ETV Bharat / state

Asansol News : 'অনলাইনে পরীক্ষা না হলে আত্মহত্যা করব', বিশ্ববিদ্যালয়ের ছাদ থেকে ঝাঁপানোর চেষ্টা ছাত্রের ! - Student Attempts to die by Suicide on Demand of Online Examination

অনলাইন পরীক্ষার দাবিতে ছাত্রের আত্মহত্য়ার চেষ্টা ৷ ঘটনাটি ঘটেছে আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে (Student Attempts to die by Suicide on Demand of Online Examination )। যদিও কাজী নজরুল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখনও পর্যন্ত বিষয়টি নিয়ে কোনও রকমের মন্তব্য করেনি ।

Student Attempt to Suicide news
অনলাইন পরীক্ষার দাবিতে ছাত্রের আত্মহত্যার চেষ্টা
author img

By

Published : May 20, 2022, 4:06 PM IST

Updated : May 20, 2022, 6:41 PM IST

আসানসোল, 20 মে : অনলাইন পরীক্ষার দাবিতে বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত ভবনে উঠে আত্মহত্যার চেষ্টা করলেন এক ছাত্র । চাঞ্চল্যকর এই ঘটনাটি আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের (Student Attempts to die by Suicide on Demand of Online Examination )। কয়েকদিন ধরে ক্রমাগত বিক্ষোভের পর শুক্রবার চরমে ওঠে ছাত্রছাত্রীদের আন্দোলন । এদিন সকাল থেকেই কাজী নজরুল বিশ্ববিদ্যালয় চত্বরে অনলাইন পরীক্ষার দাবিতে পড়ুয়ারা জমায়েত হন । সেই সময়ে এক ছাত্র অনলাইন পরীক্ষার দাবিতে বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত ভবনের উপরে উঠে ঝাঁপ দেওয়ার চেষ্টা কর করেন । অন্য ছাত্রছাত্রীরা অবশ্য তাঁকে আটকে দেয় । জানা গিয়েছে, ওই অজয় পন্ডিত নামে ওই ছেলেটি দুর্গাপুর ল কলেজের ছাত্র ৷

গত কয়েকদিন ধরেই অনলাইন পরীক্ষার দাবিতে উত্তাল কাজী নজরুল বিশ্ববিদ্যালয় । বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীরা এসে দফায় দফায় বিক্ষোভ দেখাচ্ছিল বিশ্ববিদ্যালযয়ে । গত বুধবারও এমনই বিক্ষোভ চলেছে দিনভর । ছাত্রছাত্রীদের দাবি, সেদিন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নোটিশ জারি করে অনলাইনেই পরীক্ষা নেওয়া হবে । এরপর ছাত্রছাত্রীরা হাসিমুখে বাড়ি ফিরে যায় । কিন্তু বৃহস্পতিবার রাতে ফের নোটিশ দেওয়া হয় পরীক্ষা অফলাইনেই হবে । আজ সকাল থেকেই কাতারে কাতারে ছাত্রছাত্রী এসে জমা হয় বিশ্ববিদ্যালয়ে । দফায় দফায় চলে বিক্ষোভ । এমনকী পথ অবরোধ করে ছাত্রছাত্রীরা । পুলিশ এসে সেই অবরোধ তুলে দেয় । কিন্তু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাধন চক্রবর্তী একবারের জন্য বেরিয়ে ছাত্রছাত্রীদের সঙ্গে এখনও পর্যন্ত কথা বলেননি ।

অনলাইন পরীক্ষার দাবিতে ছাত্রের আত্মহত্যার চেষ্টা

আরও পড়ুন : SSC recruitment scam : ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা এসএসসি চাকরিপ্রার্থীর !

এরপরেই দেখা যায় অজয় পন্ডিত নামে ওই ছাত্র বিশ্ব বিদ্যালয়ের নবনির্মিত ভবনের ওপর থেকে ঝাঁপ দেওয়ার চেষ্টা করেন । চিৎকার করে বলতে থাকেন, "অনলাইন পরীক্ষা না হলে আত্মহত্যা করব ।" ওই ঘটনার পর বাকি ছাত্রছাত্রীরা ভবনটির ছাদে উঠে অজয়কে বুঝিয়ে সুঝিয়ে নামিয়ে নিয়ে আসে । ওই ছাত্র বলেন, অনলাইনে পরীক্ষা নিতে হবে । যদি অনলাইন পরীক্ষা না হয় তাহলে আমি আত্মহত্যা করব এবং তার জন্য় দায়ী হবে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ।" যদিও বিশ্ববিদ্যালয়ের তরফে এই বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করা হয়নি ।

আসানসোল, 20 মে : অনলাইন পরীক্ষার দাবিতে বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত ভবনে উঠে আত্মহত্যার চেষ্টা করলেন এক ছাত্র । চাঞ্চল্যকর এই ঘটনাটি আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের (Student Attempts to die by Suicide on Demand of Online Examination )। কয়েকদিন ধরে ক্রমাগত বিক্ষোভের পর শুক্রবার চরমে ওঠে ছাত্রছাত্রীদের আন্দোলন । এদিন সকাল থেকেই কাজী নজরুল বিশ্ববিদ্যালয় চত্বরে অনলাইন পরীক্ষার দাবিতে পড়ুয়ারা জমায়েত হন । সেই সময়ে এক ছাত্র অনলাইন পরীক্ষার দাবিতে বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত ভবনের উপরে উঠে ঝাঁপ দেওয়ার চেষ্টা কর করেন । অন্য ছাত্রছাত্রীরা অবশ্য তাঁকে আটকে দেয় । জানা গিয়েছে, ওই অজয় পন্ডিত নামে ওই ছেলেটি দুর্গাপুর ল কলেজের ছাত্র ৷

গত কয়েকদিন ধরেই অনলাইন পরীক্ষার দাবিতে উত্তাল কাজী নজরুল বিশ্ববিদ্যালয় । বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীরা এসে দফায় দফায় বিক্ষোভ দেখাচ্ছিল বিশ্ববিদ্যালযয়ে । গত বুধবারও এমনই বিক্ষোভ চলেছে দিনভর । ছাত্রছাত্রীদের দাবি, সেদিন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নোটিশ জারি করে অনলাইনেই পরীক্ষা নেওয়া হবে । এরপর ছাত্রছাত্রীরা হাসিমুখে বাড়ি ফিরে যায় । কিন্তু বৃহস্পতিবার রাতে ফের নোটিশ দেওয়া হয় পরীক্ষা অফলাইনেই হবে । আজ সকাল থেকেই কাতারে কাতারে ছাত্রছাত্রী এসে জমা হয় বিশ্ববিদ্যালয়ে । দফায় দফায় চলে বিক্ষোভ । এমনকী পথ অবরোধ করে ছাত্রছাত্রীরা । পুলিশ এসে সেই অবরোধ তুলে দেয় । কিন্তু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাধন চক্রবর্তী একবারের জন্য বেরিয়ে ছাত্রছাত্রীদের সঙ্গে এখনও পর্যন্ত কথা বলেননি ।

অনলাইন পরীক্ষার দাবিতে ছাত্রের আত্মহত্যার চেষ্টা

আরও পড়ুন : SSC recruitment scam : ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা এসএসসি চাকরিপ্রার্থীর !

এরপরেই দেখা যায় অজয় পন্ডিত নামে ওই ছাত্র বিশ্ব বিদ্যালয়ের নবনির্মিত ভবনের ওপর থেকে ঝাঁপ দেওয়ার চেষ্টা করেন । চিৎকার করে বলতে থাকেন, "অনলাইন পরীক্ষা না হলে আত্মহত্যা করব ।" ওই ঘটনার পর বাকি ছাত্রছাত্রীরা ভবনটির ছাদে উঠে অজয়কে বুঝিয়ে সুঝিয়ে নামিয়ে নিয়ে আসে । ওই ছাত্র বলেন, অনলাইনে পরীক্ষা নিতে হবে । যদি অনলাইন পরীক্ষা না হয় তাহলে আমি আত্মহত্যা করব এবং তার জন্য় দায়ী হবে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ।" যদিও বিশ্ববিদ্যালয়ের তরফে এই বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করা হয়নি ।

Last Updated : May 20, 2022, 6:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.