি নোটিস পাঠানো হয় ৷ কয়েকদিন আগে তা জানতে পেরে বৃহস্পতিবার পশ্চিম বর্ধমান সিপিআইএম জেলা কমিটির সদস্য পঙ্কজ রায় সরকার জানান, তাঁদের বিক্ষোভ ছিল কেন্দ্রীয় সরকারের কৃষি আইনের বিরুদ্ধে ৷ কিন্তু ছ'মাস পর সেই বিক্ষোভের আইনি নোটিস দিচ্ছে রাজ্য সরকার । এতেই বোঝা যাচ্ছে রাজ্য আর কেন্দ্র এক । এইভাবে বাম ও কংগ্রেসকে মুছে ফেলা যাবে না বলে দাবি করেন তিনি ।

এই বিষয়ে কংগ্রেস নেতা দেবাশিস বিশ্বাস বলেন, "এতদিন পর আইনি নোটিস পেয়ে আমরা হতবাক ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.