ETV Bharat / state

বারাবনিতে ভয়াবহ ধস, মাটির নিচে রাস্তা - বারাবনিতে ধস

ঘটনার জেরে গ্রামে যাতায়াতের মূল রাস্তাটি বন্ধ হয়ে গেছে । পরপর ধস নামায় স্থানীয় ভুঁইঞাপাড়া ও আদিবাসীপাড়ার বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন ।

Landslide in Baraboni
Landslide in Baraboni
author img

By

Published : Sep 25, 2020, 2:57 PM IST

আসানসোল, 25 সেপ্টেম্বর : বুধবারের পর বৃহস্পতিবারও ফের ধস নামল বারাবনি এলাকায় । ধসের জেরে রাস্তা ফেটে যায় । মাটির নিচে বসে যায় রাস্তাসহ এলাকার বেশ কিছু জমি । ঘটনাটি ঘটেছে বারাবনির পানুরিয়ার পাহাড়ি গ্রামে ।

ঘটনার জেরে গ্রামে যাতায়াতের মূল রাস্তাটি বন্ধ হয়ে গেছে । পরপর ধস নামায় স্থানীয় ভুঁইঞাপাড়া ও আদিবাসীপাড়ার বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন । স্থানীয়রা বলেন, " দীঘল পাহাড়ি গ্রামের সামনে রয়েছে ECL-এর পরিত্যক্ত খয়রাবাদ কোলিয়ারি । বহু বছর আগেই ECL কর্তৃপক্ষ ওই কোলিয়ারি বন্ধ করে দিয়েছে । সেখানে কোনও কয়লা উত্তোলনের কাজ হয় না । ভূগর্ভস্থ খনিতে আগুন লেগে থাকার কারণে বন্ধ রয়েছে কোলিয়ারিটি । "

গ্রামের বাসিন্দা অরূপ মণ্ডল, সুশান্ত রায়, পলাশ বাউরিদের দাবি, এরকম ধস নামলে তাঁদের বাড়িঘর ধসে যেতে পারে । খনিগর্ভে এমনিতেই আগুন রয়েছে । ধস নামলে একেবারে সব জ্বলে শেষ হয়ে যাবে বলে আশঙ্কা তাঁদের। অভিযোগ, রাস্তাটি দিয়ে যাতায়াত করাও সম্ভব নয় এখন ।

বারাবনি জেলা পরিষদের সদস্য তথা বারাবনি তৃণমূল ব্লক সভাপতি অসিত সিং বলেন, " ECL কর্তৃপক্ষের গাফিলতিতেই এলাকায় ধস নেমেছে । তাদের ধস কবলিত এলাকায় ড্রেজ়িংয়ের ব্যবস্থা করতে হবে । বাজারহাট, অসুস্থ ব্যক্তিকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য গ্রামের ওই একটাই রাস্তা রয়েছে । ওই রাস্তাটি পঞ্চায়েত থেকে পাকা করে দেওয়া হয়েছিল । এখন ভেঙে চৌচিড় হয়ে গেল । আমরা ECL কর্তৃপক্ষের কাছে দাবি জানাব, রাস্তাটি মেরামতির ও অস্থায়ী পুনর্বাসনের । ECL এর সালানপুর এরিয়া কর্তৃপক্ষের দাবি, ওই এলাকায় ব্রিটিশ কোল আমলে কয়লা খনন হয়েছিল অবৈজ্ঞানিকভাবে । তাই সেখানে খনিগর্ভে আগুন রয়েছে। ECL কয়লা খনন করে না । তবু ধস কবলিত এলাকা পে লোডার দিয়ে ভরাট করে দেওয়া হবে বলেও জানানো হয়েছে ।

আসানসোল, 25 সেপ্টেম্বর : বুধবারের পর বৃহস্পতিবারও ফের ধস নামল বারাবনি এলাকায় । ধসের জেরে রাস্তা ফেটে যায় । মাটির নিচে বসে যায় রাস্তাসহ এলাকার বেশ কিছু জমি । ঘটনাটি ঘটেছে বারাবনির পানুরিয়ার পাহাড়ি গ্রামে ।

ঘটনার জেরে গ্রামে যাতায়াতের মূল রাস্তাটি বন্ধ হয়ে গেছে । পরপর ধস নামায় স্থানীয় ভুঁইঞাপাড়া ও আদিবাসীপাড়ার বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন । স্থানীয়রা বলেন, " দীঘল পাহাড়ি গ্রামের সামনে রয়েছে ECL-এর পরিত্যক্ত খয়রাবাদ কোলিয়ারি । বহু বছর আগেই ECL কর্তৃপক্ষ ওই কোলিয়ারি বন্ধ করে দিয়েছে । সেখানে কোনও কয়লা উত্তোলনের কাজ হয় না । ভূগর্ভস্থ খনিতে আগুন লেগে থাকার কারণে বন্ধ রয়েছে কোলিয়ারিটি । "

গ্রামের বাসিন্দা অরূপ মণ্ডল, সুশান্ত রায়, পলাশ বাউরিদের দাবি, এরকম ধস নামলে তাঁদের বাড়িঘর ধসে যেতে পারে । খনিগর্ভে এমনিতেই আগুন রয়েছে । ধস নামলে একেবারে সব জ্বলে শেষ হয়ে যাবে বলে আশঙ্কা তাঁদের। অভিযোগ, রাস্তাটি দিয়ে যাতায়াত করাও সম্ভব নয় এখন ।

বারাবনি জেলা পরিষদের সদস্য তথা বারাবনি তৃণমূল ব্লক সভাপতি অসিত সিং বলেন, " ECL কর্তৃপক্ষের গাফিলতিতেই এলাকায় ধস নেমেছে । তাদের ধস কবলিত এলাকায় ড্রেজ়িংয়ের ব্যবস্থা করতে হবে । বাজারহাট, অসুস্থ ব্যক্তিকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য গ্রামের ওই একটাই রাস্তা রয়েছে । ওই রাস্তাটি পঞ্চায়েত থেকে পাকা করে দেওয়া হয়েছিল । এখন ভেঙে চৌচিড় হয়ে গেল । আমরা ECL কর্তৃপক্ষের কাছে দাবি জানাব, রাস্তাটি মেরামতির ও অস্থায়ী পুনর্বাসনের । ECL এর সালানপুর এরিয়া কর্তৃপক্ষের দাবি, ওই এলাকায় ব্রিটিশ কোল আমলে কয়লা খনন হয়েছিল অবৈজ্ঞানিকভাবে । তাই সেখানে খনিগর্ভে আগুন রয়েছে। ECL কয়লা খনন করে না । তবু ধস কবলিত এলাকা পে লোডার দিয়ে ভরাট করে দেওয়া হবে বলেও জানানো হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.