রানীগঞ্জ ,29 জুলাই : রানিগঞ্জের নিমচা গ্রামে ECL-র পরিত্যক্ত খোলামুখ কয়লাখনির পাশে ধস নামল । প্রায় 20 ফুট জায়গা জুড়ে ধস নামে । গভীরতা প্রায় 30-40 ফুটের মতো । ঘটনাস্থানে পৌঁছায় রানিগঞ্জ থানার পুলিশ ও ECL-এর আধিকারিকরা । নিরাপত্তার কারণে ধসের জায়গাটি বাঁশ দিয়ে ঘিরে দেওয়া হয়েছে।
বিষয়টি নিয়ে স্থানীয় বাসিন্দা উত্তম মল্লিক বলেন, “আজ সকালে হঠাৎ বিকট শব্দের পরই গ্রামের পাশে ফাঁকা মাঠে 20 ফুট জায়গা জুড়ে ধস নামে । ফাঁকা মাঠের পাশেই রয়েছে ECL-এর পরিত্যক্ত খোলামুখ খনি । ঘটনাস্থানে রানিগঞ্জ থানার পুলিশ ও ECL-এর আধিকারিকরা পৌঁছায় ।
এদিকে ধসের জায়গা ভরাটের কাজ শুরু করেছে ECL কর্তৃপক্ষ । ECL-র কর্তৃপক্ষের প্রতিক্রিয়া মেলেনি ।