আসানসোল, 29 অক্টোবর : বাজারে লক্ষ্মী প্রতিমা থরে থরে সাজানো রয়েছে । অথচ ক্রেতার দেখা নেই । লক্ষ্মী পুজোর আগের দিন থেকেই যে আসানসোলে তিল ধারণের জায়গা থাকে না এবার কোরোনা আতঙ্কে বাজারে সেই ছবি উধাও । তাই মাথায় হাত পড়েছে প্রতিমা শিল্পী এবং বিক্রেতাদের । কোরোনা পরিস্থিতিতে এবার সমস্যায় পড়েছে ব্যবসায়ী ও প্রতিমাশিল্পীদের ।
পশ্চিম বর্ধমান জেলায় কোরোনায় আক্রান্তের সংখ্যা দশ হাজার ছাড়িয়ে গেছে । ফলে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে বাসিন্দাদের মনে । আর সেই আতঙ্কের রেশ এবার দেখা গেল লক্ষ্মী পুজোর বাজারে ।
অন্য বছর আসানসোলের হটন রোড বা গির্জা মোড়ে প্রতিমা বিক্রির বাজারে যেখানে জায়গা থাকে না সেখানে এবার প্রতিমা পড়ে আছে রাস্তার পাশে । কেনার লোক নেই । সকালবেলা যে প্রতিমার মূল্য ছিল 600 টাকা দুপুর গড়িয়ে তার মূল্য নেমে এসেছে 300 থেকে 350 টাকায় । প্রায় অর্ধেক দাম করে দিযেও ক্রেতার দেখা মিলছে না । বিক্রেতারা বলেন, এবছর একেবারেই বাজার নেই । তাই পালপাড়া থেকে কিনে আনা প্রতিমা ক্ষতি করেও বিক্রি করে পুঁজির খানিকটা অংশ নিয়ে বাড়ি ফিরতে চাইছেন । কিন্তু সেটাও তাঁরা পারবেন কি না সেই আশঙ্কায় ভুগছেন । অনেকেই বলছেন, এবছরের বিক্রি না হওয়ার ঠাকুর রেখে দিতে হবে পরের বছরের জন্য । কিন্তু সেটাও কি ঠিকঠাকভাবে রাখা যাবে? সেই আশঙ্কা থেকে যাচ্ছে।